দিশেহারা

অনেক দিন যাবৎ ইচ্ছে করছে কিছু লিখতে আবার কেমন যেন লিখতে ইচ্ছেও করছে না। কেমন যেন একটা দ্বোটনা কাজ করছে। কি লাভ হবে লিখে...?? আর লিখলেই বা কি ক্ষতি হবে...!!?? তবুও না বলা কিছু কথা বুকের মধ্যে গুমরে কাঁদে। নিজেকে প্রকাশ করতে বড় ভয় আমার। পাছে কেউ একা ভেবে দুর্বলতার সুযোগ নিতে চায়। এ পৃথিবীতে দুর্বলতার সুযোগ নেওয়া মানুষের অভাব নেই। সবার মুখোই মুখোশে ঢাকা। ভিতরটা বোঝা যায় না...।।

অগোছালো এক জীবন। অনেক অজানা হাসি-কান্না, কষ্ট মাখা জীবনের জটিল হিসাব কোনদিন মিলাইনি, মিলাতে ইচ্ছাও নেই । যা পেয়েছি তার চেয়ে হারিয়েছি অনেক বেশি। এই হারানোটা হারানোর মাঝেই সীমাবদ্ধ। অনেক কঠিন, প্রতিকূল,দুঃসময় পার করেছি।পার করেছি বললে ভুল হবে, এখনো করছি।। মাঝে মাঝে এমন কিছুর মুখোমুখি হতে হয় যার জন্য কোন ভাবেই ঐ মুহূর্তে প্রস্তু ছিলাম না, প্রস্তু নই আমি। যা ঘটে তা কখনো আদৌ ঘটতে পারে কিনা এটা ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায়। মাঝে মাঝে নিজেকে বুঝাতে পারিনা; এই পৃথিবীতে সবই ঘটতে পারে, সবই সম্ভব। তারপরেও জীবন থেমে নেই, সময়ের সাথে জীবন চলছেই।

জীবনে অনেক ভালো - মন্দ মানুষের দেখা পেয়েছি । ভালো মানুষদের মুখ গুলো সযত্নে তুলে রেখেছি বুক পাঁজরে। আমি যে কয়েকজন মানুষের সাথে মিশেছি তাঁরা সবাই ভালো, তবে এটা সত্য তাদের আমি বুঝতে পারিনি। তাদের ভিতরের মানুষত্বাকে আমার বোঝার মাঝেই বড় ভুল রয়ে গেছে। সেই না বুঝতে পারা ভুল গুলো মাঝে মাঝেই ভাবায় আমায়।

মাঝে মাঝে মনের মধ্যে কালবৈশাখী অস্থিরতা জাগে। সারাদিন ব্যাস্ততা শেষে যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরি খুব ইচ্ছা জাগে প্রিয় কোনো মানুষের আহ্লাদি আদর পেতে,অথবা অনেক দিনের জমে যাওয়া হাজারো গল্পের জাল বুনতে, একটু আহ্লাদি শাসন পেতে, একটু Caring পেতে। ইদানিং এই ইচ্ছে গুলো মনে খুব করে চেপে বসেছে। মনে হচ্ছে আমি খুব ক্লান্ত, ভাবতে ভাবতে ক্লান্ত । ক্রমাগত ডুবে যাচ্ছি শীতলতায়, মৌনতার আঁধারে। ক্ষয়ে যাচ্ছি নিঃসঙ্গতায় । চোখ গুলো শীতল, বরফ হয়ে যাচ্ছে। যেখানে কোন অভিমানের দাগ নেই। আজ আমার আমিতে বড্ড দিশেহারা, আমার আমিতে হারিয়ে যাওয়া দিনকে দিন।