জীবনের আফসোস

জীবনের সব কিছু নিজে নিজে তৈরী হয় না, না চাইতেই পাওয়া যায় না।
"প্রেমে পড়া" এবং "ভয় পাওয়া" - এই দুটো অনুভূতি যখন একই সাথে বুকের ভেতর তৈরি হয়, তখন সেই প্রেম-টুকু কখনোই ভালোবাসায় পরিণত হয় না ।।
"প্রেমে পড়া" নামক ব্যাপারটা অনেকটা মাছের কাঁটার মত। হুট করে গলায় বিঁধে যায়,  তারপর যতবার-ই মানুষটা চোখের সামনে আসে, ততবারই ওটা খচ করে গলার ভেতরটায় আঘাত করে।।
কাঁটার আঘাতের ভয়েই মানুষটাকে কখনো মুখ ফুটে বলা হয় না কথাটা ।। অথচ ভয় না পেলে গল্পটা অন্য রকম হতে পারতো ।। সব কিছু শুনে মানুষটা খুব যত্ন করে এক মুঠো ভাত নিজ হাতে খাইয়ে দিলেই গলার কাঁটাটা সারা জীবনের সরে যেতে পারতো।। কিন্তু ঐ যে ভয়...।।
"না থাকুক, না বলাই থাক" - বলে তুমি স্বেচ্ছায় হেরে গেছো ।। একটু হাসি দিয়ে বলছো, "আরেহ ভালোই তো আছি "। আসলেই কি ভালো আছো...!!!
সবাই বলে, জীবনটা গল্পের মত সুন্দর না ।। আমি বলি, জীবনটা গল্পের চেয়েও সুন্দর।। শুধু চাওয়ার অপেক্ষা, চাইতে হয়।। তুমি চাইলেই তোমার গল্পটা অন্যরকম হতে পারে,  শুধু তুমি পা বাড়ালেই নতুন একটা পথ তৈরি হতে পারে ।। কিন্তু আমরা এই চাওয়া টাই মুখ ফুটে চাই না।।
সামনের পথের বাঁকে হারিয়ে যাওয়ার ভয় পেয়ে থেমে যাওয়া মানে জীবনের কাছে হেরে যাওয়া। এক সময় টের পাবে "হারিয়ে যাওয়া"-ই ভালো ছিল ।। "হেরে যাওয়া" আফসোসের,  ভীষণ ভীষণ আফসোসের।। জীবনে এমন কিছু বাকি রাখা যাবে না যা পরবর্তীতে আফসোসের জন্ম দেয়, সারা জীবন একটা আফসোস নিয়ে বাঁচতে হয়।।
বুকের ভেতর অদ্ভূত একটা আফসোস আর একটু খানি চাপা যন্ত্রণা লুকিয়ে রেখে বেঁচে থাকা যায় ঠিকই ।। কিন্তু, এমন ভাবে বেঁচে থাকার নাম বাঁচা না, এটার নাম জীবন না...।।