জীবন যে সাত রং-এ রাঙা ছিল তা না, তবুও জীবন থেকে রঙ হারিয়ে গেছে। সাত রঙেতে আঁকা স্বপ্ন সব-ই
ধূলোয় মিশে একাকার। সেই সপ্ন গুলো আর স্বপ্ন হয়ে আমার চোখে আসে না। আলো আঁধারের জীবনে হারিয়ে গেছে জীবনের আলো। আলোটা না পেয়ে ভালোবাসি তাই রাতের কালো। সেই ছোট থেকে আলোহীন জীবন, আজ তাই আরেকটু বেশি কালো।। হারিয়ে গেছে ঠোঁটের কোণে হাসি, হাসতে ভুলে গেছি। সবাই দেখে সুখে আছি, ভালো আছি। খুব গোপনে আমি দুঃখে ভাসি, ভিতরটা কেউ দেখে না। মনের কথা, স্বপ্ন, আশা গুলো মনে জমা রয়ে যায়। একটি সময় সেই জমানো কথা, স্বপ্ন, আশা গুলো মনের গভীরে কবর দেই, নিজের হাতে মেরে ফেলি। মেরে ফেলতে একটুও কষ্ট হয় না, একটুও না। চোখের ভাষা হারিয়ে জমেছে কঠিন নীরবতা। হারানোর শেষ সীমানায় এসে আজ বেঁচে থাকার আশাটা হারিয়ে ফেলেছি।। সব ছেড়ে লুকাতে চাই অজানা প্রান্তে।।
ধূলোয় মিশে একাকার। সেই সপ্ন গুলো আর স্বপ্ন হয়ে আমার চোখে আসে না। আলো আঁধারের জীবনে হারিয়ে গেছে জীবনের আলো। আলোটা না পেয়ে ভালোবাসি তাই রাতের কালো। সেই ছোট থেকে আলোহীন জীবন, আজ তাই আরেকটু বেশি কালো।। হারিয়ে গেছে ঠোঁটের কোণে হাসি, হাসতে ভুলে গেছি। সবাই দেখে সুখে আছি, ভালো আছি। খুব গোপনে আমি দুঃখে ভাসি, ভিতরটা কেউ দেখে না। মনের কথা, স্বপ্ন, আশা গুলো মনে জমা রয়ে যায়। একটি সময় সেই জমানো কথা, স্বপ্ন, আশা গুলো মনের গভীরে কবর দেই, নিজের হাতে মেরে ফেলি। মেরে ফেলতে একটুও কষ্ট হয় না, একটুও না। চোখের ভাষা হারিয়ে জমেছে কঠিন নীরবতা। হারানোর শেষ সীমানায় এসে আজ বেঁচে থাকার আশাটা হারিয়ে ফেলেছি।। সব ছেড়ে লুকাতে চাই অজানা প্রান্তে।।
Post a Comment