কল্পনায় ভালবাসার ছোঁয়া

ভালবাসা কি...?? অনেক সময় এর সংজ্ঞা জানতে ইচ্ছা করেছে, কিন্তু পাই নি।
ভালবাসা একেক জনের কাছে একেক রকম। একেক জন, একেক ভাবে ভালবাসে। তাই কারো সাথে কারো ভালবাসার সংজ্ঞার মিল হয় না।
ভালবাসার কোন সংজ্ঞা হয় না। ভালবাসা বুঝতে হয়, ভালবাসা বুঝাতে হয়।

মাঝে মাঝে আমার অদ্ভুত ভাবে ভালবাসতে ইচ্ছে করে, অদ্ভুত ভাবে ভালবাসা পেতে ইচ্ছে করে।
ইচ্ছে করে কোন এক কুয়াশা ঢাকা দিনে বা হালকা বৃষ্টি ভেজা দিনে তার সামনে গিয়ে দাঁড়াবো। তার চোখের দিকে তাকিয়ে থাকবো কিছুক্ষণ, কতক্ষণ তাকিয়ে থাকবো তা জানি না। তার পর চলে আসবো। চোখে চোখে ভালবাসা আদান- প্রদান হয়ে যাবে, মুখে বলবো না।

আমাদের কথা হবে চিঠির মাধ্যমে। আমি তাকে চিঠি লিখবো, সে আমাকে চিঠি লিখবে। আমার চিঠির অপেক্ষায় পথ-পানে চেয়ে থাকবে, অপেক্ষার দিন গুনবে। তার পর একদিন আমার চিঠি পেয়ে খুশিতে আত্ন হারা হয়ে দু-চোখের নোনা জল ফেলে আমার চিঠির উত্তর দিবে। নোনা জলে চোখের কাজলে লেপটে যাবে গাল আর সেই কাজল কালো চোখের পানির ফোঁটা পরবে প্রতিটা চিঠির পাতায়।
তার ফোন ভাঙবে আমার ঘুম, শুরু হবে তার সাথে নতুন একটি দিন। নতুন করে ভালবাসা প্রতিটি দিন।
"নিঃস্বাপ তার ভালবাসা, নিঃস্বাপ তার মন। চোখের পানিতে ভিজে যাবে আমার দু-নয়ন।।"




বিঃদ্রঃ সবই কাল্পনিক। বাস্তবে এর কোন রূপরেখা নেই।। এখনকার এই আধুনিক যুগে এ রকম আদিম যুগের ভালবাসা কল্পনাতেই পাওয়া সম্ভব, বাস্তবে না।।