স্বপ্ন খুনী

কেউ কাউকে প্রচন্ড কষ্ট দিয়ে নিষ্ঠুরের মত চলে যাওয়ার পর আসলেই ভালো থাকে কিনা, আমার জানা নেই। তবে মানুষ সবই পারে।
বছর খানেক ধরে জমানো হাজার হাজার ছবির অ্যালবামটা এক রাতেই পুড়িয়ে ফেলে দিতে পারে।। মানুষ সব পারে ...
নিষ্ঠুর হওয়াটা দোষের না ।।  মানুষ যত না নিষ্ঠুর, তার চেয়েও বেশি আবেগ প্রবণ ... পার্থক্যটা এখানেই।।
তীব্র কষ্ট দিয়ে কাউকে ছুড়ে ফেলে দিয়ে আসলেই সব শেষ হয়ে যায় না। ছবির অ্যালবামটা, চিঠি গুলো, ডায়েরি পুড়িয়ে ছাই করে ফেললেই সব মুছে যায় না ।
ঠান্ডা মাথায় কারো স্বপ্ন খুন করেছিল সে । স্বপ্ন খুনির কখনো ফাঁসি হয় না । শুধু নিজের ভেতরে যাবজ্জীবন কারাদন্ড হয়। কারাগারের সেই বদ্ধ ঘরে দুঃস্বপ্ন, বুকের চিনচিনে ব্যথা আর পুরনো স্মৃতি গুলো তাকে সারা জীবন তাড়িয়ে বেড়ায় । তীব্র যন্ত্রণার সুরের কম্পনের তালে হৃদপিন্ডটা ধকধক শব্দ করতে থাকে । সেই শব্দটা কেউ শুনতে পায় না। তাই সবাই ভাবে, ভালোই আছে মানুষটা ... খুব ভালো আছে ।।