রাগ - অভিমান - কষ্ট
কতো গুলো বিষয় কিন্তু ভাষায় ব্যক্ত করা যায়না এর মধ্যে চমৎকার একটা জিনিস হলো যেকোনো ধরনের মানসিক অনুভূতি। এই যেমন -আনন্দ কি , মিষ্টি অনুভূতি কি ? এগুলো ভাষায় প্রকাশ দেয়া দুষ্কর। তবে, অনেক কবি-সাহিত্যিকই চেষ্টা করেন প্রকাশ দেওয়ার। যেমন আনন্দের ক্ষেত্রে হয়তো বলবেন "আনন্দ হলো সাগরের উপর দিয়ে উড়ে চলা পাখি ...কিংবা সাগরের বিশাল চোখ । অথবা, শিশির ভেজা ঘাসের উপর একফোটা শিরির কণা।" বা আরো ভয়ংকর কিছুও হতে পারে।
রাগ আর অভিমান ভিন্ন দুটি মানসিক অনুভুতি। রাগের সাথে হিংসাত্মক মনোভাব জড়িত থাকে। রাগ হলে একজন মানুষ অনেক কিছু করতে পারে। রাগ দুই ধরনের হয়; প্রকাশিত রাগ এবং অপ্রকাশিত রাগ। যারা রাগ সহজেই প্রকাশ করে তারা সাধারণত ভাল মানুষ হয়ে থাকে, আবার কিছু মানুষ আছে যারা রাগ প্রকাশ করে না কিন্তু গোপনে অনেক বড় ক্ষতি করার জন্য তৈরী থাকে। রাগ কাছে বা দুরের দুই ধরনের মানুষের সাথেই করা যায়। তবে কাছের মানুষের সাথে রাগ করলে সে রাগ আসতে আসতে অভিমানে পরিণত হয়, সেখানে থাকে কিছুটা ভালোবাসাও, কিছুটা অভিমানও।
অভিমান; রাগ থেকে সম্পূর্ণ আলাদা একটি অনুভুতি। কাছের লোকের উপরই কেবল অভিমান করা যায়। অভিমানের ক্ষেত্রে কারো উপর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে ,সেই সাথে থাকে কিছু কষ্ট। আর রাগের ক্ষেত্রে এসব কিছু নেই, শুধু রাগই থাকে। রাগের ক্ষেত্রে কোন কষ্ট থাকে না। কিন্তু অভিমান বিষয়টা ভিন্ন; খুব আপন মানুষের সাথেই শুধু অভিমান করা যায়। এতোটাই আপন যে অভিমানটা ভেঙ্গে দিতে পারে। অভিমানের সাথে অধিকার নামক একটি ব্যাপার থাকে, অর্থাৎ যার উপর অধিকার আছে তার সাথেই শুধু অভিমান করা যায়। যার কাছ থেকে কিছু পাবার আশা আছে,অথবা যাকে কিছু দেবার আশা আছে অভিমান তো তারই উপর করা যায়।
অভিমান এবং রাগের মাঝে সবচেয়ে বড় একটি পার্থক্য হলো; অভিমান শুধুমাত্র কাছের মানুষের উপরেই করা যায় কিন্তু রাগ যেকোনো ব্যক্তির সাথেই করা যায়।অভিমানে লুকিয়ে থাকে সুপ্ত ভালোবাসা, অনুযোগ, প্রাপ্তির আশা, কিছুটা অভিনয়। কিন্তু রাগে মিশে থাকে প্রচন্ড ক্ষোভ, অজ্ঞতা, প্রত্যাশা, হিংসা বা প্রতিহিংসা। অভিমানে একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবার আকাঙ্খা থাকে এবং ঠিক হয়ে যাওয়ার পর আগের চেয়ে আপনত্ব বেড়ে যায়। কিন্তু রাগে প্রতিশোধ গ্রহণের ইচ্ছা থাকে। একটা সময় রাগটা চলে গেলেও মনে একটা দাগ রয়েই যায়। অভিমানে মিশে থাকে মনের হাজারও ভালোবাসা, হাজারও অনুভূতি; কিন্তু রাগে সে রকম কিছুই থাকে না।
কষ্টের বিষয়টা এই দু’টো অনুভূতি এর উপরই নির্ভর করে। এর সংজ্ঞাটা একটু ভিন্ন। কষ্ট তখন হয় যখন কিছু প্রত্যাশা করে পাওয়া যায় না, হোক সেটা অতি ক্ষুদ্র, অতি নগণ্য। প্রত্যাশা কিন্তু সবার কাছে করা যায় না। প্রত্যাশা তাদের কাছেই করি যাদের আমরা আপন ভাবি, যাদেরকে আমরা আপনত্বের অধিকার দিয়েছি। আর যখন এই ক্ষুদ্র ইচ্ছা, আশা, প্রত্যাশা অপুর্ন রয়ে যায় তখন তার প্রতি মনে এক ধরনের অভিমানের সৃষ্টি হয়, এক ধরনের কষ্টের অনুভূতি হয়। এই কষ্টের অনুভূতি থেকেই কষ্টের সৃষ্টি হয়। কিন্তু যার উপর আমরা রাগ করি সেখানে তেমন কষ্ট থাকে না বা এমন কষ্ট থাকে যা অসীম। খুব কম - খুব বেশি এই দু’টো জিনিসই একটা সময় বড় কিছু ঘটার জন্য দায়ী থাকে।।
রাগ আর অভিমান ভিন্ন দুটি মানসিক অনুভুতি। রাগের সাথে হিংসাত্মক মনোভাব জড়িত থাকে। রাগ হলে একজন মানুষ অনেক কিছু করতে পারে। রাগ দুই ধরনের হয়; প্রকাশিত রাগ এবং অপ্রকাশিত রাগ। যারা রাগ সহজেই প্রকাশ করে তারা সাধারণত ভাল মানুষ হয়ে থাকে, আবার কিছু মানুষ আছে যারা রাগ প্রকাশ করে না কিন্তু গোপনে অনেক বড় ক্ষতি করার জন্য তৈরী থাকে। রাগ কাছে বা দুরের দুই ধরনের মানুষের সাথেই করা যায়। তবে কাছের মানুষের সাথে রাগ করলে সে রাগ আসতে আসতে অভিমানে পরিণত হয়, সেখানে থাকে কিছুটা ভালোবাসাও, কিছুটা অভিমানও।
অভিমান; রাগ থেকে সম্পূর্ণ আলাদা একটি অনুভুতি। কাছের লোকের উপরই কেবল অভিমান করা যায়। অভিমানের ক্ষেত্রে কারো উপর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে ,সেই সাথে থাকে কিছু কষ্ট। আর রাগের ক্ষেত্রে এসব কিছু নেই, শুধু রাগই থাকে। রাগের ক্ষেত্রে কোন কষ্ট থাকে না। কিন্তু অভিমান বিষয়টা ভিন্ন; খুব আপন মানুষের সাথেই শুধু অভিমান করা যায়। এতোটাই আপন যে অভিমানটা ভেঙ্গে দিতে পারে। অভিমানের সাথে অধিকার নামক একটি ব্যাপার থাকে, অর্থাৎ যার উপর অধিকার আছে তার সাথেই শুধু অভিমান করা যায়। যার কাছ থেকে কিছু পাবার আশা আছে,অথবা যাকে কিছু দেবার আশা আছে অভিমান তো তারই উপর করা যায়।
অভিমান এবং রাগের মাঝে সবচেয়ে বড় একটি পার্থক্য হলো; অভিমান শুধুমাত্র কাছের মানুষের উপরেই করা যায় কিন্তু রাগ যেকোনো ব্যক্তির সাথেই করা যায়।অভিমানে লুকিয়ে থাকে সুপ্ত ভালোবাসা, অনুযোগ, প্রাপ্তির আশা, কিছুটা অভিনয়। কিন্তু রাগে মিশে থাকে প্রচন্ড ক্ষোভ, অজ্ঞতা, প্রত্যাশা, হিংসা বা প্রতিহিংসা। অভিমানে একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবার আকাঙ্খা থাকে এবং ঠিক হয়ে যাওয়ার পর আগের চেয়ে আপনত্ব বেড়ে যায়। কিন্তু রাগে প্রতিশোধ গ্রহণের ইচ্ছা থাকে। একটা সময় রাগটা চলে গেলেও মনে একটা দাগ রয়েই যায়। অভিমানে মিশে থাকে মনের হাজারও ভালোবাসা, হাজারও অনুভূতি; কিন্তু রাগে সে রকম কিছুই থাকে না।
কষ্টের বিষয়টা এই দু’টো অনুভূতি এর উপরই নির্ভর করে। এর সংজ্ঞাটা একটু ভিন্ন। কষ্ট তখন হয় যখন কিছু প্রত্যাশা করে পাওয়া যায় না, হোক সেটা অতি ক্ষুদ্র, অতি নগণ্য। প্রত্যাশা কিন্তু সবার কাছে করা যায় না। প্রত্যাশা তাদের কাছেই করি যাদের আমরা আপন ভাবি, যাদেরকে আমরা আপনত্বের অধিকার দিয়েছি। আর যখন এই ক্ষুদ্র ইচ্ছা, আশা, প্রত্যাশা অপুর্ন রয়ে যায় তখন তার প্রতি মনে এক ধরনের অভিমানের সৃষ্টি হয়, এক ধরনের কষ্টের অনুভূতি হয়। এই কষ্টের অনুভূতি থেকেই কষ্টের সৃষ্টি হয়। কিন্তু যার উপর আমরা রাগ করি সেখানে তেমন কষ্ট থাকে না বা এমন কষ্ট থাকে যা অসীম। খুব কম - খুব বেশি এই দু’টো জিনিসই একটা সময় বড় কিছু ঘটার জন্য দায়ী থাকে।।