কষ্টের চিলে কোঠা
ভাবছিলাম লিখব না। কিন্তু মনটা অনেক খারাপ। লিখে যদি মনটা ভালো হয়...সেই কাল থেকে ভীষণ মন খারাপ, অনেক অনেক বেশি। কিন্তু আমার মন খারাপের কোন কারণ খুঁজে পাচ্ছি না। মন খারাপ অথচ কারণ নেই !!! আসলে কারণ নেই তা না, কারণ আছে কিন্তু সে কারণ টা ভিত্তিহীন, অর্থহীন। কেন এমন হয়...জানি না।। একটা অর্থহীন সময়, অর্থহীন জীবন, যার কোন কূল খুঁজে পাচ্ছি না।
জীবন যাত্রার পথ পাড়ি দিতে গিয়ে কত কষ্টের মরুভূমি চলতে হয় তার কোন ইয়ত্বা নেই, নেই কোন দিগন্ত। দুঃখ-কষ্টের সীলা জীবনের ক্ষনে ক্ষনে বর্ষিত হয়, কোন সময় হয় মহাপ্লাবন। আর সেই প্লাবন-এ ভেসে যাই অজানা সীমানায়। জীবন একটা চেঁপে রাখা কষ্টের নাম কষ্টে ভরা বুকটা ফেটে যেতে চায়। ভীষণ পানির তৃষ্ণা পায়, ফেটে চৌচির হয়ে যাওয়া মাটির মত। সেই তৃষ্ণা আর মিটে না, তৃষ্ণা ভরা বুকে বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ গ্রহন করতে হয়।
জীবন যেন কষ্টের এক চিলে কোঠা... যেখানে বসবাস কষ্টের ...শুধু-ই কষ্টের...।।
জীবন যাত্রার পথ পাড়ি দিতে গিয়ে কত কষ্টের মরুভূমি চলতে হয় তার কোন ইয়ত্বা নেই, নেই কোন দিগন্ত। দুঃখ-কষ্টের সীলা জীবনের ক্ষনে ক্ষনে বর্ষিত হয়, কোন সময় হয় মহাপ্লাবন। আর সেই প্লাবন-এ ভেসে যাই অজানা সীমানায়। জীবন একটা চেঁপে রাখা কষ্টের নাম কষ্টে ভরা বুকটা ফেটে যেতে চায়। ভীষণ পানির তৃষ্ণা পায়, ফেটে চৌচির হয়ে যাওয়া মাটির মত। সেই তৃষ্ণা আর মিটে না, তৃষ্ণা ভরা বুকে বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ গ্রহন করতে হয়।
জীবন যেন কষ্টের এক চিলে কোঠা... যেখানে বসবাস কষ্টের ...শুধু-ই কষ্টের...।।