প্রতিটা মানুষের জীবন-ই ভিন্ন, প্রতিটা মানুষের জীবনের কথা ভিন্ন।
আমি যে সব সময় Impulse / Emotional-এর উপরে চলি তা কিন্তু না। তবে আমি অতি মাত্রায় Emotional- এটা সত্য।
কাজে-কর্মে, চিন্তাভাবনায় আমি শুধু যে গোছানো তা নয়, অসম্ভব গোছানো। পান থেকে চুন খসা যাবে না এই type-এর গোছানো। ১৯-২০ হওয়া যাবে না, ১৯ হলে ১৯-ই, ২০ হলে ২০-ই। আকাশ কুসুম চিন্তা করা কখনোই ছিল না, যা এখনও নই। হয়তো হবে, হয়তো থাকবে, হয়তো / যদি এই Word গুলো আমার Dictionary-তে নেই। হয় হবে আর নয়তো না। সব সরল রেখায় হতে হবে, হতে হবে বললে ভুল হবে। হতেইই হবে...তাল মিলানো স্বভাবটা খুবই অপছন্দ, হ্যাঁ তে হ্যাঁ আর না তে না তাল মিলাতে পারি না। "হ্যাঁ" তে "না" আর "না" তে "হ্যাঁ" বলতে পারি দেখে বেশির ভাগ মানুষের কাছেই অপছন্দের পাত্র। কখন কী করবো, কতক্ষণ করবো তা আগে থেকেই ঠিক করে রাখা। Confusion-, দোটনা কখনোই কাজ করে না। কাজ করবো বলেছি মানে কাজটি আমি করবোই, করতেই হবে। দু'বার ভাবার সময় নেই। কাজটি করতে কতোটা ধকল, কষ্ট পোহাতে হবে সেটা কোন বিষয় নয়... কঠিন রুটিন। সময় ভাগ করা...
তারপরোও হঠাৎ হঠাৎ কেন জানি মাথা এলোমেলো হয়ে যায়। হঠাৎ কেমন যেন কিছু জিনিস সরল রেখা থেকে বাকা পথে চলে যায়। এতো কঠিন রুটিন থেকে কিভাবে যেন কিছু ছুটে যায়, কিছু জিনিস এদিক-সেদিক হয়ে যায়। মাঝে মাঝে উদ্ভট একেকটা কাণ্ড করে বসি। কোনো সুস্থ মাথার মানুষ যা কখনো করবে না।
মাঝে মাঝে এলোমেলো হতে ইচ্ছে করে...।।
আমি যে সব সময় Impulse / Emotional-এর উপরে চলি তা কিন্তু না। তবে আমি অতি মাত্রায় Emotional- এটা সত্য।
কাজে-কর্মে, চিন্তাভাবনায় আমি শুধু যে গোছানো তা নয়, অসম্ভব গোছানো। পান থেকে চুন খসা যাবে না এই type-এর গোছানো। ১৯-২০ হওয়া যাবে না, ১৯ হলে ১৯-ই, ২০ হলে ২০-ই। আকাশ কুসুম চিন্তা করা কখনোই ছিল না, যা এখনও নই। হয়তো হবে, হয়তো থাকবে, হয়তো / যদি এই Word গুলো আমার Dictionary-তে নেই। হয় হবে আর নয়তো না। সব সরল রেখায় হতে হবে, হতে হবে বললে ভুল হবে। হতেইই হবে...তাল মিলানো স্বভাবটা খুবই অপছন্দ, হ্যাঁ তে হ্যাঁ আর না তে না তাল মিলাতে পারি না। "হ্যাঁ" তে "না" আর "না" তে "হ্যাঁ" বলতে পারি দেখে বেশির ভাগ মানুষের কাছেই অপছন্দের পাত্র। কখন কী করবো, কতক্ষণ করবো তা আগে থেকেই ঠিক করে রাখা। Confusion-, দোটনা কখনোই কাজ করে না। কাজ করবো বলেছি মানে কাজটি আমি করবোই, করতেই হবে। দু'বার ভাবার সময় নেই। কাজটি করতে কতোটা ধকল, কষ্ট পোহাতে হবে সেটা কোন বিষয় নয়... কঠিন রুটিন। সময় ভাগ করা...
তারপরোও হঠাৎ হঠাৎ কেন জানি মাথা এলোমেলো হয়ে যায়। হঠাৎ কেমন যেন কিছু জিনিস সরল রেখা থেকে বাকা পথে চলে যায়। এতো কঠিন রুটিন থেকে কিভাবে যেন কিছু ছুটে যায়, কিছু জিনিস এদিক-সেদিক হয়ে যায়। মাঝে মাঝে উদ্ভট একেকটা কাণ্ড করে বসি। কোনো সুস্থ মাথার মানুষ যা কখনো করবে না।
মাঝে মাঝে এলোমেলো হতে ইচ্ছে করে...।।
Best Real Money Casino Apps in USA 2021 - CasinoWow
ReplyDeleteSlots Casino — One of 바카라사이트 the most recognizable online slots games around. This www.jtmhub.com game's most filmfileeurope.com recent is the Playtech 🏆 Best Real Money Casino App: febcasino SlotWolf🎁 #1 USA Casino Bonus: Risk Free Spins for $1,000🏆 Best Real communitykhabar Money Casino App: SlotsMillion