আমাদের জীবনের ভাললাগা- খারাপ লাগার বেশির ভাগই নিজের চেয়ে অন্যের উপর নির্ভর করে। খুব ছোট্ট কোন কারনেই মন খারাপও হয়ে যায় আবার খুব ছোট্ট কোন কারনেই মন ভালো হয়ে যায়। এই ভালোলাগা, খারাপ- লাগাটা কিন্তু নিজের উপর নির্ভর করে না। সময় ভেদে মানুষও পরিবর্তন হয়।
বাল্যকালে ভাললাগা-খারাপ লাগা বাবা-মা, ভাই-বোনের উপর নির্ভর করে, আসতে একটু বড় হওয়ার সাথে সাথে বন্ধু-বান্ধব যোগ হয়। সময় বাড়তে বাড়তে যদি সে কাউকে ভালোবেসে ফেলে তখন তার এই ভালোলাগা-খারাপ লাগাটা নির্ভর করে ঐ ভালোবাসার মানুষটির উপর আর বিবাহিত জীবনে নির্ভর করে স্ত্রী, সন্তানের উপর, পুরো পরিবারের উপর।
যখন আপনার ভালোলাগা খারাপ লাগাটা আরেকটি মানুষের উপর নির্ভর করবে তখন আপনার সব কিছুই অন্য একজনের নিয়ন্ত্রণে চলে যাবে। তখন আপনার মাঝে আপনি থাকলেও আপনার মনকে Control-করবে অন্য একজন মানুষ। এই সময়টা তখন হয় যখন আপনি কাউকে ভালবেসে ফেলবেন, মনের মনি কোঠায় তাকে জায়গা দিবেন, কাউকে মন থেকে বন্ধুত্বের সর্বোচ্চ আসনে বসাবেন।
একটা সময় আপনি বুঝতে পারবেন ঐ একটা মানুষের জন্যই আপনার চিন্তা হচ্ছে, ঐ মানুষটাকে নিয়েই আপনি ভাবছেন, ঐ মানুষটা ভালো থাকলে আপনিও ভালো আছেন, ঐ মানুষটার ছোট্ট বিপদের কথা শুনেই আপনি অস্থির হয়ে যাচ্ছেন, ঐ মানুষটার অনুপস্থিতির মুহূর্তই আপনাকে সবচেয়ে বিষন্নতা, মন খারাপের চরম পর্যায়ে নিয়ে যায়। ঐ একটি মানুষের একটু উপস্থিতিতে আপনার মুখে হাঁসি ফোটে, মনে আনন্দের বন্যা বয়ে যায়। যখন আপনার খুব বেশি মন খারাপ থাকবে খেয়াল করে দেখুন তখন আপনার ঐ মানুষটার কথাই মনে পড়বে, ঐ মানুষটার কথাই ভাববেন। মন খারাপের সময় প্রিয়জনের কথাই প্রথমে মনে পড়ে, বেশি মনে পড়ে।
যার উপর আপনার ভাললাগা-খারাপ লাগা, আপনার মনের হাঁসি কান্না নির্ভর করে সে আর কেউ নয়, আপনার সবচেয়ে কাছের মানুষ। এ রকম অনুভূতি সবার জন্য আসে না, সবার জন্য আসা সম্ভবও নয়।
যখন নিজের ভাললাগা, খারাপ লাগা আরেকজন মানুষের উপর নির্ভর করে তখন খুব কম সময়ই ভালো থাকা হয়। কারণ, হয়তো তাকে আপনি বুঝাতে পারেন না যে তার জন্য আপনার আজ মন খারাপ, হয়তো সে বুঝেও অবুঝ হয়ে থাকে, হয়তো তার এই কথা - ব্যবহারের জন্য যে আপনার মন খারাপ হতে পারে সেটা সে বুঝতেই পারেন না বা গুরত্বই দেয় না। তখন অনেকটা কাঠের পুতুলের মতো অবস্থা হয়।
কারো জন্য যদি আপনার মনে শূন্যতা সৃষ্টি হয়, তার অনুপস্থিতি যদি আপনার মনকে অস্থির করে তোলে, শূন্যতার সৃষ্টি করে তাহলে বুঝে নিবেন সে আপনার অনেক কাছের, অনেক আপন একজন মানুষ। সেই একমাত্র মানুষ যার উপস্থিতিতে আপনি ভালো থাকবেন, হাজার মানুষের ভিড়েও আপনি যে একাকীত্বে ভুগতেন সেই একজন মানুষের উপস্থিতিতেই একাকীত্ব দূর হবে। ভালোথাকাটা এই একটি মানুষের হাত ধরেই, এই মানুষটাকে ঘিরেই। আপনার মনের প্রবাহ, গতিবেগ এই মানুষটাকে ঘিরেই।
আপনার অনুপস্থিতিতে যখন আরেকজন মানুষের মনে আপনার জন্য অসীম শূন্যতার সৃষ্টি হয় তখন বুঝে নিবেন আপনি পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান/ভাগ্যবতী একজন মানুষ।
"He or She really Care about You, Your emotion and badly Care about your Single Moment."
বাল্যকালে ভাললাগা-খারাপ লাগা বাবা-মা, ভাই-বোনের উপর নির্ভর করে, আসতে একটু বড় হওয়ার সাথে সাথে বন্ধু-বান্ধব যোগ হয়। সময় বাড়তে বাড়তে যদি সে কাউকে ভালোবেসে ফেলে তখন তার এই ভালোলাগা-খারাপ লাগাটা নির্ভর করে ঐ ভালোবাসার মানুষটির উপর আর বিবাহিত জীবনে নির্ভর করে স্ত্রী, সন্তানের উপর, পুরো পরিবারের উপর।
যখন আপনার ভালোলাগা খারাপ লাগাটা আরেকটি মানুষের উপর নির্ভর করবে তখন আপনার সব কিছুই অন্য একজনের নিয়ন্ত্রণে চলে যাবে। তখন আপনার মাঝে আপনি থাকলেও আপনার মনকে Control-করবে অন্য একজন মানুষ। এই সময়টা তখন হয় যখন আপনি কাউকে ভালবেসে ফেলবেন, মনের মনি কোঠায় তাকে জায়গা দিবেন, কাউকে মন থেকে বন্ধুত্বের সর্বোচ্চ আসনে বসাবেন।
একটা সময় আপনি বুঝতে পারবেন ঐ একটা মানুষের জন্যই আপনার চিন্তা হচ্ছে, ঐ মানুষটাকে নিয়েই আপনি ভাবছেন, ঐ মানুষটা ভালো থাকলে আপনিও ভালো আছেন, ঐ মানুষটার ছোট্ট বিপদের কথা শুনেই আপনি অস্থির হয়ে যাচ্ছেন, ঐ মানুষটার অনুপস্থিতির মুহূর্তই আপনাকে সবচেয়ে বিষন্নতা, মন খারাপের চরম পর্যায়ে নিয়ে যায়। ঐ একটি মানুষের একটু উপস্থিতিতে আপনার মুখে হাঁসি ফোটে, মনে আনন্দের বন্যা বয়ে যায়। যখন আপনার খুব বেশি মন খারাপ থাকবে খেয়াল করে দেখুন তখন আপনার ঐ মানুষটার কথাই মনে পড়বে, ঐ মানুষটার কথাই ভাববেন। মন খারাপের সময় প্রিয়জনের কথাই প্রথমে মনে পড়ে, বেশি মনে পড়ে।
যার উপর আপনার ভাললাগা-খারাপ লাগা, আপনার মনের হাঁসি কান্না নির্ভর করে সে আর কেউ নয়, আপনার সবচেয়ে কাছের মানুষ। এ রকম অনুভূতি সবার জন্য আসে না, সবার জন্য আসা সম্ভবও নয়।
যখন নিজের ভাললাগা, খারাপ লাগা আরেকজন মানুষের উপর নির্ভর করে তখন খুব কম সময়ই ভালো থাকা হয়। কারণ, হয়তো তাকে আপনি বুঝাতে পারেন না যে তার জন্য আপনার আজ মন খারাপ, হয়তো সে বুঝেও অবুঝ হয়ে থাকে, হয়তো তার এই কথা - ব্যবহারের জন্য যে আপনার মন খারাপ হতে পারে সেটা সে বুঝতেই পারেন না বা গুরত্বই দেয় না। তখন অনেকটা কাঠের পুতুলের মতো অবস্থা হয়।
কারো জন্য যদি আপনার মনে শূন্যতা সৃষ্টি হয়, তার অনুপস্থিতি যদি আপনার মনকে অস্থির করে তোলে, শূন্যতার সৃষ্টি করে তাহলে বুঝে নিবেন সে আপনার অনেক কাছের, অনেক আপন একজন মানুষ। সেই একমাত্র মানুষ যার উপস্থিতিতে আপনি ভালো থাকবেন, হাজার মানুষের ভিড়েও আপনি যে একাকীত্বে ভুগতেন সেই একজন মানুষের উপস্থিতিতেই একাকীত্ব দূর হবে। ভালোথাকাটা এই একটি মানুষের হাত ধরেই, এই মানুষটাকে ঘিরেই। আপনার মনের প্রবাহ, গতিবেগ এই মানুষটাকে ঘিরেই।
আপনার অনুপস্থিতিতে যখন আরেকজন মানুষের মনে আপনার জন্য অসীম শূন্যতার সৃষ্টি হয় তখন বুঝে নিবেন আপনি পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান/ভাগ্যবতী একজন মানুষ।
"He or She really Care about You, Your emotion and badly Care about your Single Moment."
Post a Comment