বিদায় জিনিস টা আমি সব সময়-ই ভয় পাই। কেন যেন বিদায় কথাটা মুখে আনতে ঠোট কাপে, শরীর শীতল হয়ে আসে। তবু কিছু বিদায় নিতে হয় বাধ্য হয়ে, অন্য কারো জন্য, তাদের ভালোর জন্য, তাদের ভালো রাখার জন্য।
Happy Ending- বলতে একটা কথা আছে। সবাই Happy Ending- চায় কিন্তু আমি একটু অন্য রকম, একটু ভিন্ন। খুব কাছের মানুষের কাছ থেকে বিদায় নিতে হলে তাদের মনে নিজের সম্পর্কে খুব বাজে, খারাপ কিছু ধারনা সৃষ্টি করে দিতে হয়। এমন কিছু করতে হয় যেন তাদের মনে ঘৃণা জন্মায়। কারণ, কোন সময় মনে পরলেও ঘৃণাটাই মনে পরবে, বাজে ধারনাটাই মনে পরবে।
আমি সফল, সত্যি আমি সফল। আমি পেরেছি, খুব কাছের মানুষদের মনে নিজের জন্য ঘৃণা জন্মাতে পেরেছি, খুব বাজে কিছু ধারনা জন্মাতে। এখন আর কোন ভয় নেই। আমাকে তাদের আর মনে পরবে না, আর যদি মনে পরেও তাহলে ঘৃণাটাই মনে পরবে, খারাপ দিক গুলোই মনে রাখবে এবং সে গুলোই মনে করবে। খুব সহজেই ভুলে যেতে পারবে। মানুষ খুব সহজেই মানুষকে ভুল বুঝতে পারে। এই ভুল বুঝার মাঝে যে আরেকটা ভুল থেকে যেতে পারে সেটা অনেক সময় চোখেই পরে না। তবে আমি খুশি এটা ভেবে যে এই ভুলটা তারা কখনোই ধরতে পারবে না, কখনোই আসল সত্য গুলি জানতে পারবে না।
কখনোই বিদায় দিতে চাইনি। ইচ্ছা ছিল সারা জিবন-ই সাথে থাকার, পাশে থাকার, ভালো ভাবে থাকার। কিন্তু এটা শুধু আমার ধারনা ছিল। আমি কারো জীবনে বাঁধা হয়ে থাকতে চাই না, ভালো থাকার মাঝে দুঃখের সাগর হয়ে থাকতে চাই না। তাই নিজেকে এভাবে খারাপ বানিয়ে নিরবে চলে যাওয়া।
কিছুই ভুলতে পারবো না আমি। সবই মনে থাকবে, তবে সে গুলো শুধু ভালো সময় গুলো। খারাপ সময় গুলো আমি মনে করতে চাই না। অনেক স্মৃতি ঘেরা, অনেক স্মৃতিময় সময় ছিল। সে গুলো ভোলার মত না। স্মৃতি গুলো আমি বইতে পারবো তো…??
আর কখনো নিজের পাশে কাউকে রাখবো না, কারো কাছে যাবো না। একা থাকবো, খুব বেশি একা। খুব আপন মানুষদের কাছ থেকে, কাছের মানুষদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে আসা যে কতোটা কষ্টের তা আমি জানি। এই ছোট্ট হৃদয়-এ কিভাবে সহ্য করবো…???
খুব ইচ্ছা ছিল এই কাছের মানুষদের সাথে শেষ একটি বার দেখা করার, খুব ইচ্ছা ছিল। কিন্তু কল্পনাতে যখন ভেবে দেখলাম আমার জন্য তাদের মনে কতোটা বিষ, কতোটা ঘৃণা জমা হয়ে আছে তখন তাদের সাথে শেষ দেখা করার ইচ্ছাটা মরে গেল। আল্লাহ্ এর কাছে একটাই প্রথনা- আমার মৃত্যুর সংবাদটাও যেন তাদের কান পর্যন্ত না পৌছায়।
বিদায় কিভাবে নিতে হয় আমি জানি না। যদি Happy Ending- দিতাম তাহলে কখনোই বিদায় হতো না। নিজেকে খারাপ হিসেবে উপস্থাপন করেছি, এতেই বিদায় হয়ে গেছে। খুব অবাগ লাগলো এটা ভেবে মানুষের বিশ্বাস কতো তুচ্ছ, কতো ভঙ্গুর। এতো অল্পতেই ভেঙ্গে যায় কিভাবে…!!! সত্যটা একটু যাচাই করারও প্রয়োজন হয় না…!!!
কাছের মানুষ গুলো ভালো থাকুক সেটাই ভালো। দূরে গিয়ে অনেক ভালো থাকতে পারবে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আর কখনো তাদের কাছে যাওয়া হবে না, তাদের সাথে কথা হবে না, হয়তো দেখা হলেও মুখ ফিরিয়ে অভিশাপ দিয়ে চলে যাবে। তবু তারা ভালো থাকুক, ভালো থাকুক তাদের মন।
আজ তাদের আমি মুক্তি দিলাম, চিরদিনের জন্য মুক্তি দিলাম। জীবনে আর কখনো তাদের সমোক্ষীন হবো না…।। বিদায় বেলার এই রাতটির কথা আমার মনে থাকবে, খুব বেশিই মনে থাকবে।
“কেন যেন পোস্টটা লিখতে খুব বেশি হাত কাপতেছিল। খুব ভয়ে ভয়ে ছিলাম লিখাটা শেষ করতে পারবো তো..।। পেরেছি......।। ”