সম্পর্কের সঠিক সংজ্ঞা দেওয়া কখনোই সম্ভব নয়, ব্যাক্তি ভেদে সংজ্ঞা ভিন্ন হয়। সম্পর্ক মানেই শুধু একটি ছেলে মেয়ের মাঝে ভালোবাসা তা কিন্তু হয়। সম্পর্ক বাবা- মা, ভাই - বোন, বন্ধু সবার সাথেই। কিন্তু এই সম্পর্ক গুলো ভিন্ন ভিন্ন ভাবে হয়, কোন সম্পর্কের সাথে কোন সম্পর্কের মিল নেই। বাবা- মা'র সাথে যে সম্পর্ক আর ভাই-বোনের সাথে যে সম্পর্ক সেটা কখনোই এক নয়। কিন্তু আমরা অনেক সময় সম্পর্কের তুলনা করে ফেলি আর যার ফলে অনেক ভুল কিছুর মুখোমুখি হই।
যখন তুমি একটা মানুষের সাথে সম্পর্কে জড়াবে, তখন তার ভালো দিক এবং খারাপ দিক এই সব কিছুই তোমার সাথে জড়িয়ে যাবে। তার সব কিছুই তখন তোমার ভাললাগবে কিন্তু ঐ জিনিস গুলো অন্য কারো মাঝে থাকলেও তা ভাললাগবে না। ঐ মানুষটার ভালো দিক গুলো যেমন তোমাকে ভালো অনুভূতি দিবে, মানুষটার খারাপ দিক গুলোও তোমাকে কষ্ট দিবে...এটাই নিয়ম। কারণ তার সব কিছুই তোমার উপরও বিরাজ করবে, তোমার মনেও ঘটবে, তোমার মনকেও নাড়া দিবে, মনে সুখের আবেশ ছড়াবে, কষ্টের অনুভূতি দিবে।
নিরবচ্ছিন্ন, একটানা, স্থায়ী সুখ কোথাও নেই। সুখের পর কষ্ট, কষ্টের পর সুখ আসবে এটাই নিয়ম, এটাই বাস্তবতা। একটা মানুষের কাছ থেকে তুমি দিনে ২৪ ঘন্টা টানা ভালো ব্যবহার নাও পেতে পারো। ব্যস্ত পৃথিবীতে এমন অনেক কিছু ঘটতে থাকে, ঘটে যার কারণে একটা মানুষের মাথা ঠান্ডা থাকে না, মাথা ঠিক থাকে না। এটা বুঝতে হবে।
আশেপাশের পরিস্থিতির জন্য অনেক সময় মানুষ ভুল আচরণ করে। জীবনে বহুবার বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।।এই পরিস্থিতিটা কাছের মানুষ গুলোকে জানতে হয়, বুঝতে হয় এবং সেই অনুযায়ী React করতে হয়। এইটুকু না বুঝলে কাছের মানুষ আর বাহিরের অপরিচিত মানুষের মধ্যে কোন পার্থক্য থাকে না। যারা কাছের মানুষ তাদেরকে না বললেও বুঝে ফেলে এর পিছনের কারণটা, পরিস্থিতিটা।
যখন তোমার কাছের মানুষটা তোমার সাথে ভুল কোন আচরণ করছে, অস্বাভাবিক কিছু বলছে তখন বোঝার চেষ্টা করো কেন এমন করছে, এর পিছনের কারণটা কি। রাগের বিপরীতে রাগ করা কখনোই কোন সমাধান নয়। পরে মাথা ঠান্ডা হলে তাকে বুঝাও, সে বুঝবে। তাকে না বুঝালেও মাথা ঠান্ডা হলে, পরিস্থিতি ঠিক হলে সে এমনিতেও বুঝবে।
শুধুমাত্র কথা কাটাকাটি কিংবা ঝগড়ার কারণে আমি বেশ কিছু সুন্দর সম্পর্ক ভাঙতে দেখেছি। খুব তুচ্ছ কারণে সম্পর্ক ভেঙ্গে গিয়েছে। অনেক ভালো সম্পর্ক, অনেক ভালো বন্ধুত্ব এই ছোট ছোট ভুল বোঝাবোঝির জন্য চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে।
আমি খুব অবাক হই, বিষ্মিত হই। রাগ, ঝগড়া, কথা কাটাকাটি - এগুলো ছাড়া কোন সম্পর্ক হয় না। আর এগুলোর জন্যই সম্পর্ক নষ্ট হচ্ছে...!!! যেই মা-বাবা এর সাথে আমাদের সবচেয়ে সুন্দর সম্পর্ক, তাদের সাথেও ছোটবেলা থেকে অনেকবার অনেক রাগারাগি, কথা কাটাকাটি হয়ে গেছে। জীবনে বহুবার চিন্তা করেছি, বাসা থেকে চলে যাবো। পারি নি, কেউই পারবে না।। চলে যাওয়া কি এত সহজ ; এতো বড় একটা সম্পর্কের বাধন ছিঁড়ে...??!!
যে মানুষটা সামান্য রাগের কারণে, কষ্টের কারণে, তর্কের জন্য কাছের মানুষটাকে কে ফেলে রেখে চলে আসে, সে আসলে কি চায় ?? সে নিরবচ্ছিন্ন সুখ চায়। সে চায়, কেউ কোনদিন তাকে রাগ দেখাবে না, তাকে কষ্ট দিবে না। সে একজন খাঁটি শুদ্ধ মানুষ চায়। সে একজন Perfect মানুষ চায়।।
বিশ্বাস করুন, পৃথিবীতে কোন Perfect- মানুষ নেই। আপনি আজকে মানুষটার সামান্য ভুলের জন্য তাকে ছেড়ে অন্য কোথাও সুখ খুজছেন ?? খুব বড় ভুল করছেন...।।
সোনা (Gold) যেমন 24 caret- এ গয়না হয় না যদি একটু খাঁদ না মিশানো হয়। মানুষও তেমনি; দোষ- ভুল নিয়েই মানুষ। শুদ্ধি মানুষ বলতে কিছু নেই।
তন্নতন্ন করে খুঁজেও তুমি কোথাও কোন Perfect মানুষ পাবে না। এই মূহুর্তে তোমার কাছে যাকে Perfect মনে হচ্ছে সময় গড়ালেই দেখবে, কোথাও না কোথাও তার কোন দোষ অবশ্যই আছে, কিছু ভুল অবশ্যই বের হবে। Satisfaction- জিনিসটা একান্তই তোমার নিজের, তোমার ব্যাক্তিগত। তুমি কিসে, কিভাবে Satisfied- তা একমাত্র তুমিই জানো। আর এই Satisfaction- জিনিসটাই তোমার মনের যোগান দিবে, মনকে মানাবে।
যখন তুমি একটা মানুষের সাথে সম্পর্কে জড়াবে, তখন তার ভালো দিক এবং খারাপ দিক এই সব কিছুই তোমার সাথে জড়িয়ে যাবে। তার সব কিছুই তখন তোমার ভাললাগবে কিন্তু ঐ জিনিস গুলো অন্য কারো মাঝে থাকলেও তা ভাললাগবে না। ঐ মানুষটার ভালো দিক গুলো যেমন তোমাকে ভালো অনুভূতি দিবে, মানুষটার খারাপ দিক গুলোও তোমাকে কষ্ট দিবে...এটাই নিয়ম। কারণ তার সব কিছুই তোমার উপরও বিরাজ করবে, তোমার মনেও ঘটবে, তোমার মনকেও নাড়া দিবে, মনে সুখের আবেশ ছড়াবে, কষ্টের অনুভূতি দিবে।
নিরবচ্ছিন্ন, একটানা, স্থায়ী সুখ কোথাও নেই। সুখের পর কষ্ট, কষ্টের পর সুখ আসবে এটাই নিয়ম, এটাই বাস্তবতা। একটা মানুষের কাছ থেকে তুমি দিনে ২৪ ঘন্টা টানা ভালো ব্যবহার নাও পেতে পারো। ব্যস্ত পৃথিবীতে এমন অনেক কিছু ঘটতে থাকে, ঘটে যার কারণে একটা মানুষের মাথা ঠান্ডা থাকে না, মাথা ঠিক থাকে না। এটা বুঝতে হবে।
আশেপাশের পরিস্থিতির জন্য অনেক সময় মানুষ ভুল আচরণ করে। জীবনে বহুবার বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।।এই পরিস্থিতিটা কাছের মানুষ গুলোকে জানতে হয়, বুঝতে হয় এবং সেই অনুযায়ী React করতে হয়। এইটুকু না বুঝলে কাছের মানুষ আর বাহিরের অপরিচিত মানুষের মধ্যে কোন পার্থক্য থাকে না। যারা কাছের মানুষ তাদেরকে না বললেও বুঝে ফেলে এর পিছনের কারণটা, পরিস্থিতিটা।
যখন তোমার কাছের মানুষটা তোমার সাথে ভুল কোন আচরণ করছে, অস্বাভাবিক কিছু বলছে তখন বোঝার চেষ্টা করো কেন এমন করছে, এর পিছনের কারণটা কি। রাগের বিপরীতে রাগ করা কখনোই কোন সমাধান নয়। পরে মাথা ঠান্ডা হলে তাকে বুঝাও, সে বুঝবে। তাকে না বুঝালেও মাথা ঠান্ডা হলে, পরিস্থিতি ঠিক হলে সে এমনিতেও বুঝবে।
শুধুমাত্র কথা কাটাকাটি কিংবা ঝগড়ার কারণে আমি বেশ কিছু সুন্দর সম্পর্ক ভাঙতে দেখেছি। খুব তুচ্ছ কারণে সম্পর্ক ভেঙ্গে গিয়েছে। অনেক ভালো সম্পর্ক, অনেক ভালো বন্ধুত্ব এই ছোট ছোট ভুল বোঝাবোঝির জন্য চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে।
আমি খুব অবাক হই, বিষ্মিত হই। রাগ, ঝগড়া, কথা কাটাকাটি - এগুলো ছাড়া কোন সম্পর্ক হয় না। আর এগুলোর জন্যই সম্পর্ক নষ্ট হচ্ছে...!!! যেই মা-বাবা এর সাথে আমাদের সবচেয়ে সুন্দর সম্পর্ক, তাদের সাথেও ছোটবেলা থেকে অনেকবার অনেক রাগারাগি, কথা কাটাকাটি হয়ে গেছে। জীবনে বহুবার চিন্তা করেছি, বাসা থেকে চলে যাবো। পারি নি, কেউই পারবে না।। চলে যাওয়া কি এত সহজ ; এতো বড় একটা সম্পর্কের বাধন ছিঁড়ে...??!!
যে মানুষটা সামান্য রাগের কারণে, কষ্টের কারণে, তর্কের জন্য কাছের মানুষটাকে কে ফেলে রেখে চলে আসে, সে আসলে কি চায় ?? সে নিরবচ্ছিন্ন সুখ চায়। সে চায়, কেউ কোনদিন তাকে রাগ দেখাবে না, তাকে কষ্ট দিবে না। সে একজন খাঁটি শুদ্ধ মানুষ চায়। সে একজন Perfect মানুষ চায়।।
বিশ্বাস করুন, পৃথিবীতে কোন Perfect- মানুষ নেই। আপনি আজকে মানুষটার সামান্য ভুলের জন্য তাকে ছেড়ে অন্য কোথাও সুখ খুজছেন ?? খুব বড় ভুল করছেন...।।
সোনা (Gold) যেমন 24 caret- এ গয়না হয় না যদি একটু খাঁদ না মিশানো হয়। মানুষও তেমনি; দোষ- ভুল নিয়েই মানুষ। শুদ্ধি মানুষ বলতে কিছু নেই।
তন্নতন্ন করে খুঁজেও তুমি কোথাও কোন Perfect মানুষ পাবে না। এই মূহুর্তে তোমার কাছে যাকে Perfect মনে হচ্ছে সময় গড়ালেই দেখবে, কোথাও না কোথাও তার কোন দোষ অবশ্যই আছে, কিছু ভুল অবশ্যই বের হবে। Satisfaction- জিনিসটা একান্তই তোমার নিজের, তোমার ব্যাক্তিগত। তুমি কিসে, কিভাবে Satisfied- তা একমাত্র তুমিই জানো। আর এই Satisfaction- জিনিসটাই তোমার মনের যোগান দিবে, মনকে মানাবে।
Post a Comment