বছরের শেষ..!!! অনেকে অনেক কিছু নিয়ে ভাবতে ব্যাস্ত। কেউ নতুন বছর কিভাবে Celebrate – করবে সেটা নিয়ে ব্যাস্ত, কেউ বা কৈ কৈ ঘুরতে যাবে সেটা নিয়ে আবার কেউবা ভাবতে ব্যাকুল বছরের শেষে পাওয়া না পাওয়ার জিনিস গুলো, কি পেলো কি হারলো, কিভাবে বছরটি অতিভবাহিত হলো।
আমিও ভাবতে বসেছি কি পেলাম, কি হারালাম, কিবা দিয়ে গেলাম, কিবা নিয়ে গেলাম...??
পাওয়ার কোন অভাব ছিল না, অনেক কিছুই পেয়েছি। এক সমূদ্র কষ্ট, মিথ্যার ফুলঝুরি, বিশ্বাস ভাঙ্গার কিছু অসাধারাণ গল্প, অসাধারণ নাটক, নিখুঁত কিছু অভিনয়, বিশ্বাস ঘাতকতার এক পাহাড়। এগুলো কি পাওয়া নয়...!!!??? অনেক বেশি কিছু পাওয়া।।
বছরের শুরু থেকে শেষ পযন্ত কিভাবে কাটালাম, কিভাবে অতিবাহিত হলো সেটা বুঝতেই একটু হিমসিম খাচ্ছি। সবচেয়ে স্মরনীয় বছর এটি। এবছরের প্রতিটা দিনের কথা আমার মনে থাকবে, প্রতিটা মুহূর্তের কথা মনে থাকবে। এতো বেশি কিছু হারাবো তা ভাবিনি, এতো বেশি কষ্ট পাবো সেটা সপ্নেও হয়তো কল্পনা করিনি। এতো কিছু হারানোর পরও কিভাবে যেন স্থির আছি, কিভাবে যেন বেঁচে আছি। আমার এই স্থিরতা আমাকে যে কতোটা নিজের মাঝে আবদ্ধ করে ফেলেছে, আমার এই বেঁচে থাকাটা যে কতোটা মৃত্যুর যন্ত্রণা মূলক তা শুধু আমি জানি।
বছরের শেষটা ছিল আরো বেদনাদায়ক, কষ্টের। এরকম ভাবে বছর শেষ করতে হবে টা ভাবি নি। এতো আপন বিস্বস্ত মানুষ গুলো এতো নিপুণ ভাবে বিশ্বাসের মর্যাদা বিশ্বাস ঘাতকতা দিয়ে দিয়েছে সেগুলো অপলক দৃষ্টিতে দেখতে হলো। কিছুই বলার ছিল না, শুধু মনে হচ্ছিল আমি কি জীবিত নাকি মৃত। তবে কি এগুলো শুনার জন্যেই বেঁচে ছিলাম…!!?? এমন বাঁচাতো আমি চাইনি।। অনেক বেশি Unexpected- ছিল, যা ভাবনার বাহিরে…।।
তবু এই মানুষ গুলোকেই আমার মনে থাকবে। অনেক স্মৃতি, অনেক ভাললাগার সময় ছিল সে গুলোকে কোন ভাবেই বাদ দেওয়া, ভুলে যাওয়া সম্ভব না। হয়তো আর কখনো অনেক কিছুই ঘটবে না, অনেক কিছুই করা হবে না, জীবন থেকে অনেক মূল্যবান কিছু জিনিস হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলিনি। হারিয়ে গেছে…
নতুন বছর কিভাবে শুরু করবো জানি না। তবে এটা জানি আমাকে বদলাতে হবে, বদলাতেই হবে…।
আমি কখনোই বদলাতে চাই নি, বদলে যাওয়া অনেক কষ্টের। সব সময়ই বলতাম – “আমি কখনো বদলাবো না, আর যদি ভুল করেও একবার বদলাই তাহলে আমার অস্তিত্বও কেউ খুঁজে পাবে না।” আজ কাছের মানুষ গুলোই আমাকে বদলাতে বাধ্য করলো।।
নতুন বছর নিজের জন্য কিছুই চাওয়ার নেই। দোয়া করি আমার কাছের মানুষ, আপন সেই মানুষ গুলো অনেক ভালো থাকুক, তাদের Life- অনেক সুন্দর, আনন্দময়, সুখময় হোক।। শুধু তাঁরা না, তাদের আশেপাশের মানুষ গুলোও যেন তাদের সংস্পর্শে সুখি থাকে, সুখি হয়…
আল্লাহ্-র কাছে একটাই প্রাথনা সবাইকে সুখে রেখো, ভালো রেখো, সবার মনের আশা পূর্ণ করো।।
ভালো কাটুক সবার New Year, শুরু হোক নতুন একটা জীবন, নতুন বছর, নতুন একটা সময়।।
সবার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা, অনেক শুভেচ্ছা।
“HAPPY NEW YEAR-2016”
আমিও ভাবতে বসেছি কি পেলাম, কি হারালাম, কিবা দিয়ে গেলাম, কিবা নিয়ে গেলাম...??
পাওয়ার কোন অভাব ছিল না, অনেক কিছুই পেয়েছি। এক সমূদ্র কষ্ট, মিথ্যার ফুলঝুরি, বিশ্বাস ভাঙ্গার কিছু অসাধারাণ গল্প, অসাধারণ নাটক, নিখুঁত কিছু অভিনয়, বিশ্বাস ঘাতকতার এক পাহাড়। এগুলো কি পাওয়া নয়...!!!??? অনেক বেশি কিছু পাওয়া।।
বছরের শুরু থেকে শেষ পযন্ত কিভাবে কাটালাম, কিভাবে অতিবাহিত হলো সেটা বুঝতেই একটু হিমসিম খাচ্ছি। সবচেয়ে স্মরনীয় বছর এটি। এবছরের প্রতিটা দিনের কথা আমার মনে থাকবে, প্রতিটা মুহূর্তের কথা মনে থাকবে। এতো বেশি কিছু হারাবো তা ভাবিনি, এতো বেশি কষ্ট পাবো সেটা সপ্নেও হয়তো কল্পনা করিনি। এতো কিছু হারানোর পরও কিভাবে যেন স্থির আছি, কিভাবে যেন বেঁচে আছি। আমার এই স্থিরতা আমাকে যে কতোটা নিজের মাঝে আবদ্ধ করে ফেলেছে, আমার এই বেঁচে থাকাটা যে কতোটা মৃত্যুর যন্ত্রণা মূলক তা শুধু আমি জানি।
বছরের শেষটা ছিল আরো বেদনাদায়ক, কষ্টের। এরকম ভাবে বছর শেষ করতে হবে টা ভাবি নি। এতো আপন বিস্বস্ত মানুষ গুলো এতো নিপুণ ভাবে বিশ্বাসের মর্যাদা বিশ্বাস ঘাতকতা দিয়ে দিয়েছে সেগুলো অপলক দৃষ্টিতে দেখতে হলো। কিছুই বলার ছিল না, শুধু মনে হচ্ছিল আমি কি জীবিত নাকি মৃত। তবে কি এগুলো শুনার জন্যেই বেঁচে ছিলাম…!!?? এমন বাঁচাতো আমি চাইনি।। অনেক বেশি Unexpected- ছিল, যা ভাবনার বাহিরে…।।
তবু এই মানুষ গুলোকেই আমার মনে থাকবে। অনেক স্মৃতি, অনেক ভাললাগার সময় ছিল সে গুলোকে কোন ভাবেই বাদ দেওয়া, ভুলে যাওয়া সম্ভব না। হয়তো আর কখনো অনেক কিছুই ঘটবে না, অনেক কিছুই করা হবে না, জীবন থেকে অনেক মূল্যবান কিছু জিনিস হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলিনি। হারিয়ে গেছে…
নতুন বছর কিভাবে শুরু করবো জানি না। তবে এটা জানি আমাকে বদলাতে হবে, বদলাতেই হবে…।
আমি কখনোই বদলাতে চাই নি, বদলে যাওয়া অনেক কষ্টের। সব সময়ই বলতাম – “আমি কখনো বদলাবো না, আর যদি ভুল করেও একবার বদলাই তাহলে আমার অস্তিত্বও কেউ খুঁজে পাবে না।” আজ কাছের মানুষ গুলোই আমাকে বদলাতে বাধ্য করলো।।
নতুন বছর নিজের জন্য কিছুই চাওয়ার নেই। দোয়া করি আমার কাছের মানুষ, আপন সেই মানুষ গুলো অনেক ভালো থাকুক, তাদের Life- অনেক সুন্দর, আনন্দময়, সুখময় হোক।। শুধু তাঁরা না, তাদের আশেপাশের মানুষ গুলোও যেন তাদের সংস্পর্শে সুখি থাকে, সুখি হয়…
আল্লাহ্-র কাছে একটাই প্রাথনা সবাইকে সুখে রেখো, ভালো রেখো, সবার মনের আশা পূর্ণ করো।।
ভালো কাটুক সবার New Year, শুরু হোক নতুন একটা জীবন, নতুন বছর, নতুন একটা সময়।।
সবার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা, অনেক শুভেচ্ছা।
“HAPPY NEW YEAR-2016”
Post a Comment