একাকী শূন্যতার নাবিক

আমি আমার স্বপ্নের মতো হতে পারি নি। অসীম শূন্যতার মাঝে সামনের দিকে চলা একাকী এক নাবিক। আমার আমি কে নিয়েই হেঁটে চলি এক নিরন্তর পথে। হাজারো মানুষের ভিড়ে একজন মানুষ আমি, এখনো জীবনের উদ্দেশ্য খুঁজে পাইনি। বেঁচে আছি, বেঁচে থাকতে হয় বলে, উদ্দেশ্যহীন ভাবে। হয়তো স্বপ্ন দেখবো বলেও বেঁচে আছি। স্বপ্নেই খূঁজে ফিরি নিজেকে। ঘুমহীন চোখে স্মৃতির রাজ্যে নিরন্তর ঘুরে বেড়িয়েছি। কিন্তু কখনোই মনে হয়নি কেনো এতো স্বপ্ন দেখছি...??কি হবে এতো স্বপ্ন দেখে...?? সব কিছুই কি অযথা-অকারণে!!! স্বপ্ন দেখতে দেখতে এখন আমি মিথ্যা স্বপ্নের পাহাড়ে দাঁড়িয়ে আছি। এই মিথ্যা স্বপ্নের পাহাড়ে দাঁড়িয়েও আমি অবাক স্বপ্ন দেখছি।
কেনো আমার স্বপ্ন গুলো মিথ্যা হল, কি দোষ ছিলো আমার। হয়তো আমি স্বপ্ন দেখতে দেখতে বাস্তবতা হারিয়ে ফেলেছি,তাই কি...?? আসলেই কি তাই...?? এলোমেলো ভাবনায় গন্তব্যহীন পথে উদ্ভ্রান্ত পথিক আমি এখনো স্বপ্নেই ঘুরপাক খাচ্ছি। মাঝে মাঝে ভাবি, জীবনের সব দুঃখ, কষ্ট গুলোকে, যদি বস্তাবন্দী করে মুক্তিবেগে নিক্ষেপ করতে পারতাম। তাহলে হয়ত মুক্তি পাওয়া যেত। জীবনটা কি আসলেই এমন...!!
বুকের ভেতর জমে থাকা কষ্টের কথা চিৎকার করে বলতে ইচ্ছে করছে। কিন্তু পারছিনা, আমি আর পারছিনা। আমার দু'চোখ বেয়ে বর্ষার অবিরাম জল ধারার মত বর্ষণ হচ্ছে। এ যেন আমি বর্ষিত হচ্ছি, বর্ষিত হচ্ছে আমার অবাক স্বপ্ন...