জীবনের এপিঠ - ওপিঠ
জীবন একটা পাতা, যার এক পিঠ আমারা দেখি আর অন্য পিঠ আমরা এড়িয়ে যাই বা না দেখাই থেকে যায়।প্রতিটি জীবনের, প্রতিটি মানুষের নিজ মনে কিছু আশা, চাওয়া থাকে যা কখনোই বাহিরে প্রকাশিত করা হয় না বা অপ্রকাশিতই থেকে যাই।জীবনের সব চাওয়া কখনো পুরন হয়না, আর এই না পাওয়ার যন্ত্রণা যে কতখানি যে পায়না শুধু সেই এই যন্ত্রণার বোঝা বয়ে বেড়ায় সারাটি জীবন ধরে। একটা সময় এই অপূর্ণতার পথ পেরুতে পেরুতে, হাঁটতে হাঁটতে মনের চার পাশে একটা আবরণের সৃষ্টি হয়।এ আবরণটা কষ্টের, এ আবরণটা অপূর্ণতার, না পাওয়ার বেদনার।যা সবার সামনে প্রকাশ করা হয় না, কিছু সময় প্রকাশ করা যায় না।
হিসাবের খাতাটাও গড়মিল হয়ে যায়, কিছুতেই অংক কষে হিসাব মেলানো যায়না। এ অংক কখনো মিলেও না আর যদি কোন ভাবে মিলেও যায় তাহলে তার ফলাফল শূন্যতে এসে দাঁড়ায়।
ঠিক তখনই বলা হয়, বার বার আমার সাথে কেন এমন হয়। নিয়তি কি আমার ভাগ্যকে নিয়ে পরিহাস করছে, নাকি এটাই আমার কপালে লেখা ছিলো ?? তখন এই প্রশ্ন গুলোর কোন উত্তর মিলে না, খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাই না।।
এরকম পরিস্থিতিতে আপন জন গুলোও হয়ে যায় পর।তখন হাত ধরার মত, পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না, একজন Single Person-ও পাওয়া যায় না। কিন্তু এই সময়টায় একটা হাত খুব বেশি দরকার ছিল, পাশে দাঁড়ানোর মতো একজন মানুষের খুব দরকার ছিল, একটা Support- এর খুব বেশি দরকার ছিল কিন্তু কাছে কাউকে-ই পাওয়া যায়না। একা একা নিঃসঙ্গতা কে সঙ্গী করে কাটাতে হয়। বড্ড বেশি কষ্ট হয়...
কষ্টইতো জীবন, জীবনের নাম-ই কষ্ট...।।
হিসাবের খাতাটাও গড়মিল হয়ে যায়, কিছুতেই অংক কষে হিসাব মেলানো যায়না। এ অংক কখনো মিলেও না আর যদি কোন ভাবে মিলেও যায় তাহলে তার ফলাফল শূন্যতে এসে দাঁড়ায়।
ঠিক তখনই বলা হয়, বার বার আমার সাথে কেন এমন হয়। নিয়তি কি আমার ভাগ্যকে নিয়ে পরিহাস করছে, নাকি এটাই আমার কপালে লেখা ছিলো ?? তখন এই প্রশ্ন গুলোর কোন উত্তর মিলে না, খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাই না।।
এরকম পরিস্থিতিতে আপন জন গুলোও হয়ে যায় পর।তখন হাত ধরার মত, পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না, একজন Single Person-ও পাওয়া যায় না। কিন্তু এই সময়টায় একটা হাত খুব বেশি দরকার ছিল, পাশে দাঁড়ানোর মতো একজন মানুষের খুব দরকার ছিল, একটা Support- এর খুব বেশি দরকার ছিল কিন্তু কাছে কাউকে-ই পাওয়া যায়না। একা একা নিঃসঙ্গতা কে সঙ্গী করে কাটাতে হয়। বড্ড বেশি কষ্ট হয়...
কষ্টইতো জীবন, জীবনের নাম-ই কষ্ট...।।