মনের কথন
পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। নদীর ওপারের ঘাস বেশি সবুজ এটা ভাবার কোনো কারন নেই। মানুষের হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না, তেমনই প্রতিটা মানুষ, মানুষের ধরণ, মানুষের মন এক নয়।
কেউ কেউ নিজের ভাললাগা, খারাপ লাগা, কষ্ট গুলো খুব সহজেই হর-হর করে বলে দিতে পারে। নিজের কষ্টের কথা অনেক উপায়ে, অনেক অঙ্গ-ভঙ্গীতে প্রকাশ করতে পারে। আবার অনেকেই আছে যারা হাজার কষ্ট পেলেও মুখ ফুটে বলতে পারে না, বলতে পারে না যে সে কতোটা কষ্ট পেয়েছে, মনে কতোটা আঘাত লেগেছে। তবে সেও কষ্ট পায় অনেক বেশি কষ্ট পায় কিন্তু সে কখনোই চায় না যে তাকে কষ্ট দিলো, যার কারণে কষ্ট পেলো তাকে বুঝতে দিতে, জানতে দিতে। কষ্ট পাওয়ার পর সে চুপ হয়ে যায়, একদম চুপ, স্তব্ধ হয়ে যায়। কিন্তু বাহিরে কিছুই প্রকাশ পায় না, কখনো পাবেও না। শুধু তার মন-ই জানে কতোটা কষ্ট, আঘাত সে পেয়েছে।
কষ্টের কথা প্রকাশ করে কি হবে যদি সে নাই বোঝে যে তার কথার জন্য, তার ব্যবহারে সে এতোটা কষ্ট পেয়েছে।
আমাদের মাঝে চিন্তা ভাবনায় একটু ভুল আছে। যারা খুব সহজে মনের কথা, নিজের কথা, নিজের কষ্টের কথা প্রকাশ করতে পারে আমরা তাদের ভাবি তাঁরাই একমাত্র Emotional-, তাদেরই একমাত্র মন আছে। কিন্তু বাস্তবিক অর্থে আসলেই কি তাই...?? এমনো তো হতে পারে সে Acting-করছে, এমনো তো হতে পারে সে Just-আপনাকে দেখানোর জন্য কাজ গুলো করছে। আসলে মানুষ যা প্রকাশ করে সেটাকেই আমরা বেশি গুরত্ব দেই, আসল সত্যটা কি সেটা খুব কমই লক্ষ্য করি। সে বাহিরে যা প্রকাশ করছে আর তার মনে কি আছে এই দু'টো জিনিস খুব কমই মিলানোর চেষ্টা করি।
"আমি তাদের দলে যারা প্রকাশ করতে পারে না বা জানে না...।।"
প্রকাশ করাটাই কি সব...!!?? যে মানুষটা প্রকাশ করতে পারলো না তার কি মন নেই...?? তার কি কষ্ট হয় না...?? তার কি কান্না পায় না...?? নাকি সে মানুষই না...?? তার মনও আছে, কষ্টও হয়, কান্নাও পায় কিন্তু সে তা সবার সামনে প্রকাশ করতে ইচ্ছুক না। এমনকি যে মানুষটা তাকে কষ্ট দিলো, কথা শুনালো তার সামনেও না।
একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আপনি একটু আগে যে কথাটা এই মানুষটাকে বললেন বা যে ব্যবহারটা করলেন তার জন্য হয়তো সে কান্না করেছে যা আপনি দেখেন নি বা সে আপনাকে দেখাতে চায়নি। শুধু এ জন্য যে আপনিও হয়তো কষ্ট পাবেন, আপনারও হয়তো মন খারাপ হয়ে যাবে। একটু পর সেই মানুষটাই যখন আপনার সামনে এসে হাঁসি মুখে কথা বললো আর আপনি ভেবে নিলেন যে তার কিছুই হয় নি, কষ্টও লাগেনি !!! এই ভাবনাটাই সব চেয়ে বড় ভুল। আপনি যদি সত্যি বোঝার চেষ্টা করতেন যে সে কষ্ট পেয়েছে কিনা বা কতোটা কষ্ট পেয়েছে তাহলে একটু লক্ষ করলেই দেখতে পেতেন তার গলার স্বর ভেজা, তার চোখের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন তার চোখ লাল, চোখ দু'টো ভেজা, সে আপনার দিকে তাকিয়ে কথা বলতে পারচ্ছে না। আপনার সামনে এসে হাসি মুখে কথা বলার আড়ালে তার কান্নাটা আপনার চোখ দেখলো না। এই মানুষ গুলোর হাসির আড়ালে যে কতো কষ্ট লুকায়িত থাকে তা আপনি বুঝতে পারবেন না বা বোঝার চেষ্টাও করবেন না কখনো। এই মানুষ গুলো বাহিরে যতোটাই কঠিন দেখাক না কেন, ভিতরে খুবই নরম, খুব বেশিই কোমল। তাদের মনে আঘাত পেলেও তাঁরা হাঁসি মুখে কথা বলতে জানে। এই মানুষ গুলো জানে কিভাবে কষ্ট লুকোতে হয়, নিজেকে আড়াল করতে হয়, এই মানুষ গুলোর কষ্ট সহনীয় ক্ষমতা অনেক বেশি।
এই মানুষ গুলোই সবার চোখে Hard Type, Emotional Less-মানুষ হিসেবে সু-পরিচিত থাকে। কেউ জানে না তাদের মনে কতোটা Emotion-রয়েছে। আবেগ সব সময় প্রকাশ করা যায় না বা পায় না। এই মানুষটা হয়তো এটা ভাবে যে কেউ একজন তার না বলা কথা, অপ্রকাশিত চোখের ভাষা বুঝবে...