সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। তাই জানালার পাশে চুপচাপ বসে আছি। এভাবে করেই আজকের সকালটি কাটিয়ে দিলাম। আর অনুভব করার চেষ্টা করলাম একটি বৃষ্টি মুখোর সকালকে। এই বৃষ্টি গুলো ভাললাগে। ভালোলাগার মতো অনেক কিছু আছে এই বৃষ্টি ভেজা সকালে। বৃষ্টির রিমঝিম শব্দে যখন ভোরের ঘুম ভাঙ্গে তখন সে সকালটা হয় আরো মধুর। শুনেছি বৃষ্টি ভেজা সকালে প্রিয়জনের ফোন পেয়ে ঘুম ভাঙ্গাটা নাকি সোভাগ্য, সেই সকালটা নাকি আরও বেশি মধুর হয়। বৃষ্টির ছন্দে ছন্দে প্রিয় মানুষটির সাথে কথা বলা, মন বিনিময় করা। মনের সাথে মন বৃষ্টির ছন্দে প্রকাশ পায়। কিন্তু প্রিয়জন নামক সেই সোভাগ্যটা এখনো আমার কাছে এসে ধরা দেয়নি।
এ মুহূর্তে আমি যা অনুভব করছি তা কী করে প্রকাশ করবো...?? এই অনুভূতিটা নিজের মনের মধ্যেই সীমাবদ্ধ। আমিতো কবি নই। যদি কবি হতাম তাহলে এখনই রবীন্দ্রনাথের মতো লিখে ফেলতাম একটি কবিতা, লিখে ফেলতাম একটি ছন্দ। সমস্ত আকাশ এমন কালো মেঘে ছেয়ে গেছে, দেখে মনে হচ্ছে আমি এক ঘন কালো অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়ে আছি। মেঘে ঢাকা আকাশটাকে মনের মধ্যে জমে থাকা কালো মেঘের সাথে কিছুটা মিলানোর চেষ্টা করলাম। আকাশ কি সত্যি মন বোঝে, মন খারাপের অর্থ বোঝে, মনের কথা বোঝে...!!!
মন বোঝা অতো সহজ না। তবে কিছু মন বোঝা যায়, কিছু চোখের ভাষা পড়া যায়, কিছু কথার ধারা উপলব্ধি করা যায়।
এ মুহূর্তে আমি যা অনুভব করছি তা কী করে প্রকাশ করবো...?? এই অনুভূতিটা নিজের মনের মধ্যেই সীমাবদ্ধ। আমিতো কবি নই। যদি কবি হতাম তাহলে এখনই রবীন্দ্রনাথের মতো লিখে ফেলতাম একটি কবিতা, লিখে ফেলতাম একটি ছন্দ। সমস্ত আকাশ এমন কালো মেঘে ছেয়ে গেছে, দেখে মনে হচ্ছে আমি এক ঘন কালো অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়ে আছি। মেঘে ঢাকা আকাশটাকে মনের মধ্যে জমে থাকা কালো মেঘের সাথে কিছুটা মিলানোর চেষ্টা করলাম। আকাশ কি সত্যি মন বোঝে, মন খারাপের অর্থ বোঝে, মনের কথা বোঝে...!!!
মন বোঝা অতো সহজ না। তবে কিছু মন বোঝা যায়, কিছু চোখের ভাষা পড়া যায়, কিছু কথার ধারা উপলব্ধি করা যায়।
Post a Comment