যাকে তুমি ছেড়ে দেবে, তাকে একবারে ছেড়েই দাও। খুব সোজা বাংলায় তাকে বলে দাও- "তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই"।
দিনের পর দিন একটা মানুষ কে একটু একটু করে Ignore করার কোনো মানে হয় না । ভদ্রতা বজায় রাখতে গিয়ে তিলে তিলে কাউকে কষ্ট দেয়াটা খুবই বাজে একটা কাজ ।। যে এটার মুখোমুখি হয় সেই একমাত্র বোঝে কতোটা কষ্ট এটা মেনে নিতে।
তার চেয়ে বরং অভদ্র হয়ে সোজা সাপটা বলে দাও। ঝুলিয়ে রেখো না তাকে...।। হয়তো সে সাময়িক কষ্ট পাবে কিন্তু একটা সময় নিজেকে মানিয়ে নিতে পারবে।

একটা মানুষ টানা ফোন করে যাচ্ছে তোমাকে সকাল বিকাল, তোমার খোঁজ নিচ্ছে। তুমি দেখেও না দেখার ভান করে ফোনটা বিছানায় ফেলে রাখছো ।
রিং বেজে যাচ্ছে ...🎶
মেসেজ আসছে, এসএমএস না দেখে এড়িয়ে গেলে। হয়তো তুমি তার এসএমএস না দেখে অন্য কারো সাথে Busy বা অন্য কাউকে নিয়ে Busy...হয়তো তুমি অন্য কারো চিন্তায়, অন্য কারো কল্পনায় উদাসীন...।।
আর যে মানুষটি তোমাকে Continue Call, SMS- দিয়ে যাচ্ছে সে তোমার চিন্তায় অস্থির হয়ে ছটফট করচ্ছে..।। একটি বারও কি তার জায়গায় নিজেকে দ্বাড় করিয়ে দেখেছো কেমন লাগতে পারে তার, কতোটা কষ্টের অনুভূতি নিজে নিজে সহ্য করে ছটফট করছে...??  

যখন তার মুখোমুখি দেখা হলো--
হাসি মুখে খুব ভালোমানুষি করে বললেঃ
"আমি অসুস্থ ছিলাম, খারাপ লাগতেছিল, ফোন silent ছিল, ঘুমিয়ে পড়েছিলাম আর কিছু অজুহাত।
তাই ফোন ধরা হয় নি, মেসেজ চেক করি নি। Sorry"

ঐ মানুষটা তোমার মুখের হাসি দেখে কষ্ট ভুলে ভরসা পেলো, কষ্ট সব ভুলে গেলো...।। তোমাকে কাছের মানুষই ভেবে বসে থাকলো...।। মনে মনে তোমায় নিয়ে স্বপ্নের পাহাড় গড়ে তুললো।
অথচ তুমি তো তাকে কাছের মানুষ ভাবো না। তুমি দূরে দূরে থেকে কাছের মানুষ হওয়ার অভিনয় করছো মাত্র...।।
কাজটা করা ঠিক না তোমার..একদমই ঠিক না। এটা অন্যায়...।।
যদি পাশেই না থাকো তাহলে দয়া করে "পাশে আছি" বলে কাউকে মিথ্যা ভরসা দিয়ো না...।। সরাসরি বলে দাও সত্যটা...।।

তুমি নিজেও জানো না, তুমি একজন ঠান্ডা মাথার খুনি...।।
মিথ্যে আশা দিয়ে, অপেক্ষায় রেখে রেখে শেষে তুমি একটা মানুষকে মানসিক ভাবে খুন করছো..।। সে মানসিক ভাবে কতোটা ভেঙ্গে পড়ছে দিন দিন তা তুমি কল্পনাও করতে পারবে না...।।

দিনের পর দিন কারো মনে তোমার জন্য বিন্দু বিন্দু মিথ্যে Expectation- জমতে দিয়ে এক সময় সেই Expectation- এর সমুদ্রে তাকে ডুবিয়ে মারার কোন অধিকার তোমার নেই...।। তাকে মানসিক ভাবে মেরে ফেলে কি লাভ হবে তোমার, কি সুখ পাবে তুমি...?? কিন্তু তার অনেক ক্ষতি হবে। এমনো হতে পারে তার জীবনে আর সুখ নামের জিনিসটাই আর আসবে না, হারিয়ে যাবে স্বপ্ন নামের জিনিসটা, হারিয়ে যাবে সুখ।
নিজেকে প্রশ্ন করোতো একটি বার...।। তোমার সাথে একই ঘটনা যদি ঘটে, তুমি তার জায়গায় আর সে তোমার যায়গায়...তখন তোমার কেমন লাগবে ভেবে দেখতো একটি বার।।

এখন তোমার জন্য কেউ অপেক্ষা  করে আছে,  কেউ তোমার খোঁজ নেয়ার জন্য পাগল হয়ে আছে বলেই তুমি তাকে Ignore করার সুযোগ পাচ্ছো।
কারো দুর্বলতার জন্য তাকে অবহেলা করার এই সাহস টুকুই একদিন তোমার ভয়ের কারণ হবে...।


MARI themes

Powered by Blogger.