জীবনে কি পেলাম আর কি হারালাম মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে। জীবনে পাওয়ার চেয়ে হারিয়েছিই বেশি। কিন্তু আসে পাশের মানুষ ভাবে ঠিক তার উল্টোটাই। খুব গভীর ভাবে ভেবে দেখলে আমার কিছু পাওয়াটা শূন্যের কোঠায়। কিন্তু এতোটা কি হারানোর কথা ছিল...???
কি পেলাম...?? কিছুই তো পাই নি। পাওয়ার মতো কি কিছু ছিল না, নাকি আমি পাওয়ার মতো ছিলাম না...??
এই অপূর্ণ, শূন্য জীবন আর ভালো লাগে না। কেমন যেন শূন্য শূন্য লাগে। সে শূন্যতা কিসের আমি জানি না। এই শূন্যতা শুধু আমার মনের চার দেয়ালের মাঝেই সীমাবধ্য। বাহিরের কেও কখনো তা জানতে পারবে না, কখনো বুঝতেও পারবে না। আচ্ছা কেউ কি কখনো সেই শূন্যতা বুঝবে..!! নাকি এভাবেই কেটে যাবে বাকিটা জীবন...??
খুব ইচ্ছা করে আকাশের তাঁরা হয়ে যেতে। দূর আকাশের ছোট্ট একটি তাঁরা। মাঝে মাঝে মিটি মিটি করে জ্বলবো আবার অদৃশ্য হয়ে যাবো।
জীবন থেকে মুক্তি নিতে চাই, চির মুক্তি নিতে চাই। পৃথিবী থেকে চিরবিদায় নিতে চাই......।।
কি পেলাম...?? কিছুই তো পাই নি। পাওয়ার মতো কি কিছু ছিল না, নাকি আমি পাওয়ার মতো ছিলাম না...??
এই অপূর্ণ, শূন্য জীবন আর ভালো লাগে না। কেমন যেন শূন্য শূন্য লাগে। সে শূন্যতা কিসের আমি জানি না। এই শূন্যতা শুধু আমার মনের চার দেয়ালের মাঝেই সীমাবধ্য। বাহিরের কেও কখনো তা জানতে পারবে না, কখনো বুঝতেও পারবে না। আচ্ছা কেউ কি কখনো সেই শূন্যতা বুঝবে..!! নাকি এভাবেই কেটে যাবে বাকিটা জীবন...??
খুব ইচ্ছা করে আকাশের তাঁরা হয়ে যেতে। দূর আকাশের ছোট্ট একটি তাঁরা। মাঝে মাঝে মিটি মিটি করে জ্বলবো আবার অদৃশ্য হয়ে যাবো।
জীবন থেকে মুক্তি নিতে চাই, চির মুক্তি নিতে চাই। পৃথিবী থেকে চিরবিদায় নিতে চাই......।।
Post a Comment