"মানুষ হয়ে এ জীবন"

মানুষ না হয়ে যদি ঐ নীল আকাশ হতাম তাহলে কষ্টের মেঘ টুকু সহজেই সাত রঙ্গে বদলাতে পারতাম,
যদি হতাম নদী তাহলে কুলে কুলে কষ্টের মায়া জাল ছড়িয়ে কষ্ট মুছে নিতাম,
যদি হতাম ঐ বনের অচিন পাখি কষ্ট ছুতো না আমায় কোন নাম অজানা কারণে,
যদি হতাম নীল সাগরের ঢেউ তাহলে ঢেউ-য়ে ঢেউ-য়ে কষ্ট কমিয়ে নিতাম,
যদি হতাম মেঘের কণা তাহলে ঝরে পরতাম বৃষ্টির প্রতি ফোঁটায়,
মানুষ তো তাই কষ্ট লুকাই কান্নার জলে,হাঁসির আড়ালে,
মানুষ তো তাই বাঁচতে হয় নিজের সাথে প্রতিনিয়ত অভিনয় করে,
মানুষ তো তাই পারি না বলতে কারো কাছে কষ্টের কারণ, পারি না বলতে বুকের চিনচিনে ব্যাথার কারণ,
মানুষ বলেই হয়ত কেউ বুঝে না অভিনয়ের কারন, কেউ খুঁজে না কষ্টের কারণ...
এটাই আমার জীবন...