মনের ফ্রেম
চিন্তার বাহিরে অনেক কিছু ঘটে যা আমরা কল্পনাতেই ভাবিনা। সে ভাবনা গুলো এতোটাই অকল্পনীয় যে আমাদের ভাবনাতেই আসে না।
খুব কাছের মানুষটা একদিন তোমাকে Facebook থেকে ব্লক করে বসবে, তুমি হয়তো সেই চিন্তা করোনি কখনো, ভাবনাতেই আনোনি কখনো। তুমি হয়তো মনে করবে তার ID deactivate করে রেখেছে, কিন্তু একটা সময় তুমি বুঝে ফেলবে তার ID ঠিকই আছে শুধু তার ID-তে তুমি নামের কেউ আর বসবাস করে না। তুমি বিশ্বাস করতে চাইবে না, তোমার বিশ্বাস হবে না। অনেকটা কষ্ট হবে তোমার, অনেক বেশি কষ্ট হবে। যে কষ্টে বুকের ভেতর কেউ যেন হাতুড়ি দিয়ে ভেঙ্গে চুড়ে একাকার করে দেবে প্রতিরাতে, প্রতিটা মুহূর্তে...।।
কিন্তু সে যদি তার জীবন থেকে তোমায় একেবারে ব্লক করে বসে তখন তোমার কষ্ট হবে না শুধু এটাই বলবো তখন তোমার বাঁচতে ইচ্ছে হবে না। সেই কষ্টের পরিমাণ এতো বেশি হবে যে তুমি বুঝতেই পারবে না কি ঘটে গেলো। যেমন মানুষ ২০-২০,০০০ ডেসিবলের কম বা বেশি হওয়া শব্দ শুনতে পায় না। তেমন-ই তোমার কষ্টটাও সেই মাত্রায় হবে।।
দিনে দিনে একটু একটু করে মারা পরবে তুমি নামের সেই হাসিমাখা, চঞ্চল - উচ্ছল মানুষটা। যে মরাটা কেউই দেখবে না, ঐ মরার কষ্ট কেউ বুঝবে না। এই ক্ষমতা কারো হয় না, কারো নেই, শুধু তুমি বুঝতে পারবে।।
দিনে রাতে প্রতি ঘণ্টায় ১০ বার মানুষটার Timeline-এ ঘুরে- ঘুরে ঐ মানুষকে কিছুক্ষন পর পর নক না করলে, তার প্রতি সেকেন্ডের খবর না জানা হলে তোমার পেটের মাঝে কোন ধরনের খাবার প্রবেশ করতো না কিন্তু ঐ মানুষটা একটা সময় তোমায় ব্লক করে বসে আছে।। কতোটা কষ্ট লাগবে...!!! ভাবতেইতো তোমার বুকটা কেপে উঠে, যদি সত্যি এমনটা হয় তখন কি করবে...!!!??
এটা কোন কষ্টের ব্যাপার না। নতুন একটা আইডি খুলে তাকে তুমি আবার দেখতে পাবে, কিন্তু সেটা এক পক্ষীয় হবে। তবে মনকে সান্তনা দিতে পারবে না।
হ্যাঁ... এটা একটা সময় সয়ে যায়, সয়ে যাবে । একটা সময় অশান্ত মনটা শান্ত হয়ে যায়, অশান্ত মন শান্ত হতে বাধ্য হয়। একটা সময় চেনা মানুষ অচেনা হয়ে যায়। একটা সময় প্রিয় ছবির ফ্রেমের উপর ধুলো ময়লা একাকার হয়ে যায়।। যে ফ্রেমটা তোমার, তোমার নিজের হাতে গড়া স্বপ্ন গুলোর।।
সামান্য একটা Facebook account- দিয়ে মনের অনুভূতির ভালোবাসার প্রকাশ হয় না। ভালোবাসা অনুভব করার জন্য গায়ের খানিকটা গন্ধের প্রয়োজন হয়, চোখে চোখে কথা বলা প্রয়োজন হয়। সেটা হারিয়ে গেলে মহা বিপদ । জীবন থেকে একেবারে ব্লক করে দিলে তুমি মনটাকে কিভাবে সান্তনা দিবে...?? ? ভাবতে পারো...??? মন থেকে ব্লক করার আগেই মনে জায়গা করে নিতে হবে, মনের অধিকার স্থায়ী করে নিতে হবে।। তবেই তুমি তোমার তুমিকে তার মাঝে ফিরে পাবে।। তোমার মনের যত্নে বুনা স্বপ্ন গুলো বাস্তবে রুপ দিতে পারবে।।
যে মানুষটা একবার কষ্ট পেয়ে কষ্টের বন্ধু হয়ে গেছে, তাকে আর নতুন করে কষ্টের সাথে বন্ধুত্ব করা যায় না, তাকে আর কষ্ট দেয়া যায় না। কষ্টের নাম যাই হোক না কেন কষ্টের নাম ভিন্য হয় না। এক সময় সে কষ্টকে ভালোবাসতে বাসতে কষ্টকে সুখী করে তুলে এটাই স্বাভাবিক, এটাই বাস্তব । কেউ কারো দুঃখ কষ্ট আপন করে নেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায় না। কেউ কারো কষ্টে পাশে থাকে না, থাকতে চায় না। হয়তো দু-এক ঘন্টার জন্য কিছুটা সহানুভূতি দেখায়, উপদেশ দেয়। সেই কষ্ট গুলো আবার অনেকটা ভারি হয়ে তার কাছে চলে আসে... এটাই হচ্ছে পৃথিবীর কঠিনতম নিয়ম ।।।
খুব কাছের মানুষটা একদিন তোমাকে Facebook থেকে ব্লক করে বসবে, তুমি হয়তো সেই চিন্তা করোনি কখনো, ভাবনাতেই আনোনি কখনো। তুমি হয়তো মনে করবে তার ID deactivate করে রেখেছে, কিন্তু একটা সময় তুমি বুঝে ফেলবে তার ID ঠিকই আছে শুধু তার ID-তে তুমি নামের কেউ আর বসবাস করে না। তুমি বিশ্বাস করতে চাইবে না, তোমার বিশ্বাস হবে না। অনেকটা কষ্ট হবে তোমার, অনেক বেশি কষ্ট হবে। যে কষ্টে বুকের ভেতর কেউ যেন হাতুড়ি দিয়ে ভেঙ্গে চুড়ে একাকার করে দেবে প্রতিরাতে, প্রতিটা মুহূর্তে...।।
কিন্তু সে যদি তার জীবন থেকে তোমায় একেবারে ব্লক করে বসে তখন তোমার কষ্ট হবে না শুধু এটাই বলবো তখন তোমার বাঁচতে ইচ্ছে হবে না। সেই কষ্টের পরিমাণ এতো বেশি হবে যে তুমি বুঝতেই পারবে না কি ঘটে গেলো। যেমন মানুষ ২০-২০,০০০ ডেসিবলের কম বা বেশি হওয়া শব্দ শুনতে পায় না। তেমন-ই তোমার কষ্টটাও সেই মাত্রায় হবে।।
দিনে দিনে একটু একটু করে মারা পরবে তুমি নামের সেই হাসিমাখা, চঞ্চল - উচ্ছল মানুষটা। যে মরাটা কেউই দেখবে না, ঐ মরার কষ্ট কেউ বুঝবে না। এই ক্ষমতা কারো হয় না, কারো নেই, শুধু তুমি বুঝতে পারবে।।
দিনে রাতে প্রতি ঘণ্টায় ১০ বার মানুষটার Timeline-এ ঘুরে- ঘুরে ঐ মানুষকে কিছুক্ষন পর পর নক না করলে, তার প্রতি সেকেন্ডের খবর না জানা হলে তোমার পেটের মাঝে কোন ধরনের খাবার প্রবেশ করতো না কিন্তু ঐ মানুষটা একটা সময় তোমায় ব্লক করে বসে আছে।। কতোটা কষ্ট লাগবে...!!! ভাবতেইতো তোমার বুকটা কেপে উঠে, যদি সত্যি এমনটা হয় তখন কি করবে...!!!??
এটা কোন কষ্টের ব্যাপার না। নতুন একটা আইডি খুলে তাকে তুমি আবার দেখতে পাবে, কিন্তু সেটা এক পক্ষীয় হবে। তবে মনকে সান্তনা দিতে পারবে না।
হ্যাঁ... এটা একটা সময় সয়ে যায়, সয়ে যাবে । একটা সময় অশান্ত মনটা শান্ত হয়ে যায়, অশান্ত মন শান্ত হতে বাধ্য হয়। একটা সময় চেনা মানুষ অচেনা হয়ে যায়। একটা সময় প্রিয় ছবির ফ্রেমের উপর ধুলো ময়লা একাকার হয়ে যায়।। যে ফ্রেমটা তোমার, তোমার নিজের হাতে গড়া স্বপ্ন গুলোর।।
সামান্য একটা Facebook account- দিয়ে মনের অনুভূতির ভালোবাসার প্রকাশ হয় না। ভালোবাসা অনুভব করার জন্য গায়ের খানিকটা গন্ধের প্রয়োজন হয়, চোখে চোখে কথা বলা প্রয়োজন হয়। সেটা হারিয়ে গেলে মহা বিপদ । জীবন থেকে একেবারে ব্লক করে দিলে তুমি মনটাকে কিভাবে সান্তনা দিবে...?? ? ভাবতে পারো...??? মন থেকে ব্লক করার আগেই মনে জায়গা করে নিতে হবে, মনের অধিকার স্থায়ী করে নিতে হবে।। তবেই তুমি তোমার তুমিকে তার মাঝে ফিরে পাবে।। তোমার মনের যত্নে বুনা স্বপ্ন গুলো বাস্তবে রুপ দিতে পারবে।।
যে মানুষটা একবার কষ্ট পেয়ে কষ্টের বন্ধু হয়ে গেছে, তাকে আর নতুন করে কষ্টের সাথে বন্ধুত্ব করা যায় না, তাকে আর কষ্ট দেয়া যায় না। কষ্টের নাম যাই হোক না কেন কষ্টের নাম ভিন্য হয় না। এক সময় সে কষ্টকে ভালোবাসতে বাসতে কষ্টকে সুখী করে তুলে এটাই স্বাভাবিক, এটাই বাস্তব । কেউ কারো দুঃখ কষ্ট আপন করে নেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায় না। কেউ কারো কষ্টে পাশে থাকে না, থাকতে চায় না। হয়তো দু-এক ঘন্টার জন্য কিছুটা সহানুভূতি দেখায়, উপদেশ দেয়। সেই কষ্ট গুলো আবার অনেকটা ভারি হয়ে তার কাছে চলে আসে... এটাই হচ্ছে পৃথিবীর কঠিনতম নিয়ম ।।।