প্রাপ্তি-অপ্রাপ্তি

মাঝে মাঝে কিছু সময় এমন কিছু চিন্তা মাথায় আসে যা খুবই অকল্পনীয়। আসলে আমরা খুব কম সময়ই নিজেকে নিয়ে চিন্তা করি, জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলানোর সময়, সুযোগ বা ইচ্ছে কোনোটাই আমাদের নেই। যেখানে জীবনকে নিয়ে চিন্তা করাই বেশি জরুরী। তবে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মিলাতে গেলে বেশির ভাগ সময়ই দুঃখ, কষ্ট আর হতাশা চলে আসে। তখন সময় গুলো, চলার পথ আরো কঠিন থেকে কঠিনত্বর হয়ে উঠে।

তবে মাঝে মাঝেই নিজেকে বা নিজ জীবন-যাপনকে নিয়ে খুব ভাবনায় বসি, দুঃখজনক হলেও সত্যি যে- সেই সময়টা আসে হতাশার কিংবা ব্যর্থতার। নিজেকে বুঝতে চেষ্টা করে যাচ্ছি জন্মের পর থেকেই। আদৌ তিল পরিমান জানতে পেরেছি কিনা জানিনা...। না জেনে হতাশ নই, কারন আমি জানি যে- মানুষ মাত্রই আপন অজ্ঞ। আমিও তার ব্যতিক্রম নই…।

জীবনে মানুষ কি চায়...?? চাওয়া বলতে এখানে সুখি হতে কি চায় এটাই বুঝাচ্ছি। মানুষের চাওয়া কি খুব বেশি...!! না, মানুষের চাওয়াটা খুব সীমিত, খুবই কম। আর এই সীমিত চাওয়াটা যখন অপূর্ণ থেকে যায়, পূরণ হয় না তখনই মানুষ অসুখীতে ভোগে, হতাশায় দিন পার করে। এই সময়টায় এসেই মানুষ জীবনের হিসেব মিলায়, প্রাপ্তি- অপ্রাপ্তির খাতা খুলে বসে।

জীবনে সুখে থাকায় সহজ উপায় হলো- আশেপাশে যা কিছু ঘটছে, তার সব কিছুকেই সহজ এবং স্বাভাবিক ভাবে গ্রহন করা। মনে বিশ্বাস রাখা যে- "অসম্ভব" বা "হতেই পারে না" বলে কিছু নেই। কাল-প্রেক্ষাপটে সবই সম্ভব এবং যে কোনো কিছুই ঘটতে পারে। কিন্তু আদৌ কি তা ভাবা বা মেনে নেওয়া সব সময় সম্ভব হয়...???