ভালোবাসা নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না। যতটা সম্ভব এই শব্দটা থেকে, এই জিনিসটা থেকে দূরে থাকার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে আমার ভাবতে ইচ্ছা করে ভালোবাসাটা আসলেই কি...???
ভালবাসাটা আসলে নিজের মতো করেই সবাই বাসে। কারো ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসা মিল খুঁজে পাওয়া যাবে না, মিল খুঁজতে চাওয়াটাও বোকামি।
আমি ভালবাসাটাকে কখনোই খারাপ চোখে দেখি না। আমি শুধু দেখি কার কাছে ভালোবাসা কি, কার কাছে ভালোবাসার মানে কি, কার কাছে ভালোবাসার অর্থ কি, কার কাছে ভালোবাসার গভীরতা কতোটুকু।।
তবে সে দেখার মাঝে কোন প্রকাশ করার ভাব নেই আমার মাঝে। আমি শুধু দেখে নিজের মাঝে রেখে দেই। মাঝে মাঝে হাসি পায় কিছু মানুষের ভালোবাসা দেখে। তাঁরা যেটাকে ভালোবাসা বলে সেটা আসলে কিছুই না। সেটার নাম ভালোবাসা না, আসলে ঐ সম্পর্কের কোন নাম নেই। ভালোবাসা কখনোই এক দিনে হয়ে উঠে না, এক দিনে ভালোবাসা জন্মায় না। এক দিনে যেটা হতে পারে সেটা শুধুই ভাললাগা। আর এই ভালোবাসার নামে ভালোবাসা গুলো অকালেই হারায়, কারণ এই নামে মাত্র ভালোবাসা গুলোর মাঝে থাকে না কোন অনুভূতি, থাকে না দু'জন দু'জনার মাঝে বোঝাপড়া । এই ভালোবাসা গুলো গড়ার আগেই ভাঙ্গে, আর ভাঙ্গাটা হয় দু'জন দু'জনার খারাপ দিক গুলো প্রকাশ করে।
আসলে ভালবাসাটা আমার কাছে একটু অন্য রকম। কাউকে "ভালবাসি" বলার নাম ভালোবাসা না। তাকে আমি কতোটুকু বুঝতে পাড়লাম, কিভাবে বুঝতে পাড়লাম, মনে কতোটুকু জায়গা দিতে পাড়লাম, তার প্রতি আমার বিশ্বাস, আস্থা এর মাত্রা কতোটুকু, তার অনুপস্থিতি আমাকে ভাবায় কিনা, তার অনুপস্থিতি আমার মনে শূন্যতার সৃষ্টি করে কিনা, তার ভাললাগা-খারাপ লাগার জিনিস গুলো আমার মনে জায়গা দিতে পাড়লাম কিনা- ভালোবাসা অনেকটাই এরকম। আর এগুলো এক দিন, এক মাস -এ হয়ে উঠে না। সময় লাগে, অনেক লম্বা একটা সময় লাগে বুঝতে, বুঝাতে।
ভালোবাসা মানে এটা না আমি যাকে ভালবাসলাম তাকেও আমাকেই ভালবাসতে হবে। আমাকে তার ভালো নাই লাগতে পারে, আমাকে সে ভালো নাই বাসতে পারে। তাই বলে কি আমার ভালোবাসা শেষ হয়ে যাবে...!!!?? কখনোই না...।। যদি শেষ হয়ে যায় তাহলে ধরে নিতে হবে সেটা ভালোবাসা ছিল না, সেটা শুধুই একটা মোহ ছিল।
আপনি তাকে কতোটা ভালবাসতে পারলেন সেটাই বিষয়, সে আপনাকে ভালবাসলো কি বাসলো না সেটা তার বিষয়। তবে এটা নিচ্ছিত থাকেন যদি আপনি মন থেকেই তাকে ভালবাসেন তাহলে সে আপনার ভালোবাসা অবশ্যই বুঝবে, আপনাকে ভালোও বাসবে।
ভালোবাসার আরেকটা বড় দিক হলো আপনি তাকে কতোটা সন্মান, Respect- করতে পারলেন। আপনি যদি তাকে সন্মান-ই করতে না পারলেন তাহলে তাকে আপনি কিভাবে ভালবাসবেন!! আপনি তার উপস্থিতিতে তাকে যতটা সন্মান দিলেন, তার চেয়ে হাজার গুণ বেশি সন্মান দিতে হবে আপনার পরিবার, আত্মীয়-স্বজনের সামনে, আপনার বন্ধু-বান্ধবের সামনে। এটা তখনই সম্ভব হবে যখন আপনি তাকে মন থেকেই ভালোবাসতে পারবেন, মনে যায়গা দিতে পারবেন। একটু ভেবে দেখুন তো আপনিই যদি তাকে সন্মান না দেন, Respect-দিয়ে কথা না বলেন তাহলে আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তাকে কেন সন্মান দিবে, কেন Respect-দিবে...??
আবার ধরুন আপনি একটা মানুষকে অনেক দিন যাবৎ ভাবতেছেন, তাকে ভালবাসতেছেন। একদিন মুখ ফুটে তাকে বলেও দিলেন "ভালবাসি"। কিন্তু সে আপনাকে "না" করে দিলো। এই "না" করাটা কে আপনি কিভাবে দেখবেন...?? নিশ্চয়ই অনেক রাগ হবে, অনেক জেদ হবে, অনেক খারাপ লাগবে...?? একটু ভাবুনতো আপনি তাকে নিয়ে অনেক আগে থেকেই ভেবে আসতেছেন। এই ভাবনাটা যখন ভালবাসায় পরিণত হয়েছে তখনই কিন্তু আপনি তাকে "ভালোবাসার" কথা জানিয়েছেন, তার আগে কিন্তু আপনি জানান নি। আপনি যাকে "ভালবাসি" বললেন সে তো আগে কখনোই আপনাকে নিয়ে ভাবেনি। তাহলে সে কিভাবে ভালবাসবে...???!!! আপনাকে নিয়ে তাকে ভাবতে দিন, ভাব্বার সময় দিন, বুঝতে দিন।।
এখন কার ভালোবাসা গুলো কেমন-ই যেন। কাউকে ভালবাসি বলতেও সময় লাগে না আবার "না" করতেও সময় লাগে না। অনেকের কাছে ভালোবাসার স্থায়িত্ব কাল ১৫-২০ দিন। অনেকে বলে তাকে আমি ২০ দিন, এক মাস ভালবেসেছিলাম, তার প্রতি ভালোবাসার Feelings- ছিল এ কয় দিনই। এটা কেমন ভালোবাসা আমার জানা নেই। যদিও আধুনিক যুগের ভালোবাসা বলে কথা। তাই হয়তো ভালোবাসার অনুভুতিও খুবই কম সময়ের জন্য।
"ভালবাসি" বলার আগে ভাবুন তাকে আপনি চান কিনা, আপনার মন চায় কিনা। যতটুকু ভাবার তাকে বলার আগে ভাবুন। "ভালবাসি" বলার পর আর পিছন ফিরে তাকানো যাবে না, পিছন ফিরে তাকানোর অবকাশ নেই। তাকে "ভালোবাসায়'"বেধেই রাখতে হবে।
""ভালোবাসা একটি শব্দ না, হাজার হাজার অনুভূতি, ভাললাগার সমষ্টি।"
"ভালোবাসা ভালোবাসা দিয়েই বুঝতে হয়।""
ভালবাসাটা আসলে নিজের মতো করেই সবাই বাসে। কারো ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসা মিল খুঁজে পাওয়া যাবে না, মিল খুঁজতে চাওয়াটাও বোকামি।
আমি ভালবাসাটাকে কখনোই খারাপ চোখে দেখি না। আমি শুধু দেখি কার কাছে ভালোবাসা কি, কার কাছে ভালোবাসার মানে কি, কার কাছে ভালোবাসার অর্থ কি, কার কাছে ভালোবাসার গভীরতা কতোটুকু।।
তবে সে দেখার মাঝে কোন প্রকাশ করার ভাব নেই আমার মাঝে। আমি শুধু দেখে নিজের মাঝে রেখে দেই। মাঝে মাঝে হাসি পায় কিছু মানুষের ভালোবাসা দেখে। তাঁরা যেটাকে ভালোবাসা বলে সেটা আসলে কিছুই না। সেটার নাম ভালোবাসা না, আসলে ঐ সম্পর্কের কোন নাম নেই। ভালোবাসা কখনোই এক দিনে হয়ে উঠে না, এক দিনে ভালোবাসা জন্মায় না। এক দিনে যেটা হতে পারে সেটা শুধুই ভাললাগা। আর এই ভালোবাসার নামে ভালোবাসা গুলো অকালেই হারায়, কারণ এই নামে মাত্র ভালোবাসা গুলোর মাঝে থাকে না কোন অনুভূতি, থাকে না দু'জন দু'জনার মাঝে বোঝাপড়া । এই ভালোবাসা গুলো গড়ার আগেই ভাঙ্গে, আর ভাঙ্গাটা হয় দু'জন দু'জনার খারাপ দিক গুলো প্রকাশ করে।
আসলে ভালবাসাটা আমার কাছে একটু অন্য রকম। কাউকে "ভালবাসি" বলার নাম ভালোবাসা না। তাকে আমি কতোটুকু বুঝতে পাড়লাম, কিভাবে বুঝতে পাড়লাম, মনে কতোটুকু জায়গা দিতে পাড়লাম, তার প্রতি আমার বিশ্বাস, আস্থা এর মাত্রা কতোটুকু, তার অনুপস্থিতি আমাকে ভাবায় কিনা, তার অনুপস্থিতি আমার মনে শূন্যতার সৃষ্টি করে কিনা, তার ভাললাগা-খারাপ লাগার জিনিস গুলো আমার মনে জায়গা দিতে পাড়লাম কিনা- ভালোবাসা অনেকটাই এরকম। আর এগুলো এক দিন, এক মাস -এ হয়ে উঠে না। সময় লাগে, অনেক লম্বা একটা সময় লাগে বুঝতে, বুঝাতে।
ভালোবাসা মানে এটা না আমি যাকে ভালবাসলাম তাকেও আমাকেই ভালবাসতে হবে। আমাকে তার ভালো নাই লাগতে পারে, আমাকে সে ভালো নাই বাসতে পারে। তাই বলে কি আমার ভালোবাসা শেষ হয়ে যাবে...!!!?? কখনোই না...।। যদি শেষ হয়ে যায় তাহলে ধরে নিতে হবে সেটা ভালোবাসা ছিল না, সেটা শুধুই একটা মোহ ছিল।
আপনি তাকে কতোটা ভালবাসতে পারলেন সেটাই বিষয়, সে আপনাকে ভালবাসলো কি বাসলো না সেটা তার বিষয়। তবে এটা নিচ্ছিত থাকেন যদি আপনি মন থেকেই তাকে ভালবাসেন তাহলে সে আপনার ভালোবাসা অবশ্যই বুঝবে, আপনাকে ভালোও বাসবে।
ভালোবাসার আরেকটা বড় দিক হলো আপনি তাকে কতোটা সন্মান, Respect- করতে পারলেন। আপনি যদি তাকে সন্মান-ই করতে না পারলেন তাহলে তাকে আপনি কিভাবে ভালবাসবেন!! আপনি তার উপস্থিতিতে তাকে যতটা সন্মান দিলেন, তার চেয়ে হাজার গুণ বেশি সন্মান দিতে হবে আপনার পরিবার, আত্মীয়-স্বজনের সামনে, আপনার বন্ধু-বান্ধবের সামনে। এটা তখনই সম্ভব হবে যখন আপনি তাকে মন থেকেই ভালোবাসতে পারবেন, মনে যায়গা দিতে পারবেন। একটু ভেবে দেখুন তো আপনিই যদি তাকে সন্মান না দেন, Respect-দিয়ে কথা না বলেন তাহলে আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তাকে কেন সন্মান দিবে, কেন Respect-দিবে...??
আবার ধরুন আপনি একটা মানুষকে অনেক দিন যাবৎ ভাবতেছেন, তাকে ভালবাসতেছেন। একদিন মুখ ফুটে তাকে বলেও দিলেন "ভালবাসি"। কিন্তু সে আপনাকে "না" করে দিলো। এই "না" করাটা কে আপনি কিভাবে দেখবেন...?? নিশ্চয়ই অনেক রাগ হবে, অনেক জেদ হবে, অনেক খারাপ লাগবে...?? একটু ভাবুনতো আপনি তাকে নিয়ে অনেক আগে থেকেই ভেবে আসতেছেন। এই ভাবনাটা যখন ভালবাসায় পরিণত হয়েছে তখনই কিন্তু আপনি তাকে "ভালোবাসার" কথা জানিয়েছেন, তার আগে কিন্তু আপনি জানান নি। আপনি যাকে "ভালবাসি" বললেন সে তো আগে কখনোই আপনাকে নিয়ে ভাবেনি। তাহলে সে কিভাবে ভালবাসবে...???!!! আপনাকে নিয়ে তাকে ভাবতে দিন, ভাব্বার সময় দিন, বুঝতে দিন।।
এখন কার ভালোবাসা গুলো কেমন-ই যেন। কাউকে ভালবাসি বলতেও সময় লাগে না আবার "না" করতেও সময় লাগে না। অনেকের কাছে ভালোবাসার স্থায়িত্ব কাল ১৫-২০ দিন। অনেকে বলে তাকে আমি ২০ দিন, এক মাস ভালবেসেছিলাম, তার প্রতি ভালোবাসার Feelings- ছিল এ কয় দিনই। এটা কেমন ভালোবাসা আমার জানা নেই। যদিও আধুনিক যুগের ভালোবাসা বলে কথা। তাই হয়তো ভালোবাসার অনুভুতিও খুবই কম সময়ের জন্য।
"ভালবাসি" বলার আগে ভাবুন তাকে আপনি চান কিনা, আপনার মন চায় কিনা। যতটুকু ভাবার তাকে বলার আগে ভাবুন। "ভালবাসি" বলার পর আর পিছন ফিরে তাকানো যাবে না, পিছন ফিরে তাকানোর অবকাশ নেই। তাকে "ভালোবাসায়'"বেধেই রাখতে হবে।
""ভালোবাসা একটি শব্দ না, হাজার হাজার অনুভূতি, ভাললাগার সমষ্টি।"
"ভালোবাসা ভালোবাসা দিয়েই বুঝতে হয়।""
Post a Comment