ছদ্দবেশী মানুষ

যে আপনার সামনে আপনার প্রশংসায় পঞ্চ মুখ, সেই একই ব্যক্তি আপনার আড়ারে আপনার নামে মিথ্যা, দুর্নাম, বাজে কথা নিয়ে ব্যাস্ত। এই কাজটা তাঁরা তখনি করে যখন আপনার সাথে তার কোন বিষয় নিয়ে মতের অমিল হয়, কথা কাটাকাটি হয়। মতের অমিল, কথা কাটাকাটি হলেই কি কারো নামে মিথ্যা কথা, কাউকে ছোট করে কথা বলে বেড়াতে হবে...!!?? তাহলে তাকে আর আপনি কি চিনলেন। তার সাথে বছরের পর বছর চলাফেরা, কথা, সুখ-দুঃখে পাশে থাকা এগুলোর তাহলে কি নাম দিবেন...??

এই Type-এর মানুষেরা কখনো কারো ভালো বন্ধ, ভালো সহযোগী, ভালবাসার মানুষ হতে পারে না। সে সারা জীবনেও কারো কাছ থেকে ভালবাসা, ভালো বন্ধুত্ব পায় না। কারণ, যে সম্পর্ক যতো বেশি খাঁটি, যতো বেশি গভীর, যতো বেশি আপন সে সম্পর্কে ততো বেশি ঝগড়া লাগে, ততো বেশি মতের অমিল হয়। আর আপনি এই সময় যদি সেই মানুষটার নামে যা-তা বলে বেড়ান তাহলে কিভাবে তার কাছ থেকে ভালবাসা, বন্ধুত্ব আশা করেন...!!! একটু ভেবে দেখুনতো আপনি যার কাছে বা যাদের কাছে ঐ মানুষটার নামে কথা বলে বেড়াচ্ছেন তাঁরা আপনাকে কেমন ভাবচ্ছে। আপনাকে ভালো ভাবচ্ছে নাকি নিঃক্রষ্ট মনের একজন মানুষ ভাবচ্ছে । কারণ, যে মানুষটার নামে কথা গুলো বলে বেড়াচ্ছেন সেই মানুষটা কিছু দিন আগেও আপনার চোখের মনি, মনের মতো ছিল আর যখনি মতের অমিল হলো তখনি সে খারাপ হয়ে গেল...!!!

আমার অনেক প্রিয়, সন্মানিত স্যার এক দিন একটা কথা বলেছিল। কথাটা এরকম- "আমরা অনেক সময় বলি যে ওকে দেখলে আমার গাঁ জ্বলে, অসহ্য লাগে। একটু ভেবে দেখো গাঁ-টা কার জ্বলতেছে- তোমার না তার...?? গাঁ কিন্তু তোমার জ্বলতেছে, তার না।" একটু ভাবলেই এই কথাটির Meaning- খুঁজে পাওয়া যায়। "কারো নামে তার অনুপস্থিতিতে খারাপ কথা বলার মানে আপনি নিজে খারাপ এটাই প্রকাশ করতেছেন।"

কাউকে ভালবাসতে হলে, ভালো বন্ধু হতে হলে তাকে মন থেকে Respect- করতে হয়, দেখানো Respect-না।।
হাজার কথা কাটাকাটি, ঝগড়ার পরও যখন আপনি নিজেকে সংযত রাখতে পারবেন, মন থেকে তাকে সন্মান দিয়ে কথা বলতে পারবেন, সবার সামনে তাকে সন্মান দেখাতে পারবেন  সেটাই প্রকৃত Respect-দেখানো, সেটাই প্রকৃত ভালবাসা।