আমার জগত

আমি কেমন যেন বদলে যাচ্ছি। একরম অন্য মনষ্কতা, অগোছালো, এবং অসম্পূর্ণতা ভাব আমার মধ্যে কাজ করতেছে। যখনই একা থাকি তখনই নানা রকম ভাবনা মনের মধ্যে আসে। এত ভেবে ভেবে ঠিক করি এবার কিছু একটা করবো। কিন্ত এর পরে আর কিছু করতে পারিনা। অনেক ভাবি একটু গুছিয়ে নিবো নিজেকে কিন্তু তা আর হয়েও হয়ে উঠে না

যখন আমি কাউকে বলি, আমার একা থাকতেই ভাললাগে, বেশির ভাগ সময়-ই একা থাকি। তখন সবাই একটা কথাই বলে- "একা থাকলে নাকি মানুষ বিগড়ায় যায়, একটা ঘোরের মাঝে আবধ্য হয়ে যায়। নানা রকম খারাপ চিন্তা মাথায় আসে"। আমি তখন কিছুই বলি না, শুধু মুচকি হাসি দিয়ে চলে আসি সেখান থেকে। এখন এমনও হয় রাত ৪-৫ টা পর্যন্ত জেগে কাটাই। কিন্তু আমার মাথায় সত্যি আসেনা কি করে এটা সম্ভব। সারাদিন  ক্লাস, Exam, Assignment  শেষে বাসায় এসে ফ্রেশ হলে যে কোনো মানুষই ঘুমে ঢুলতে থাকে।  কিন্তু আমার এটা হয় না, ঘুম-ই আসে না । রুমের মধ্যে কিচ্ছু করার নেই, কিছুই না। তারপরও ঘুম আসতে আসতে সেই রাত ৪টা -৫টা বেজে যায়। শুয়ে শুয়ে ভাবতে থাকি। মাঝে মাঝে কি ভাবতে থাকি সেটাই বুঝি না। কেমন যেন একটা ঘোরের মাঝে চলে যাই, অন্য একটা জগত। সে জগতে শুধু আমার অস্তিত্ব, আমার বসবাস। অন্যদিকে ল্যাপটপে খুব প্রিয় পুরাতন দিনের গান গুলো বাজতে থাকে একটার পর একটা।
মাঝে মাঝে মনে হয় কেন আমি পৃথিবীতে আসলাম......।।