মুখোশ

আমি অতি সাধারন একটা মানুষ ...

পৃথীবির প্রতিটি মানুষের কিছু আশা-আকাঙ্কা থাকে, থাকে সীমাহিন স্বপ্ন।
যেখানে সে তার জীবনকে সাজায় একান্তই তার নিজের মতকরে। আমারো তেমন একান্ত কিছু স্বপ্ন আছে, যায় কোন টাই প্রকাশ করতে ইচ্ছা হয় না।
জীবনের  প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলানোর চেষ্টা কখনো করিনি, হিসেব মিলিয়ে কি হবে...!! যা পেয়েছি তাতো পেয়েছিই, আর যা পাই নি তাতো নাই-ই। যেকোনো মুহুর্তকে সহজে গ্রহন করার মানসিকতা লালন করি আমি, জীবনকে সব সময় বুঝতে চেষ্টা করেছি অতি-স্বাভাবিক ভাবে। সব কিছু সহজ ভাবে গ্রহন করার মানসিকতা থাকলেও আমিতো বুঝি ভিতরের অবস্থাটা কি...!!!
বন্ধুরা বলে আমি নাকি বিপদেও স্থির, শান্ত। কষ্ট পেলেও হাসতে জানি, পাশের মানুষ টিকে বুঝতে না দিয়ে চলতে জানি।। পাশের মানুষটি বুঝলো না এটা তার ব্যর্থতা।। যা ঘটলো আর যা ঘটমান তা আমার কাছে খুব স্বাভাবিক মনে হয়, মনে হয় এরকম ঘটার-ই ছিল।।
মানুষ যখন যা করে তার অনেক টাই হয়তো ঐ সময়ে ভেবে করে না। কারো অতীত দিয়ে তার বর্তমানকে মূল্যায়ন করা অনুচিত। কিন্তু আমরা সব সময় এটাই করে থাকি।

কোন এক কবি বলেছিলেন- "যার মুখোশ যত সুন্দর, পৃথিবীর কাছে সে তত আকর্ষণীয়"।। পৃথিবীর কাছে আমি কেমন তা এখনো জানি না, জানতে পারবো বলেও মনে হয় না। তবে কবির বক্তব্য অনুযায়ী- পৃথিবীর মানুষ গুলোর কাছে আমি মোটেই আকর্ষনীয় কেউ নই, আমার প্রধান দূর্বলতা আমার "মুখোশ"।। সে এতই নিম্ন পর্যায়ের যে, যা করি বা যা-ই বলি সবই প্রকাশ্যে। যা সত্য মানি, যা মিথ্যা বুঝি তার কিছুই মুখোশে লুকাতে পারি না। লুকাতে পারি না নিজের আন্ত সত্বা কে।।