আমার অস্তিত্ব
কিছু জিনিস নিয়ে ভাবতেছি কয়েক দিন যাবৎ। তার মধ্যে সব চেয়ে বেশি ভাবতেছি আমার একটা দিক নিয়ে। খুব চেষ্টা করতেছি বুঝার জন্য দিকটা খারাপ, নাকি ভালো। তবে মাঝে মাঝে মনে হয় এই দিকটা খুব বেশি খারাপ। আর তা হলো- আমি খুব সহজে সব কিছু ভুলে যেতে পারি না। ভুলে যেতে পারি না বলতে, কিছু ভুলে যাওয়া সম্ভবই হয় না। অনেক পুরনো কথা মনে থাকে, মাঝে মাঝেই তা মনের মধ্যে ভীর জমায়, বুকে চিনচিনে ব্যাথার সৃষ্টি করে। হোক সেটা ভালো সময় বা খারাপ।
আমার এখনো মনে আছে আমি যখন প্রথম শ্রেণীতে পড়ি তখন এক ম্যাডাম আমার নামের বিকৃতি করেছিলো। ম্যাডাম এর নামটাও মনে আছে- "বানী" ম্যাডাম, এমনকি কোন রুমে ঐ দিন ক্লাস নিয়েছিল, কোন পাশে তাও মনে আছে। যদিও উনি তার কয়েক মাস পর আমেরিকা চলে গেছেন। আমার অনেক প্রিয় একজন ম্যাডাম ছিলেন। এরকম অনেক কিছুই আছে যা ভুলতে পারি না। প্রতিটা কথাই প্রায় মনে থাকে। কিন্তু সব মনে থাকলে অনেক সমস্যা, মনের উপর অনেক বেশি চাপ পড়ে তখন।
আমার সাথে আমার কোন বন্ধু বা অন্য কেউ ভালো ব্যাবহার বা খারাপ ব্যাবহার যেটাই করুক না কেন সেই কথাটা বা ব্যাবহারটা আমি কোন ভাবেই ভুলতে পারি না বা ভুলে যাই না। এমন অনেক ব্যাবহার বা কথা আছে যে গুলো মনে রাখলে তাদের সাথে মিশা বা চলা সম্ভব না। কিন্তু সেই কথা গুলো আমি মনের মধ্যে লুকাতে পারি কিন্তু ভুলে যেতে পারি না। সেই কথা, ব্যাবহার লুকিয়ে তাদের সাথে খুব ভালভাবেই মিশতে পারি কিন্তু মাঝে মাঝেই সেই কথা, ব্যাবহার গুলো তাঁড়া করে বেড়ায়। তখন আর ঠিক রাখতে পারি না মনকে। কেমন যেন হতাশায় ভুগি, Depression- এ ভুগতে থাকি। এই হতাশা, Depression- এর কথাটা কাউকে প্রকাশ করা হয় না। আসলে প্রকাশ করার মতো কেউ নেই-ই। দিন দিন এই Depression-এর মাত্রাটা বেড়েই চলেছে।
তবে খারাপ সময়ের চেয়ে, খারাপ ব্যাবহারের চেয়ে, খারাপ কথার চেয়ে ভালো ব্যাবহার, ভালো কথা গুলোই মনে রাখি বেশি, মনে থাকে বেশি। এই ভালো কথা গুলোর জন্যই খারাপ কথা গুলো ভুলে থাকতে, লুকিয়ে রাখতে পারি। সবার সব দিক মনে রেখে চলতে গেলে কারো সাথেই চলা সম্ভব না, কারো সাথে কোন সম্পর্কই টিকিয়ে রাখা সম্ভব না।
নিজেকে বদলাবো সেটা কখনোই ভাবিনি, কখনো বদলাতে হবে সেটাও কখনো ভাবিনি। কিন্তু কেন যেন মনে হচ্ছে নিজেকে একটু বদলানো দরকার, একটু Modify- করা দরকার। সেটা করতেছি না এই করনেই যদি বদলাই-ই, নিজেকে Modify- করি-ই তাহলে আমার অস্তিত্বও কেউ খুঁজে পাবে না। খুব কাছের বন্ধুরাও খুঁজে পাবে না সেই আমাকে, সেই আমার আমিকে।
কিছুটা বদলাতে হবে, বদলাতেই হবে...।।
আমার এখনো মনে আছে আমি যখন প্রথম শ্রেণীতে পড়ি তখন এক ম্যাডাম আমার নামের বিকৃতি করেছিলো। ম্যাডাম এর নামটাও মনে আছে- "বানী" ম্যাডাম, এমনকি কোন রুমে ঐ দিন ক্লাস নিয়েছিল, কোন পাশে তাও মনে আছে। যদিও উনি তার কয়েক মাস পর আমেরিকা চলে গেছেন। আমার অনেক প্রিয় একজন ম্যাডাম ছিলেন। এরকম অনেক কিছুই আছে যা ভুলতে পারি না। প্রতিটা কথাই প্রায় মনে থাকে। কিন্তু সব মনে থাকলে অনেক সমস্যা, মনের উপর অনেক বেশি চাপ পড়ে তখন।
আমার সাথে আমার কোন বন্ধু বা অন্য কেউ ভালো ব্যাবহার বা খারাপ ব্যাবহার যেটাই করুক না কেন সেই কথাটা বা ব্যাবহারটা আমি কোন ভাবেই ভুলতে পারি না বা ভুলে যাই না। এমন অনেক ব্যাবহার বা কথা আছে যে গুলো মনে রাখলে তাদের সাথে মিশা বা চলা সম্ভব না। কিন্তু সেই কথা গুলো আমি মনের মধ্যে লুকাতে পারি কিন্তু ভুলে যেতে পারি না। সেই কথা, ব্যাবহার লুকিয়ে তাদের সাথে খুব ভালভাবেই মিশতে পারি কিন্তু মাঝে মাঝেই সেই কথা, ব্যাবহার গুলো তাঁড়া করে বেড়ায়। তখন আর ঠিক রাখতে পারি না মনকে। কেমন যেন হতাশায় ভুগি, Depression- এ ভুগতে থাকি। এই হতাশা, Depression- এর কথাটা কাউকে প্রকাশ করা হয় না। আসলে প্রকাশ করার মতো কেউ নেই-ই। দিন দিন এই Depression-এর মাত্রাটা বেড়েই চলেছে।
তবে খারাপ সময়ের চেয়ে, খারাপ ব্যাবহারের চেয়ে, খারাপ কথার চেয়ে ভালো ব্যাবহার, ভালো কথা গুলোই মনে রাখি বেশি, মনে থাকে বেশি। এই ভালো কথা গুলোর জন্যই খারাপ কথা গুলো ভুলে থাকতে, লুকিয়ে রাখতে পারি। সবার সব দিক মনে রেখে চলতে গেলে কারো সাথেই চলা সম্ভব না, কারো সাথে কোন সম্পর্কই টিকিয়ে রাখা সম্ভব না।
নিজেকে বদলাবো সেটা কখনোই ভাবিনি, কখনো বদলাতে হবে সেটাও কখনো ভাবিনি। কিন্তু কেন যেন মনে হচ্ছে নিজেকে একটু বদলানো দরকার, একটু Modify- করা দরকার। সেটা করতেছি না এই করনেই যদি বদলাই-ই, নিজেকে Modify- করি-ই তাহলে আমার অস্তিত্বও কেউ খুঁজে পাবে না। খুব কাছের বন্ধুরাও খুঁজে পাবে না সেই আমাকে, সেই আমার আমিকে।
কিছুটা বদলাতে হবে, বদলাতেই হবে...।।