প্রিয় রঙ বলে আসলে কিছু নেই। বিয়ের কনের কাছে লাল শাড়ি ভাল লাগলেও লাল রক্ত ভাল লাগবে না। লাল শাড়ি স্বপ্নের প্রতীক হলেও লাল রক্ত ভয়ের প্রতীক।
হয়তো কোন দোকানে গিয়ে হলুদ টিশার্ট পছন্দ করলেন কিন্তু গাড়ি কেনার সময় এই রঙটাই অসহ্য লাগবে। প্রিয় রঙের ঝামেলা থেকে বাঁচতে অনেকেই কালো রঙ বেছে নেয়। তবে তার ঘরের দেয়ালে এই রঙ লাগাতে বললে অবশ্যই সে নিষেধ করবে। প্রিয় রঙ বলে আসলেই কিছু নেই। ব্যাপারটি এক ধরনের ক্ষেত্র বিশেষ। ভিন্ন ভিন্ন বস্তু আপনার ভিন্ন ভিন্ন রঙে ভাল লাগছে।
সময় বলেও আসলে কিছু নেই। সূর্য উঠেও না। নামেও না। আমরাই চারদিকে ঘুরি।
সময় চলতেই থাকবে...।
অন্য ভাবে চিন্তা করলে পৃথিবী সৃষ্টির আগেও সময় ছিল। একে ঘড়ি দিয়ে হিসেব করে ফায়দা নেই। ঘড়ি ইতিহাস কিছুই এটাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে না। সময় চলতে থাকবে অমীমাংসিত কোন রহস্যে।
বিষয়টা সহজ মনে করলে সহজ। জটিল মনে করলে জটিল।
প্রিয় মানুষ বলেও আসলে কিছু নেই। ব্যাপারটা ক্ষেত্র বিশেষ। আজ যে মানুষটিকে খুব কাছের বলে মনে হচ্ছে ; মানুষটির সাথে পরিচয় না হলে এমনটা হত না।
যেমনঃ পেট ওয়ালা ট্রাক ড্রাইভার পানের ফিক ফেললো। এই দৃশ্য দেখে কোন সুন্দরী ' ইয়াক ' করে উঠল। ঠিক এই মেয়েটির জন্মই যদি ঐ ড্রাইভারের ঘরে হতো তাহলে ঐ মানুষটিকেই তার মনে হতো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।
আজ যে মানুষটাকে ভালবাসতেছেন, যাকে নিয়ে জীবনের স্বপ্ন বুনতেছেন সেই মানুষটার প্রতি কিন্তু একদিনে ভালোবাসা জন্মায়নি, তার প্রতি অনুভূতি গুলো কিন্তু একদিনে হয় নি। দিনের পর দিন হয়েছে। তার সাথে যদি আপনার ভালোবাসা না হতো তাহলে কিন্তু তার জন্য আপনার মনে কোন অনুভূতি, ভাললাগা কাজ করতো না। কিন্তু আজ সে আপনার স্বপ্ন। আপনার স্বপ্নের পথের পথিক।
প্রিয় মানুষ ব্যাপারটা আসলে আপেক্ষিক, ক্ষেত্র বিশেষ।
জন্মের পর পৃথিবীর কেউই প্রিয় এবং অপ্রিয় থাকে না। আমরাই কাউকে প্রিয় এবং কাউকে অপ্রিয় বানিয়ে ফেলি। মনে জায়গা সেভাবেই দেই।
আসলে আমারা কি চাই বা করি তা আমরা অনেক সময় নিজেরাই জানিনা।
হয়তো কোন দোকানে গিয়ে হলুদ টিশার্ট পছন্দ করলেন কিন্তু গাড়ি কেনার সময় এই রঙটাই অসহ্য লাগবে। প্রিয় রঙের ঝামেলা থেকে বাঁচতে অনেকেই কালো রঙ বেছে নেয়। তবে তার ঘরের দেয়ালে এই রঙ লাগাতে বললে অবশ্যই সে নিষেধ করবে। প্রিয় রঙ বলে আসলেই কিছু নেই। ব্যাপারটি এক ধরনের ক্ষেত্র বিশেষ। ভিন্ন ভিন্ন বস্তু আপনার ভিন্ন ভিন্ন রঙে ভাল লাগছে।
সময় বলেও আসলে কিছু নেই। সূর্য উঠেও না। নামেও না। আমরাই চারদিকে ঘুরি।
সময় চলতেই থাকবে...।
অন্য ভাবে চিন্তা করলে পৃথিবী সৃষ্টির আগেও সময় ছিল। একে ঘড়ি দিয়ে হিসেব করে ফায়দা নেই। ঘড়ি ইতিহাস কিছুই এটাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে না। সময় চলতে থাকবে অমীমাংসিত কোন রহস্যে।
বিষয়টা সহজ মনে করলে সহজ। জটিল মনে করলে জটিল।
প্রিয় মানুষ বলেও আসলে কিছু নেই। ব্যাপারটা ক্ষেত্র বিশেষ। আজ যে মানুষটিকে খুব কাছের বলে মনে হচ্ছে ; মানুষটির সাথে পরিচয় না হলে এমনটা হত না।
যেমনঃ পেট ওয়ালা ট্রাক ড্রাইভার পানের ফিক ফেললো। এই দৃশ্য দেখে কোন সুন্দরী ' ইয়াক ' করে উঠল। ঠিক এই মেয়েটির জন্মই যদি ঐ ড্রাইভারের ঘরে হতো তাহলে ঐ মানুষটিকেই তার মনে হতো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।
আজ যে মানুষটাকে ভালবাসতেছেন, যাকে নিয়ে জীবনের স্বপ্ন বুনতেছেন সেই মানুষটার প্রতি কিন্তু একদিনে ভালোবাসা জন্মায়নি, তার প্রতি অনুভূতি গুলো কিন্তু একদিনে হয় নি। দিনের পর দিন হয়েছে। তার সাথে যদি আপনার ভালোবাসা না হতো তাহলে কিন্তু তার জন্য আপনার মনে কোন অনুভূতি, ভাললাগা কাজ করতো না। কিন্তু আজ সে আপনার স্বপ্ন। আপনার স্বপ্নের পথের পথিক।
প্রিয় মানুষ ব্যাপারটা আসলে আপেক্ষিক, ক্ষেত্র বিশেষ।
জন্মের পর পৃথিবীর কেউই প্রিয় এবং অপ্রিয় থাকে না। আমরাই কাউকে প্রিয় এবং কাউকে অপ্রিয় বানিয়ে ফেলি। মনে জায়গা সেভাবেই দেই।
আসলে আমারা কি চাই বা করি তা আমরা অনেক সময় নিজেরাই জানিনা।
Post a Comment