Virtual Life

Virtual Life, Virtual জগত নিয়ে কিছু একটা লিখার খুব ইচ্ছা ছিল। কিন্তু কিবা লিখার আছে তা জানা নেই। ভার্চুয়াল- Life- আমার পছন্দ না সেই প্রথম থেকেই। মাঝে মাঝে মনে হয় সব কেমন যেন ভার্চুয়াল হয়ে যাচ্ছে।।ভার্চুয়াল জগত টা কেমন যেন মিথ্যা, সত্য বলতে কিছুই খুঁজে পাই না...।।
আমি খুব ছোট্ট একটি Example-দিয়ে বিষয়টাকে Clear-করবো। ১ দিসেম্বর-২০১৬ আমি Facebook-এ traveling to Darjeeling দেই। বিষয়টা তখনও এতোটা Serious-ভাবে দেখিনি কিন্তু হঠাৎ বিষয়টা আমাকে খুব ভাবিয়ে তুললো। মনে কেমন যেন খচ খচ করতে লাগলো, কেমন যেন একটা অস্থিরতায় ভুগতেছিলাম। কয়েকজন আমাকে জিজ্ঞাস করেছে হঠাৎ দেশের বাহিরে কেন, হঠাৎ India-কেন...? আমি কিছুই বলতে পারিনি। আমার আপু যখন জিজ্ঞাস করলো তখন নিজের কাছে নিজেকে খুব বেশি ছোট লাগলো, কিছুই বলতে পারতেছিলাম না। কি বলবো, এতো বড় মিথ্যা...!!! মজা করতে গিয়ে বোনের কাছে মিথ্যাবাদী হবো...!!! ভাবতে পারতেছিলাম না...বিষয়টি কিন্তু মোটেই ছোট নয়। বিষয়টি জীবনের সব চেয়ে গুরত্ব পূর্ণ বিষয় বিশ্বাস-অবিশ্বাস নিয়ে। বিশ্বাস-অবিশ্বাস কি এতোটাই তুচ্ছো...!!! না, কখনোই নয়।।
এরকম মিথ্যা হাজারটা আমরা বলি প্রতিনিয়ত। ফোনের এ প্রান্তে দাঁড়িয়ে বলছেন আপনি ঢাকা, কিন্তু আপনি তখন ঢাকার বাহিরে বা অন্য কোন জায়গায়।
আপনার মনটা কোন কারণে খুব খারাপ। Facebook-এ Status-দিলেন feeling sad, সাথে কিছু আবেগময় কথা...।। বাহহ মন খারাপের অনুভূতি প্রকাশ করা হয়ে গেলো। কতো সহজ তাই না...!!!
 Virtual Life- আমাদের সকলের সাথে Communication-কতোটা ভালো করেছে তা জানি না, কিন্তু আমার মনে হয় কাছের মানুষদের সাথে Communication gap-সৃষ্টি করেছে অনেক বেশি। এখন কেউ আড্ডা দেওয়ার প্রয়োজন মনে করে না, খেলাধুলা করার প্রয়োজন মনে করে না। সকলের সাথে Chat-তো হচ্ছেই, mobile games-তো আছেই।  একটা মানুষের সাথে ২ ঘণ্টা Chat-করুন আর ঐ মানুষটার সাথেই ১০ মিনিট এর জন্য দেখা করে কথা বলে দেখুন কোনটা ভাললাগে। দেখা করা, আড্ডা দেওয়ার মাঝে এক ধরনের মনের আত্মতৃপ্তি আছে, এক ধরনের সজীবতা আছে যা আপনি সারা দিন ফোনে কথা বলে, Chat-করেও পাবেন না।
ধরুন আজ আপনার Birth Day. সকলেই আপনাকে Facebook-এ wish করতেছে। আপনাকে ফোন করে বা Mobile-SMS খুব কম মানুষ-ই দিবে কারন বাকিরা কেউই মনে রাখেনি। মনে তারাই রাখে যারা কাছের, আপন। Facebook-এ Notification-দেখে যারা আপনাকে Wish- করতেছে তাঁরা Just Formality-দেখাচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। তাঁরা জানেও না আপনার জন্মদিন কবে, বিশ্বাস হলো না...!! তাহলে একদিন পর তাকে Ask-করে দেখুন, দেখবেন সে বলতে পারবে না।
সব কিছুরই ভালো - খারাপ দু'টি দিকই আছে। তবে কিছু জিনিসের ভালোটা জেনেও আমরা খারাপটাই বেছে নেই।
ভার্চুয়াল জগত টা মানুষের বিবেক, বুদ্ধি, সন্মান বোধ সব দিন দিন কমিয়ে দিচ্ছে।।
"A virtual life is easier than real life, but it is really no life at all."