"আমার চাওয়া"

আমি আকাশের নীল হতে চাই না যে নীল মেঘের কালো ছায়ার ঢেকে যাবে,
আমি রাতের চাঁদ হতে চাই না যে রাত শেষে আড়ালে লুকাবে,
আমি রংধনু হতে চাই না যে সময়ের ব্যবধানে মিলিয়ে যাবে,
আমি কষ্টের মেঘ হতে চাই না যে বৃষ্টি হয়ে ঝড়বে,
আমি রাত হতে চাই না যে অন্ধকারে আমাকে ডুবাবে,
আমি শিশিরের মতো হতে চাই না যে ভোরের সামান্য আলোয় উড়ে যাবে।।।
আমি বাতাসের মতো হতে চাই যে সব সময় অদৃশ্য হয়ে আমার অনুভবে রইবে,
আর আমি নীরবে একা একা কষ্টের আগুনে পুড়বো ...
কেউ জানবে না আমার সে অদৃশ্য হওয়ার কারণ, জানবে না নীরবে কষ্টের আগুনে পুড়ার কারণ ।
নিজেকে বাতাসের মতো অদৃশ্য করে রাখবো নিজেরি মাঝে, সবার চোখের আড়ার থেকে...