দেখিস ঠিকই মুছে যাবো,
তোর শত অনুযোগের মাঝে হাঁফ ছেড়ে..।
.
তোর চোখের কোণে ফাঁকি দিয়ে,
নির্ঘুম চোখে কান্না আঁকার ক্লান্ত প্রতিশ্রতি নিয়ে জাগবি।
.
আমি ঠিকই হারিয়ে যাবো,
মুছে যাবো পৃথিবী থেকে।
তুই তখন আকুল হয়ে কাঁদবি..!!
.
আর আমি,
এইতো যাচ্ছি মুছে,
দেখিস ঠিকই মুছে যাবো তোর চোখের কোণে।
.
হঠাৎ ফাঁকি দিয়ে,
তুই ভীষণ একলা রবি।
আমি সত্যিই মরে যাবো নিঃশ্চুপ অন্ধকারে..।।
যখন তুই ঘুমিয়ে রবি।
তোর শত অনুযোগের মাঝে হাঁফ ছেড়ে..।
.
তোর চোখের কোণে ফাঁকি দিয়ে,
নির্ঘুম চোখে কান্না আঁকার ক্লান্ত প্রতিশ্রতি নিয়ে জাগবি।
.
আমি ঠিকই হারিয়ে যাবো,
মুছে যাবো পৃথিবী থেকে।
তুই তখন আকুল হয়ে কাঁদবি..!!
.
আর আমি,
এইতো যাচ্ছি মুছে,
দেখিস ঠিকই মুছে যাবো তোর চোখের কোণে।
.
হঠাৎ ফাঁকি দিয়ে,
তুই ভীষণ একলা রবি।
আমি সত্যিই মরে যাবো নিঃশ্চুপ অন্ধকারে..।।
যখন তুই ঘুমিয়ে রবি।
Post a Comment