ভালোবাসা - প্রেম

ভালোবাসা= ভালো + বাসা। না, ভালো একটি বাসার নাম ভালোবাসা নয়। ভালোবাসা নিয়ে খুব কমই ধারনা রয়েছে, তবে একেবারেই যে নেই তা কিন্তু নয়। আমার এই ছোট্ট ধারনা টুকু আমার আশেপাশের মানুষের সাথে খুব কমই মিলে। হ্যাঁ, সবার চিন্তা ভাবনা এক নয়। কিন্তু আমি মনে করি ভালোবাসার ক্ষেত্রে চিন্তা ভাবনার মিল খুব বেশি জরুরী। যদিও এই একই বিষয় নিয়ে আরো একটি ব্লগে লিখেছি।

Actually- ভালোবাসা আর প্রেম এক নয়। অনেকেই এই ভালোবাসা আর প্রেমকে একত্রে মিলিয়ে ফেলে। অনেকে মনে করে ভালোবাসার আরেক নাম প্রেম, কিন্তু না। কখনোই না…।। আর এ জন্যই ভালোবাসা নিয়ে চিন্তা ভাবনা একেক জনের কাছে একেক রকম।

আমার কাছে ভালোবাসা আর প্রেম এর সংজ্ঞা আলাদা। যদিও এই সংজ্ঞা আমার নিজের ব্যাক্তিগত ভাবে দেওয়া। আমি এই বিষয় নিয়ে কারো সাথে মত বিরোধীতা করতে চাই না।

প্রেম কি...?? ধরুন একটা ছেলে/মেয়ে একই সাথে ৪-৫ জন মেয়ের/ছেলের সাথে একই ধরনের কথা বলতেছে। মানে ভাললাগা, ভালোবাসা এই ধরনের। একই এসএমএস, একই কথা সবাইকেই বলতেছে, সবার জন্য একই অনুভূতি। এটা ভালোবাসা না, এটা Time Pass, এটাই প্রেম। ধরুন, আপনি একজন মেয়ে / ছেলেকে ভালোবাসি বললেন। সে আপনাকে “না” করে দিলো। আপনি মনে মনে ভাবলেন আরে ব্যাপার না- একটা গেলে দশটা আসবে। যখন আপনার মনে এই ধরনের ভাবনা, চিন্তা আসবে তখন আপনি ধরেই নিতে পারেন এটা প্রেম। ভালোবাসা দশটা আসে না।


ভালোবাসা হয় একটু ভিন্ন, একটু আলাদা। যেখানে থাকে মনের ছোট ছোট ইচ্ছা, আশা, ভালোলাগা, আবেগ সব কিছু। একজন মানুষকে নিয়েই সারাক্ষণ ভাবা, তাকেই নিয়ে স্বপ্ন বোনা, মনের মাঝে তার ছবি আকা, তার ভাললাগা – খারাপ লাগা সব কিছু নিজের মনে গেঁথে নেওয়া। ভালোবাসা এমন যা কখনো শেষ হয় না। মেয়েটি বা ছেলেটি না করে দিলো আর ভালোবাসা শেষ হয়ে গেলো…!!! ভালোবাসা মোটেই এমন নয়।। সে আপনাকে না করে দিলো আর আপনি আরেক জনকে ভালোবাসি বললেন তাহলে আগের জনকে কি ভালবাসলেন…??? সে না করে দিলো কিন্তু আপনি তাকেই ভালবেসে গেলেন, তার পথ চেয়েই বসে রইলেন, তার অপেক্ষাতেই রইলেন। তাকে হাজার ভাবে, হাজার উপায়ে বুঝাতে চেষ্টা করলেন তাকে আপনি কতোটা ভালোবাসেন এটার নামই ভালোবাসা।।

ভালোবাসাটা একদিনে হুট করে হয় না। অনেক দিন সময় লাগে। একদিন - দুইদিন, একমাস-দুই মাস নয়…!! কয়েক মাস, এমনকি বছরও লাগতে পারে। তখন আপনার অনুভুতিই আপনাকে বলে দিবে আপনি তাকে ভালবাসেন। আপনার চোখে, মুখেই ফুটে উঠবে তার প্রতি ভালোবাসা। তখন আপনার মাথায় আর অন্য কোন চিন্তা, অন্য কোন ভাবনা আসবেই না। অন্য যাই ভাবতে যান না কেন তার কথাই মনে পরবে। উঠতে, বসতে, ঘুমোতে, পড়তে বসেন আর যাই করুন না কেন তার মুখটাই ফুটে উঠবে আপনার চোখের সামনে। তখন আপনি নিজের অজানতেই বলবেন যে তাকে আপনি ভালোবাসেন, শুধু ভালোবাসেন বললে ভুল হবে; অনেক গভীর ভাবে ভালোবাসেন।।

ভালোবাসা এমন একটি জিনিস যা যখন আসে তখন আপনার মনে, অন্তরে, রক্ত মাংসে মিশে যাবে। বিন্দু পরিমাণ একটু ভাললাগা থেকে কখন যে এতো ভালবেসে ফেলেছেন বুঝতেই পারবেন না।
ভালোবাসার সব চেয়ে বড় দিকটি হলো আপনি তার জন্য কত দিন অপেক্ষা করতে পারলেন। আপনার ভালোবাসা যতোটা গভীর হবে আপনার অপেক্ষায় থাকার কষ্টটা ততোটাই কম হবে।

যদি ভেবে থাকেন যে গাছ লাগালেন আজ আর কাল-ই ফল পেয়ে যাবেন তাহলে আপনার চিন্তাভাবনা ভুল। ভালোবাসেন এটা আপনার মনের মাঝে গাঁথতে হবে, শুধু নিজের মাঝে রাখলেই চলবে না; যাকে ভালোবাসেন তার কাছেও প্রকাশ করতে হবে। আর আপনার এই প্রকাশ করাটা যে সরাসরি বলতেই হবে এমন কিন্তু নয়। ভালোবাসা এমনিতেই প্রকাশ পাবে আপনার কথায়, আপনার ব্যাবহারে, আপনার প্রতিটা পলকে। ভালোবাসা প্রকাশ পাবে তার প্রতি আপনার সন্মানবোধ থেকে, তাকে আপনি কতোটা Importance- দেন তার উপর। আপনি তাকে কতোটা ভালোবাসেন তার উপর-ই নির্ভর করবে আপনি তার ভালোবাসা পাবেন কিনা, তার মনে জায়গা নিতে পারবেন না।

“ভালোবাসা, প্রেম নয়। ভালোবাসা শুধুই ভালোবাসা।”