স্বপ্নের মরণ

মানুষের কিছু ভালোলাগা থাকে চিরন্তন। কিছু অনুভুতি কখনো মুছে ফেলা যায় না মনের ছোট্ট কোঠর থেকে। কিছু মানুষকে কাছে পেতে মন থাকে সদা ব্যাকুল। কিছু ভালবাসা ছাড়া জীবন অসম্পূর্নই থেকে যায়। কিছু প্রাপ্তিতে আরো কিছু বেশি পাওয়ার হাহাকার থেকে যায়।
আমার ভাললাগার জিনিস গুলো খুব কমই ধরে রাখতে পেরেছি। কিছু হারিয়ে ফেলেছি, কিছু হারিয়ে গেছে, কিছু পাওয়ার আশাটা দুঃস্বপ্ন মাত্র। খুব ভয় লাগে তখন যখন মন কিছু পাওয়ার আশায় ব্যাকুল হয়ে যায়, ব্যাকুল হয়ে চায়। মুখ ফুটে তখন আর প্রকাশ করার সাহস পাই না। এই ভরে যদি চাইলেই হারিয়ে ফেলি, যদি আরো দূরে চলে যায়।
কেন যেন মনে হয় ভাললাগার কোন কিছু আমার পাওয়ার অধিকার নেই, আমি পাওয়ার মতো নই। তাইতো মনে নতুন করে কোন স্বপ্ন জন্মাতে দেই না। নাজানি সেই স্বপ্নটাই দুঃস্বপ্নের রুপ নিবে।
স্বপ্ন গুলো মারতে মারতে আজ আমিই মৃত্যুর পথ যাত্রি...