রাগ - অভিমান

"দুই পাশে দুইটা মানুষই একই অপেক্ষা, কোন ফলাফল আসে না।। একজন কে পা আগাতে হয়, একজন কে মুখ খুলতে হয় ।।
"Ego" টা কে এক মূহুর্তের জন্য সরিয়ে দিয়ে একজন কে "SORRY" বলতে হয় । নীরবতা কে একটা বারের জন্য ভেঙ্গে দিয়ে একজন কে খোঁজ নিতে হয়। অভিমান কে ছুটি দিয়ে কুচকানো কপালটা সোজা করে দুটো কথা বলতে হয়।।
"কে কথা বলবে  আগে..?? কে এক পা এগোবে আগে ..?? কে সেই একজন ..??"
"তুমি.. !!"
"কেন আমি ?? কেন সে না ??" - এই প্রশ্নটা করা যাবে না কখনো।। সব প্রশ্ন করতে হয় না, মাঝে মাঝে কোন কোন প্রশ্ন "SKIP" করতে হয় ।।
ক্ষণিকের এই জীবন, মুঠো ভরা "Ego" আর "অভিমান" নিয়ে ছটফট না করে মুঠোটা খুলে দাও না।।  ওপাশের মুঠোটাও খুলে যাবে।। আঙ্গুলের ফাঁকে বরং আঙ্গুল থাকুক, ঠোঁটের কোণে না হয় হাসি থাকুক।।
বুকের খাঁচাটা খুলে "রাগ" টাকে বের করে দেই।। কি হবে এতো রাগ, অভিমান করে ছোট্ট এই জীবনে। জীবনটা তো খুবই ছোট, থাকুক না সে ছোট্ট জীবন ঠোঁটের কোনে হাসি আর আনন্দ ঘিরে।।