ভাঙা - গড়ার খেলা

সময় কখনোই আমার কথা শুনে না। শুধু সময় না, আজ কাল মনটাও আমার কথা শুনে না। আজকের এই সময়ে মনটা ভীষণ পরিমাণ খারাপ হয়ে আছে। সারাটা দিন ক্লাস, কুইজ, প্রেজেন্টেসান, ফাইনাল...সব মিলিয়ে ব্যস্ততায় কেটে গিয়েছিলো কিন্তু শেষ বিকেলে এসে মনটা ভয়ানক খারাপ হয়ে গেলো। আমি ভাবতেও পারিনি এমনটি হবে। হয়তোবা এমনই হওয়ার কথা ছিলো। সমস্যাটা তো আমারই, আমি কেনও এমন...?? আমি জানি না, আমি কেনও এমন...!! আমি কখনোই চাই না আমার জন্য কেউ কষ্ট পাক বা আমার জন্য কেউ বিপদে পড়ুক বা বিব্রত হউক। কিন্তু হয়তো আমার কিছু সমস্যাই তাদেরকে বিপাকে ফেলে দেয়। এজন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। যদিও এটা আমার দোষ না।

জীবনটাকে নিয়ে এমনি বড় বিপাকে, অসস্থিতে আছি। তার উপর মাঝে মাঝে ছোট খাটো বড় ঝড় এসে সেটাকে আরও এলোমেলো করে দিয়ে যায়, এমনিতেই তো এলোমেলো...।। সেটা কাটিয়ে উঠতেই হয়তো আবার এসে হাজির হয়। এভাবেই চলছে ভাঙা গড়ার খেলা। জীবনটাকে মাঝে মাঝে খুব তুচ্ছ মনে হয়। আবার যখন প্রিয় মানুষদের সান্নিধ্যে হাসি আনন্দে ভরে যায়, তখন মনে হয় ঠিক তার বিপরীত। মনে হয় জীবনটা যদি এভাবে পার হয়ে যেতো। কিন্তু না...জীবন কি আর আমার কথা চলে...???!!! আমার কথায় চললে হয়তোবা আরও একটু ভালো থাকতে পারতাম। না..., আর ভালো লাগছে না। আর ভালো থাকা হলো না...।।