মানুষের জীবনটা কেন এরকম হয়..?? কেন মানুষ নির্মম নিয়তির কাছে বারবার হেরে যায়..?? কেন একজন মানুষ অন্য একজন মানুষের হাতের খেলনা হয়..?? মানুষ কেন জীবন যুদ্ধে হেরে যায়..??
আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন মানুষ। জীবনের কাছে পরাজিত হয়েছি বারবার, মনের কাছে হেরে গেছি বার বার। যারা ষাড়ের লড়াই দেখেছেন তারা হয়তো জানেন, লড়াইয়ে হেরে যাওয়া ষাড়টা থাকে রক্তে রঞ্জিত, আহত ক্ষত বিক্ষত প্রচন্ড ভাবে। হেরে যাওয়া সে ষাড়টাকে বাজারে বিক্রি করে দিতে হয় কম দামে কিংবা জবাই করে বিক্রি করতে হয় তার মাংস। আমার অবস্থা এখন হেরে যাওয়া ষাড়টির চেয়েও করুণ। আমি রক্তাক্ত, আহত প্রচন্ড ভাবে। তবে সেটা শারীরিক ভাবে নয়, মানসিক ভাবে। মানসিক জিনিসটা খুব Sensitive ....
আমার সব কিছুই খুব নিপুণ ভাবে গুছানো। বাড়ির দরজা থেকে শুরু করে সব কিছুই অনেক সুন্দর ভাবে গুছানো, সব আমার নিজ হাতে গোছানো, অগোছানো কিছুই নেই। অগোছানো কিছুই আমার ভাললাগে না। কিন্তু আমার জীবন টাই অনেক বেশি অগোছানো। যেটা সব চেয়ে বেশি গোছান দরকার সেটাই অগোছানো। তাই আমার জীবন টাও এখন ভাললাগে না, খুব বেশি অতিষ্ট লাগে, খুব বেশি বিরক্ত লাগে জীবনের প্রতি, নিজের প্রতি। অনেক চেষ্টা করতেছি কিন্তু কোন ভাবেই গোছাতেই পারতেছি না। হয়তো আর কখনোই গোছানো সম্ভব হবে না, হয়তো অসমাপ্ত-ই থেকে যাবে।
কি হবে এই শুন্যে ভরা জীবন দিয়ে, কি হবে এই অগোছালো জীবন দিয়ে...???
আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন মানুষ। জীবনের কাছে পরাজিত হয়েছি বারবার, মনের কাছে হেরে গেছি বার বার। যারা ষাড়ের লড়াই দেখেছেন তারা হয়তো জানেন, লড়াইয়ে হেরে যাওয়া ষাড়টা থাকে রক্তে রঞ্জিত, আহত ক্ষত বিক্ষত প্রচন্ড ভাবে। হেরে যাওয়া সে ষাড়টাকে বাজারে বিক্রি করে দিতে হয় কম দামে কিংবা জবাই করে বিক্রি করতে হয় তার মাংস। আমার অবস্থা এখন হেরে যাওয়া ষাড়টির চেয়েও করুণ। আমি রক্তাক্ত, আহত প্রচন্ড ভাবে। তবে সেটা শারীরিক ভাবে নয়, মানসিক ভাবে। মানসিক জিনিসটা খুব Sensitive ....
আমার সব কিছুই খুব নিপুণ ভাবে গুছানো। বাড়ির দরজা থেকে শুরু করে সব কিছুই অনেক সুন্দর ভাবে গুছানো, সব আমার নিজ হাতে গোছানো, অগোছানো কিছুই নেই। অগোছানো কিছুই আমার ভাললাগে না। কিন্তু আমার জীবন টাই অনেক বেশি অগোছানো। যেটা সব চেয়ে বেশি গোছান দরকার সেটাই অগোছানো। তাই আমার জীবন টাও এখন ভাললাগে না, খুব বেশি অতিষ্ট লাগে, খুব বেশি বিরক্ত লাগে জীবনের প্রতি, নিজের প্রতি। অনেক চেষ্টা করতেছি কিন্তু কোন ভাবেই গোছাতেই পারতেছি না। হয়তো আর কখনোই গোছানো সম্ভব হবে না, হয়তো অসমাপ্ত-ই থেকে যাবে।
কি হবে এই শুন্যে ভরা জীবন দিয়ে, কি হবে এই অগোছালো জীবন দিয়ে...???
Post a Comment