কিছু জিনিস নিয়ে ভাবতেছি কয়েক দিন যাবৎ। তার মধ্যে সব চেয়ে বেশি ভাবতেছি আমার একটা দিক নিয়ে। খুব চেষ্টা করতেছি বুঝার জন্য দিকটা খারাপ, নাকি ভালো। তবে মাঝে মাঝে মনে হয় এই দিকটা খুব বেশি খারাপ। আর তা হলো- আমি খুব সহজে সব কিছু ভুলে যেতে পারি না। ভুলে যেতে পারি না বলতে, কিছু ভুলে যাওয়া সম্ভবই হয় না। অনেক পুরনো কথা মনে থাকে, মাঝে মাঝেই তা মনের মধ্যে ভীর জমায়, বুকে চিনচিনে ব্যাথার সৃষ্টি করে। হোক সেটা ভালো সময় বা খারাপ।

আমার এখনো মনে আছে আমি যখন প্রথম শ্রেণীতে পড়ি  তখন এক ম্যাডাম আমার নামের বিকৃতি করেছিলো। ম্যাডাম এর নামটাও মনে আছে- "বানী" ম্যাডাম, এমনকি কোন রুমে ঐ দিন ক্লাস নিয়েছিল, কোন পাশে তাও মনে আছে। যদিও উনি তার কয়েক মাস পর আমেরিকা চলে গেছেন। আমার অনেক প্রিয় একজন ম্যাডাম ছিলেন। এরকম অনেক কিছুই আছে যা ভুলতে পারি না। প্রতিটা কথাই প্রায় মনে থাকে। কিন্তু সব মনে থাকলে অনেক সমস্যা, মনের উপর অনেক বেশি চাপ পড়ে তখন।

আমার সাথে আমার কোন বন্ধু বা অন্য কেউ ভালো ব্যাবহার বা খারাপ ব্যাবহার যেটাই করুক না কেন সেই কথাটা বা ব্যাবহারটা আমি কোন ভাবেই ভুলতে পারি না বা ভুলে যাই না। এমন অনেক ব্যাবহার বা কথা আছে যে গুলো মনে রাখলে তাদের সাথে মিশা বা চলা সম্ভব না। কিন্তু সেই কথা গুলো আমি মনের মধ্যে লুকাতে পারি কিন্তু ভুলে যেতে পারি না। সেই কথা, ব্যাবহার লুকিয়ে তাদের সাথে খুব ভালভাবেই মিশতে পারি কিন্তু মাঝে মাঝেই সেই কথা, ব্যাবহার গুলো তাঁড়া করে বেড়ায়। তখন আর ঠিক রাখতে পারি না মনকে। কেমন যেন হতাশায় ভুগি, Depression- এ ভুগতে থাকি। এই হতাশা, Depression- এর কথাটা কাউকে প্রকাশ করা হয় না। আসলে প্রকাশ করার মতো কেউ নেই-ই। দিন দিন এই Depression-এর মাত্রাটা বেড়েই চলেছে।

তবে খারাপ সময়ের চেয়ে, খারাপ ব্যাবহারের চেয়ে, খারাপ কথার চেয়ে ভালো ব্যাবহার, ভালো কথা গুলোই মনে রাখি বেশি, মনে থাকে বেশি। এই ভালো কথা গুলোর জন্যই খারাপ কথা গুলো ভুলে থাকতে, লুকিয়ে রাখতে পারি। সবার সব দিক মনে রেখে চলতে গেলে কারো সাথেই চলা সম্ভব না, কারো সাথে কোন সম্পর্কই টিকিয়ে রাখা সম্ভব না।

নিজেকে বদলাবো সেটা কখনোই ভাবিনি, কখনো বদলাতে হবে সেটাও কখনো ভাবিনি। কিন্তু কেন যেন মনে হচ্ছে নিজেকে একটু বদলানো দরকার, একটু Modify- করা দরকার। সেটা করতেছি না এই করনেই যদি বদলাই-ই, নিজেকে  Modify- করি-ই তাহলে আমার অস্তিত্বও কেউ খুঁজে পাবে না। খুব কাছের বন্ধুরাও খুঁজে পাবে না সেই আমাকে, সেই আমার আমিকে।

কিছুটা বদলাতে হবে, বদলাতেই হবে...।।





ভালোবাসা নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না। যতটা সম্ভব এই শব্দটা থেকে, এই জিনিসটা থেকে দূরে থাকার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে আমার ভাবতে ইচ্ছা করে ভালোবাসাটা আসলেই কি...???

ভালবাসাটা আসলে নিজের মতো করেই সবাই বাসে। কারো ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসা মিল খুঁজে পাওয়া যাবে না, মিল খুঁজতে চাওয়াটাও বোকামি।

আমি ভালবাসাটাকে কখনোই খারাপ চোখে দেখি না। আমি শুধু দেখি কার কাছে ভালোবাসা কি, কার কাছে ভালোবাসার মানে কি, কার কাছে ভালোবাসার অর্থ কি, কার কাছে ভালোবাসার গভীরতা কতোটুকু।।
তবে সে দেখার মাঝে কোন প্রকাশ করার ভাব নেই আমার মাঝে। আমি শুধু দেখে নিজের মাঝে রেখে দেই। মাঝে মাঝে হাসি পায় কিছু মানুষের ভালোবাসা দেখে। তাঁরা যেটাকে ভালোবাসা বলে সেটা আসলে কিছুই না। সেটার নাম ভালোবাসা না, আসলে ঐ সম্পর্কের কোন নাম নেই। ভালোবাসা কখনোই এক দিনে হয়ে উঠে না, এক দিনে ভালোবাসা জন্মায় না। এক দিনে যেটা হতে পারে সেটা শুধুই ভাললাগা। আর এই ভালোবাসার নামে ভালোবাসা গুলো অকালেই হারায়, কারণ এই নামে মাত্র ভালোবাসা গুলোর মাঝে থাকে না কোন অনুভূতি, থাকে না দু'জন দু'জনার মাঝে বোঝাপড়া । এই ভালোবাসা গুলো গড়ার আগেই ভাঙ্গে, আর ভাঙ্গাটা হয় দু'জন দু'জনার খারাপ দিক গুলো প্রকাশ করে।

আসলে ভালবাসাটা আমার কাছে একটু অন্য রকম। কাউকে "ভালবাসি" বলার নাম ভালোবাসা না। তাকে আমি কতোটুকু বুঝতে পাড়লাম, কিভাবে বুঝতে পাড়লাম, মনে কতোটুকু জায়গা দিতে পাড়লাম, তার প্রতি আমার বিশ্বাস, আস্থা এর মাত্রা কতোটুকু, তার অনুপস্থিতি আমাকে ভাবায় কিনা, তার অনুপস্থিতি আমার মনে শূন্যতার সৃষ্টি করে কিনা, তার ভাললাগা-খারাপ লাগার জিনিস গুলো আমার মনে জায়গা দিতে পাড়লাম কিনা- ভালোবাসা অনেকটাই এরকম। আর এগুলো এক দিন, এক মাস -এ হয়ে উঠে না। সময় লাগে, অনেক লম্বা একটা সময় লাগে বুঝতে, বুঝাতে।
ভালোবাসা মানে এটা না আমি যাকে ভালবাসলাম তাকেও আমাকেই ভালবাসতে হবে। আমাকে তার ভালো নাই লাগতে পারে, আমাকে সে ভালো নাই বাসতে পারে। তাই বলে কি আমার ভালোবাসা শেষ হয়ে যাবে...!!!?? কখনোই না...।। যদি শেষ হয়ে যায় তাহলে ধরে নিতে হবে সেটা ভালোবাসা ছিল না, সেটা শুধুই একটা মোহ ছিল।
আপনি তাকে কতোটা ভালবাসতে পারলেন সেটাই বিষয়, সে আপনাকে ভালবাসলো কি বাসলো না সেটা তার বিষয়। তবে এটা নিচ্ছিত থাকেন যদি আপনি মন থেকেই তাকে ভালবাসেন তাহলে সে আপনার ভালোবাসা অবশ্যই বুঝবে, আপনাকে ভালোও বাসবে।

ভালোবাসার আরেকটা বড় দিক হলো আপনি তাকে কতোটা সন্মান, Respect- করতে পারলেন। আপনি যদি তাকে সন্মান-ই করতে না পারলেন তাহলে তাকে আপনি কিভাবে ভালবাসবেন!! আপনি তার উপস্থিতিতে তাকে যতটা সন্মান দিলেন, তার চেয়ে হাজার গুণ বেশি সন্মান দিতে হবে আপনার পরিবার, আত্মীয়-স্বজনের সামনে, আপনার বন্ধু-বান্ধবের সামনে। এটা তখনই সম্ভব হবে যখন আপনি তাকে মন থেকেই ভালোবাসতে পারবেন, মনে যায়গা দিতে পারবেন। একটু ভেবে দেখুন তো আপনিই যদি তাকে সন্মান না দেন,  Respect-দিয়ে কথা না বলেন তাহলে আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তাকে কেন সন্মান দিবে, কেন  Respect-দিবে...??

আবার ধরুন আপনি একটা মানুষকে অনেক দিন যাবৎ ভাবতেছেন, তাকে ভালবাসতেছেন। একদিন মুখ ফুটে তাকে বলেও দিলেন "ভালবাসি"। কিন্তু সে আপনাকে "না" করে দিলো। এই "না" করাটা কে আপনি কিভাবে দেখবেন...?? নিশ্চয়ই অনেক রাগ হবে, অনেক জেদ হবে, অনেক খারাপ লাগবে...?? একটু ভাবুনতো আপনি তাকে নিয়ে অনেক আগে থেকেই ভেবে আসতেছেন। এই ভাবনাটা যখন ভালবাসায় পরিণত হয়েছে তখনই কিন্তু আপনি তাকে "ভালোবাসার" কথা জানিয়েছেন, তার আগে কিন্তু আপনি জানান নি। আপনি যাকে "ভালবাসি" বললেন সে তো আগে কখনোই আপনাকে নিয়ে ভাবেনি। তাহলে সে কিভাবে ভালবাসবে...???!!! আপনাকে নিয়ে তাকে ভাবতে দিন, ভাব্বার সময় দিন, বুঝতে দিন।।

এখন কার ভালোবাসা গুলো কেমন-ই যেন। কাউকে ভালবাসি বলতেও সময় লাগে না আবার "না" করতেও সময় লাগে না। অনেকের কাছে ভালোবাসার স্থায়িত্ব কাল ১৫-২০ দিন। অনেকে বলে তাকে আমি ২০ দিন, এক মাস ভালবেসেছিলাম, তার প্রতি ভালোবাসার Feelings- ছিল এ কয় দিনই। এটা কেমন ভালোবাসা আমার জানা নেই। যদিও আধুনিক যুগের ভালোবাসা বলে কথা। তাই হয়তো ভালোবাসার অনুভুতিও খুবই কম সময়ের জন্য।

"ভালবাসি" বলার আগে ভাবুন তাকে আপনি চান কিনা, আপনার মন চায় কিনা। যতটুকু ভাবার তাকে বলার আগে ভাবুন। "ভালবাসি" বলার পর আর পিছন ফিরে তাকানো যাবে না, পিছন ফিরে তাকানোর অবকাশ নেই। তাকে "ভালোবাসায়'"বেধেই রাখতে হবে।
""ভালোবাসা একটি শব্দ না, হাজার হাজার অনুভূতি, ভাললাগার সমষ্টি।" 
                    "ভালোবাসা ভালোবাসা দিয়েই বুঝতে হয়।""



যে আপনার সামনে আপনার প্রশংসায় পঞ্চ মুখ, সেই একই ব্যক্তি আপনার আড়ারে আপনার নামে মিথ্যা, দুর্নাম, বাজে কথা নিয়ে ব্যাস্ত। এই কাজটা তাঁরা তখনি করে যখন আপনার সাথে তার কোন বিষয় নিয়ে মতের অমিল হয়, কথা কাটাকাটি হয়। মতের অমিল, কথা কাটাকাটি হলেই কি কারো নামে মিথ্যা কথা, কাউকে ছোট করে কথা বলে বেড়াতে হবে...!!?? তাহলে তাকে আর আপনি কি চিনলেন। তার সাথে বছরের পর বছর চলাফেরা, কথা, সুখ-দুঃখে পাশে থাকা এগুলোর তাহলে কি নাম দিবেন...??

এই Type-এর মানুষেরা কখনো কারো ভালো বন্ধ, ভালো সহযোগী, ভালবাসার মানুষ হতে পারে না। সে সারা জীবনেও কারো কাছ থেকে ভালবাসা, ভালো বন্ধুত্ব পায় না। কারণ, যে সম্পর্ক যতো বেশি খাঁটি, যতো বেশি গভীর, যতো বেশি আপন সে সম্পর্কে ততো বেশি ঝগড়া লাগে, ততো বেশি মতের অমিল হয়। আর আপনি এই সময় যদি সেই মানুষটার নামে যা-তা বলে বেড়ান তাহলে কিভাবে তার কাছ থেকে ভালবাসা, বন্ধুত্ব আশা করেন...!!! একটু ভেবে দেখুনতো আপনি যার কাছে বা যাদের কাছে ঐ মানুষটার নামে কথা বলে বেড়াচ্ছেন তাঁরা আপনাকে কেমন ভাবচ্ছে। আপনাকে ভালো ভাবচ্ছে নাকি নিঃক্রষ্ট মনের একজন মানুষ ভাবচ্ছে । কারণ, যে মানুষটার নামে কথা গুলো বলে বেড়াচ্ছেন সেই মানুষটা কিছু দিন আগেও আপনার চোখের মনি, মনের মতো ছিল আর যখনি মতের অমিল হলো তখনি সে খারাপ হয়ে গেল...!!!

আমার অনেক প্রিয়, সন্মানিত স্যার এক দিন একটা কথা বলেছিল। কথাটা এরকম- "আমরা অনেক সময় বলি যে ওকে দেখলে আমার গাঁ জ্বলে, অসহ্য লাগে। একটু ভেবে দেখো গাঁ-টা কার জ্বলতেছে- তোমার না তার...?? গাঁ কিন্তু তোমার জ্বলতেছে, তার না।" একটু ভাবলেই এই কথাটির Meaning- খুঁজে পাওয়া যায়। "কারো নামে তার অনুপস্থিতিতে খারাপ কথা বলার মানে আপনি নিজে খারাপ এটাই প্রকাশ করতেছেন।"

কাউকে ভালবাসতে হলে, ভালো বন্ধু হতে হলে তাকে মন থেকে Respect- করতে হয়, দেখানো Respect-না।।
হাজার কথা কাটাকাটি, ঝগড়ার পরও যখন আপনি নিজেকে সংযত রাখতে পারবেন, মন থেকে তাকে সন্মান দিয়ে কথা বলতে পারবেন, সবার সামনে তাকে সন্মান দেখাতে পারবেন  সেটাই প্রকৃত Respect-দেখানো, সেটাই প্রকৃত ভালবাসা।


কাউকে বাহিরে থেকে দেখে বিচার করা পৃথিবীরর অন্যতম বড় বোকামি।
একটা মানুষ সারাক্ষণ হাসে, ফেইসবুকে ইয়া বড় বড় স্ট্যাটাস দেয়, এখানে সেখানে ছুটে বেড়ায়, তার মানে এই নয় সে খুব সুখি কিংবা তার মধ্যে কোন সিরিয়াসনেস নেই। তুমি শুধু তার বাহিরের রূপ দেখতে পাবে, কখনোই ভেতরের রূপ দেখতে পাবে না। তুমি শুধু তাকে হাসতে দেখেছ, দেখনি রাতের আঁধারে মুখ লুকিয়ে কাঁদতে। তুমি দেখেছ সে ছুটে বেড়াচ্ছে, দেখনি তার থমকে যাওয়া। তাকে পাখির মত উড়তে দেখ কিন্তু দেখনি হঠাৎ ঝড়ে তার ডানা ভেঙ্গে মাটিতে থুবড়ে পড়ার দৃশ্য। তুমি দেখেছ তার অনর্গল কথা বলা, কিন্তু দেখনি দিনের শেষে তার নিরবতা। তুমি দেখেছ তার মুখে সব সময়-ই হাসি কিন্তু দেখনি এই হাসির আড়ালে কতোটা কষ্ট লুকায়িত। সবাই দেখে তার কোন স্বপ্ন নেই কিন্তু  কেউ জানবে না তারও একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণেও সে সচেষ্ট ছিল, ছিল শেষ মুহূর্তে এসে আপ্রাণ চেষ্টা। সবাই জানে সে ঘুম পাগল, অথচ কেউ জানবে না কতো রাত সে না ঘুমিয়ে কাটিয়েছে। কেউ জানবে না কোন এক আঘাতে মানুষটি থমকে গেছে, হারিয়ে গেছে সব।।
যেটা তুমি দেখনি সেটা সম্পর্কে তুমি অজ্ঞ, অথচ এই অজ্ঞতার উপর ভর করেই তুমি একজনকে বিচার করছ, বলছো সে এমন - তেমন। এর থেকে বড় বোকামি আর কিছু আছে কি...???
পৃথিবীরর সব গল্প বলা যায় না, বললেও সবাইকে না। পৃথিবীর অনেক গল্পই আমাদের অজানা, এমনকি আমাদের আশেপাশে থাকা মানুষ গুলোর কয়টা গল্পই বা আমরা জানি...??? খুব আপন, কাছের মানুষের জীবনের গল্পও কি আমরা জানি...???!! না...।। জানলেও গুরত্ব দেই না, মনে রাখি না। আমরা বেশির ভাগ কেবল জীবনের বাহ্যিক রূপ দেখতে পাই, ভেতরের রূপ কয়জন দেখি বা দেখার চেষ্টা করি...??? এই ভেতরের রূপ না দেখেই, সামনের গল্পের পিছনের গল্প গুলো আমরা না জেনেই বা জানার চেষ্টা না করেই বিচার করে ফেলি, একটা মন্তব্য করে ফেলি।
আর এই বিচার করাটা যখন খুব কাছের, আপন মানুষের কাছ থেকে আসে তখন ভাঙ্গা মন আরো ভেঙ্গে যায়। অথচ, এই সময়ে তার দরকার ছিল একটু খানি উৎসাহ, হাত ধরার মতো একটি হাত, পাশে থাকার মত একটা মানুষ, ভাঙ্গা মনকে জোড়া লাগানোর একটা মন ।।



আমি আকাশের নীল হতে চাই না যে নীল মেঘের কালো ছায়ার ঢেকে যাবে,
আমি রাতের চাঁদ হতে চাই না যে রাত শেষে আড়ালে লুকাবে,
আমি রংধনু হতে চাই না যে সময়ের ব্যবধানে মিলিয়ে যাবে,
আমি কষ্টের মেঘ হতে চাই না যে বৃষ্টি হয়ে ঝড়বে,
আমি রাত হতে চাই না যে অন্ধকারে আমাকে ডুবাবে,
আমি শিশিরের মতো হতে চাই না যে ভোরের সামান্য আলোয় উড়ে যাবে।।।
আমি বাতাসের মতো হতে চাই যে সব সময় অদৃশ্য হয়ে আমার অনুভবে রইবে,
আর আমি নীরবে একা একা কষ্টের আগুনে পুড়বো ...
কেউ জানবে না আমার সে অদৃশ্য হওয়ার কারণ, জানবে না নীরবে কষ্টের আগুনে পুড়ার কারণ ।
নিজেকে বাতাসের মতো অদৃশ্য করে রাখবো নিজেরি মাঝে, সবার চোখের আড়ার থেকে...

খুব ইচ্ছে ছিল কোন এক পড়ন্ত বিকেলে তোমার হাতটি ধরে রেল লাইন এর উপর দিয়ে জোতা জুড়ো হাতে নিয়ে হেঁটে যাবো । হেঁটে যাবো কোন এক দিকে, হেঁটে যাবো কোন এক লোকালয় বিহীন জায়গায়। থাকবে না ঘরে ফেরার টান, ফিরবো না আর নীড়ে। রইবো আমি তোমার চোখ দুটি জুড়ে। হেঁটে যাবো তোমার ঐ মায়াবী চোখে তাকিয়ে , হারিয়ে যাবো তোমার ঐ চোখের মাঝে। তোমার ঐ চোখে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলতে চাই, তোমার চোখের মাঝে আমায় খুঁজে পেতে চাই। আমার মনের গভীর থেকে তোমায় কিছু বলতে চাই। চোখের ভাসা যদি বুঝতে পারো তবে বুঝে নিয়ো চোখে চোখে, চোখেরই কোনে।।
হাটা হয়নি, হয়নি আলতো করে তোমার হাতটি ধরা..।। হয়নি তোমার চোখে চোখ রেখে মনের কথা বলা...।।
<বিঃদ্রঃসম্পূর্ণ-ই কাল্পনিক। বস্তবতায় এর কোন অস্তিত্ব নেই। আদৌ কখনো বাস্তবে রুপ নিবে কিনা জানি না।>

আমি আমার স্বপ্নের মতো হতে পারি নি। অসীম শূন্যতার মাঝে সামনের দিকে চলা একাকী এক নাবিক। আমার আমি কে নিয়েই হেঁটে চলি এক নিরন্তর পথে। হাজারো মানুষের ভিড়ে একজন মানুষ আমি, এখনো জীবনের উদ্দেশ্য খুঁজে পাইনি। বেঁচে আছি, বেঁচে থাকতে হয় বলে, উদ্দেশ্যহীন ভাবে। হয়তো স্বপ্ন দেখবো বলেও বেঁচে আছি। স্বপ্নেই খূঁজে ফিরি নিজেকে। ঘুমহীন চোখে স্মৃতির রাজ্যে নিরন্তর ঘুরে বেড়িয়েছি। কিন্তু কখনোই মনে হয়নি কেনো এতো স্বপ্ন দেখছি...??কি হবে এতো স্বপ্ন দেখে...?? সব কিছুই কি অযথা-অকারণে!!! স্বপ্ন দেখতে দেখতে এখন আমি মিথ্যা স্বপ্নের পাহাড়ে দাঁড়িয়ে আছি। এই মিথ্যা স্বপ্নের পাহাড়ে দাঁড়িয়েও আমি অবাক স্বপ্ন দেখছি।
কেনো আমার স্বপ্ন গুলো মিথ্যা হল, কি দোষ ছিলো আমার। হয়তো আমি স্বপ্ন দেখতে দেখতে বাস্তবতা হারিয়ে ফেলেছি,তাই কি...?? আসলেই কি তাই...?? এলোমেলো ভাবনায় গন্তব্যহীন পথে উদ্ভ্রান্ত পথিক আমি এখনো স্বপ্নেই ঘুরপাক খাচ্ছি। মাঝে মাঝে ভাবি, জীবনের সব দুঃখ, কষ্ট গুলোকে, যদি বস্তাবন্দী করে মুক্তিবেগে নিক্ষেপ করতে পারতাম। তাহলে হয়ত মুক্তি পাওয়া যেত। জীবনটা কি আসলেই এমন...!!
বুকের ভেতর জমে থাকা কষ্টের কথা চিৎকার করে বলতে ইচ্ছে করছে। কিন্তু পারছিনা, আমি আর পারছিনা। আমার দু'চোখ বেয়ে বর্ষার অবিরাম জল ধারার মত বর্ষণ হচ্ছে। এ যেন আমি বর্ষিত হচ্ছি, বর্ষিত হচ্ছে আমার অবাক স্বপ্ন...

বছরের শেষ..!!! অনেকে অনেক কিছু নিয়ে ভাবতে ব্যাস্ত। কেউ নতুন বছর কিভাবে Celebrate – করবে সেটা নিয়ে ব্যাস্ত, কেউ বা কৈ কৈ ঘুরতে যাবে সেটা নিয়ে আবার কেউবা ভাবতে ব্যাকুল বছরের শেষে পাওয়া না পাওয়ার জিনিস গুলো, কি পেলো কি হারলো, কিভাবে বছরটি অতিভবাহিত হলো।
আমিও ভাবতে বসেছি কি পেলাম, কি হারালাম, কিবা দিয়ে গেলাম, কিবা নিয়ে গেলাম...??
পাওয়ার কোন অভাব ছিল না, অনেক কিছুই পেয়েছি। এক সমূদ্র কষ্ট, মিথ্যার ফুলঝুরি, বিশ্বাস ভাঙ্গার কিছু অসাধারাণ গল্প, অসাধারণ নাটক, নিখুঁত কিছু অভিনয়, বিশ্বাস ঘাতকতার এক পাহাড়। এগুলো কি পাওয়া নয়...!!!??? অনেক বেশি কিছু পাওয়া।।

বছরের শুরু থেকে শেষ পযন্ত কিভাবে কাটালাম, কিভাবে অতিবাহিত হলো সেটা বুঝতেই একটু হিমসিম খাচ্ছি। সবচেয়ে স্মরনীয় বছর এটি। এবছরের প্রতিটা দিনের কথা আমার মনে থাকবে, প্রতিটা মুহূর্তের কথা মনে থাকবে। এতো বেশি কিছু হারাবো তা ভাবিনি, এতো বেশি কষ্ট পাবো সেটা সপ্নেও হয়তো কল্পনা করিনি। এতো কিছু হারানোর পরও কিভাবে যেন স্থির আছি, কিভাবে যেন বেঁচে আছি। আমার এই স্থিরতা আমাকে যে কতোটা নিজের মাঝে আবদ্ধ করে ফেলেছে, আমার এই বেঁচে থাকাটা যে কতোটা মৃত্যুর যন্ত্রণা মূলক তা শুধু আমি জানি।

বছরের শেষটা ছিল আরো বেদনাদায়ক, কষ্টের। এরকম ভাবে বছর শেষ করতে হবে টা ভাবি নি। এতো আপন বিস্বস্ত মানুষ গুলো এতো নিপুণ ভাবে বিশ্বাসের মর্যাদা বিশ্বাস ঘাতকতা দিয়ে দিয়েছে সেগুলো অপলক দৃষ্টিতে দেখতে হলো। কিছুই বলার ছিল না, শুধু মনে হচ্ছিল আমি কি জীবিত নাকি মৃত। তবে কি এগুলো শুনার জন্যেই বেঁচে ছিলাম…!!?? এমন বাঁচাতো আমি চাইনি।। অনেক বেশি Unexpected- ছিল, যা ভাবনার বাহিরে…।।

তবু এই মানুষ গুলোকেই আমার মনে থাকবে। অনেক স্মৃতি, অনেক ভাললাগার সময় ছিল সে গুলোকে কোন ভাবেই বাদ দেওয়া, ভুলে যাওয়া সম্ভব না। হয়তো আর কখনো অনেক কিছুই ঘটবে না, অনেক কিছুই করা হবে না, জীবন থেকে অনেক মূল্যবান কিছু জিনিস হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলিনি। হারিয়ে গেছে…
নতুন বছর কিভাবে শুরু করবো জানি না। তবে এটা জানি আমাকে বদলাতে হবে, বদলাতেই হবে…।
আমি কখনোই বদলাতে চাই নি, বদলে যাওয়া অনেক কষ্টের। সব সময়ই বলতাম – “আমি কখনো বদলাবো না, আর যদি ভুল করেও একবার বদলাই তাহলে আমার অস্তিত্বও কেউ খুঁজে পাবে না।” আজ কাছের মানুষ গুলোই আমাকে বদলাতে বাধ্য করলো।।

নতুন বছর নিজের জন্য কিছুই চাওয়ার নেই। দোয়া করি আমার কাছের মানুষ, আপন সেই মানুষ গুলো অনেক ভালো থাকুক, তাদের Life- অনেক সুন্দর, আনন্দময়, সুখময় হোক।। শুধু তাঁরা না, তাদের আশেপাশের মানুষ গুলোও যেন তাদের সংস্পর্শে সুখি থাকে, সুখি হয়…

আল্লাহ্-র কাছে একটাই প্রাথনা সবাইকে সুখে রেখো, ভালো রেখো, সবার মনের আশা পূর্ণ করো।।
ভালো কাটুক সবার New Year, শুরু হোক নতুন একটা জীবন, নতুন বছর, নতুন একটা সময়।।
সবার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা, অনেক শুভেচ্ছা।  
                                            “HAPPY NEW YEAR-2016”



MARI themes

Powered by Blogger.