জীবনটা সম্পর্কের মায়া জালে আবদ্ধ। এই মায়া জালটাই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে, জীবনের অক্সিজেন, জীবনের বেঁচে থাকার প্রেরণা।
জীবনে তুমি নামের অনেক গুলো সম্পর্ক থাকে। তবে একটা বিশেষ তুমি জীবনটায় অনেক আলাদা অর্থ বহন করে। সে হয়তোবা প্রথম থেকেই পরিচিত থাকে না, হুট করে খুবই আচমকা এসে আঙুলের ফাকা জায়গা গুলো পূরণ করে দেয় বা হয়তো আগে থেকেই পরিচিত থাকে কিন্তু হুট করে এসে তুমি নামের অর্থটার নতুন রুপ দেয়। এই তুমি নামের সম্পর্কটার অনেক গুলো বিশেষায়িত দিক থাকে। যাকে অন্য সবার থেকে আলাদা মনে হয়, যে কখনোবা মন খারাপের কারণ হয়, কখনোবা আনন্দ জলে স্নান করায়, কখনোবা গুণ গুণ করে গান গাওয়ার কারণ হয়, কখনবা উদাস মনে একলা পথে হাটার কারণ হয়।
জীবনে তার আবির্ভাবে অগোছালো সব নিয়ম গুলো শৃঙ্খল হয়ে উটে। সাদা-মাটা স্বভাব গুলো সব বদলে যেতে শুরু করে। তুমি করে ডাকা মানুষের অভাব হয় না, কিন্তু এই একটা বিশেষ তুমিতেই যেন সব ভালোলাগা আটকে থাকে, এই তুমিতেই যেন সব খুশি লুকায়িত থাকে। এই তুমির সব পছন্দ গুলো পছন্দের আর অপছন্দ গুলোও নিজের অপছন্দের তালিকায় জায়গা করে নেয়। একসময় ভালো না লাগা জিনিসটাও হয়ে উঠে অতিপ্রিয়, কখনো কোনদিন মুখে না নেওয়া খাবারটাও যেন তখন অনেক সুস্বাদু। তখন নিজের প্রতি অন্য কারো জন্য হলেও একটু অতিরিক্ত কেয়ার চলে আসে, নিজের মাঝে অন্য কারো অস্তিত্ব অনুভব করে। রাস্তায় হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেলে নিজের দোষ না হলেও সরি বলে চলে আসতে ইচ্ছে করে, কোনদিন ফুলের সুভাষ না নেওয়া মানুষটারও ফুলের দোকান দেখলে সব গুলো ফুল কিনে নিতে ইচ্ছে জাগে, পাশ দিয়ে হেঁটে যাওয়া বকুল ফুলের মালা নিয়ে যাওয়া লোকটির কাছ থেকে সব গুলো মালা কিনে ফেলতে ইচ্ছে করে। রেস্টুরেন্টের দামি খাবার গুলোর থেকে রাস্তার পাশের ফুসকা আর চটপটি গুলো খেতে বেশি ভালো লাগে। হাতের মোবাইলটা তখন হয়ে উঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সবসময়ের খোলামেলা স্বভাবটায় একটা প্রাইভেসি চলে আসে। পরীক্ষার খাতায় নিজে থেকে দুই লাইন লিখতে না পারা ছাত্রটাও তখন কবিতা লিখতে শিখে যায়।
সবকিছুতেই একটা পরিবর্তন আসে। পছন্দের রঙে পরিবর্তন আসে, আইসক্রিমের ফ্লেভারে পরিবর্তন আসে, সাচ্ছন্দে পরা কাপড়টায় পরিবর্তন আসে, চুলের কাটে পরিবর্তন আসে, সেভ করা মুখে দাড়ি গজায়, হাটার Style-এ পরিবর্তন আসে...।। এই সব কিছুই সেই একটা বিশেষ তুমির কারণে। এই তুমিটাই তার জীবনের আল্লাদ, ইচ্ছা, পূর্ণতা, জীবনের রং...।। এই তুমিটার জন্যই মানুষ বেঁচে থাকে, বেঁচে থাকার আশা জাগায়, জীবন স্বপ্ন দেখে...।।
জীবনে তুমি নামের অনেক গুলো সম্পর্ক থাকে। তবে একটা বিশেষ তুমি জীবনটায় অনেক আলাদা অর্থ বহন করে। সে হয়তোবা প্রথম থেকেই পরিচিত থাকে না, হুট করে খুবই আচমকা এসে আঙুলের ফাকা জায়গা গুলো পূরণ করে দেয় বা হয়তো আগে থেকেই পরিচিত থাকে কিন্তু হুট করে এসে তুমি নামের অর্থটার নতুন রুপ দেয়। এই তুমি নামের সম্পর্কটার অনেক গুলো বিশেষায়িত দিক থাকে। যাকে অন্য সবার থেকে আলাদা মনে হয়, যে কখনোবা মন খারাপের কারণ হয়, কখনোবা আনন্দ জলে স্নান করায়, কখনোবা গুণ গুণ করে গান গাওয়ার কারণ হয়, কখনবা উদাস মনে একলা পথে হাটার কারণ হয়।
জীবনে তার আবির্ভাবে অগোছালো সব নিয়ম গুলো শৃঙ্খল হয়ে উটে। সাদা-মাটা স্বভাব গুলো সব বদলে যেতে শুরু করে। তুমি করে ডাকা মানুষের অভাব হয় না, কিন্তু এই একটা বিশেষ তুমিতেই যেন সব ভালোলাগা আটকে থাকে, এই তুমিতেই যেন সব খুশি লুকায়িত থাকে। এই তুমির সব পছন্দ গুলো পছন্দের আর অপছন্দ গুলোও নিজের অপছন্দের তালিকায় জায়গা করে নেয়। একসময় ভালো না লাগা জিনিসটাও হয়ে উঠে অতিপ্রিয়, কখনো কোনদিন মুখে না নেওয়া খাবারটাও যেন তখন অনেক সুস্বাদু। তখন নিজের প্রতি অন্য কারো জন্য হলেও একটু অতিরিক্ত কেয়ার চলে আসে, নিজের মাঝে অন্য কারো অস্তিত্ব অনুভব করে। রাস্তায় হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেলে নিজের দোষ না হলেও সরি বলে চলে আসতে ইচ্ছে করে, কোনদিন ফুলের সুভাষ না নেওয়া মানুষটারও ফুলের দোকান দেখলে সব গুলো ফুল কিনে নিতে ইচ্ছে জাগে, পাশ দিয়ে হেঁটে যাওয়া বকুল ফুলের মালা নিয়ে যাওয়া লোকটির কাছ থেকে সব গুলো মালা কিনে ফেলতে ইচ্ছে করে। রেস্টুরেন্টের দামি খাবার গুলোর থেকে রাস্তার পাশের ফুসকা আর চটপটি গুলো খেতে বেশি ভালো লাগে। হাতের মোবাইলটা তখন হয়ে উঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সবসময়ের খোলামেলা স্বভাবটায় একটা প্রাইভেসি চলে আসে। পরীক্ষার খাতায় নিজে থেকে দুই লাইন লিখতে না পারা ছাত্রটাও তখন কবিতা লিখতে শিখে যায়।
সবকিছুতেই একটা পরিবর্তন আসে। পছন্দের রঙে পরিবর্তন আসে, আইসক্রিমের ফ্লেভারে পরিবর্তন আসে, সাচ্ছন্দে পরা কাপড়টায় পরিবর্তন আসে, চুলের কাটে পরিবর্তন আসে, সেভ করা মুখে দাড়ি গজায়, হাটার Style-এ পরিবর্তন আসে...।। এই সব কিছুই সেই একটা বিশেষ তুমির কারণে। এই তুমিটাই তার জীবনের আল্লাদ, ইচ্ছা, পূর্ণতা, জীবনের রং...।। এই তুমিটার জন্যই মানুষ বেঁচে থাকে, বেঁচে থাকার আশা জাগায়, জীবন স্বপ্ন দেখে...।।
Post a Comment