আজকাল দুয়ার খুলে দিনের আলো দেখতে ইচ্ছে হয় না। দিন শেষে বিকেলের নিস্তেজ সূর্যের মিষ্টি আলো গায়ে মেখে বারান্দায় দাঁড়াতে মন চায় না। মন চায় না জোসনা রাতে গুন গুনিয়ে গান গাইতে। এখন মধ্য রাতে বৃষ্টি হলে আমার কাঁদতে ইচ্ছে করে, ভিজতে ইচ্ছা করে না।
সব কিছু থাকা সত্ত্বেও নিজেকে নিঃস্ব মনে হয়। আজকাল আমাকে কে যেন পেয়ে বসেছে, কেমন যেন একটা অবসাদ। মাথাটা কাজ করতে চায় না আজকাল, সব কিছুই কেমন যেন এলোমেলো লাগে।
আমার প্রায়ই নিজেকে দিশেহারা, ছন্নছাড়া মনে হয়। কিছুই ভালো লাগে না, কি করবো তাও বুঝতে পারি না । যখন আমি চরম হতাশায় ভুগি তখন আমি একা নিরিবিলি কোন জায়গায় বা আমার প্রিয় পুকুর পাড়ে বসে থাকি বা আমার প্রিয় গান গুলো শুনি। তখন নিজের মনের হতাশা ভাবটা কিছুটা হলেও দূর করা যায়। মাঝে মাঝে বুঝি না আদৌ কি হতাশা কমে...?? নাকি বাড়ে...??
মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নাকি সে দিশেহারা হয়ে যায়। মনে হয় বেঁচে থাকার কোন মানে নেই। নিজেকে অনেক বোঝা মনে হয় নিজের কাছেই। পৃথিবীর সব কিছুই মনে হয় প্রবঞ্চনা, উপহাস করছে। সবাই যেন উপহাস করছে। নিজের কষ্ট গুলো এমন থাকে যে গুলোকে প্রকাশ করা যায় না। সত্যিই আজ আমি আজ দিশেহারা.....।
সব কিছু থাকা সত্ত্বেও নিজেকে নিঃস্ব মনে হয়। আজকাল আমাকে কে যেন পেয়ে বসেছে, কেমন যেন একটা অবসাদ। মাথাটা কাজ করতে চায় না আজকাল, সব কিছুই কেমন যেন এলোমেলো লাগে।
আমার প্রায়ই নিজেকে দিশেহারা, ছন্নছাড়া মনে হয়। কিছুই ভালো লাগে না, কি করবো তাও বুঝতে পারি না । যখন আমি চরম হতাশায় ভুগি তখন আমি একা নিরিবিলি কোন জায়গায় বা আমার প্রিয় পুকুর পাড়ে বসে থাকি বা আমার প্রিয় গান গুলো শুনি। তখন নিজের মনের হতাশা ভাবটা কিছুটা হলেও দূর করা যায়। মাঝে মাঝে বুঝি না আদৌ কি হতাশা কমে...?? নাকি বাড়ে...??
মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নাকি সে দিশেহারা হয়ে যায়। মনে হয় বেঁচে থাকার কোন মানে নেই। নিজেকে অনেক বোঝা মনে হয় নিজের কাছেই। পৃথিবীর সব কিছুই মনে হয় প্রবঞ্চনা, উপহাস করছে। সবাই যেন উপহাস করছে। নিজের কষ্ট গুলো এমন থাকে যে গুলোকে প্রকাশ করা যায় না। সত্যিই আজ আমি আজ দিশেহারা.....।
Post a Comment