প্রথম মৃত্যু
অনুভূতি গুলো আজ মৃত প্রায়,
ঝড়ে যাওয়া ফুলের মতো,
অবহেলায় আজ ইচ্ছেরা পড়ে রয় ..
চোখ ঝাপসা হয়েছে আজ নোনা জ্বলে,
স্বপ্নের লাশে ঘুণপোকারা বাসা বেধেছে মনে,
নেই কোন আর্তনাদ, নেই কোন হাহাকার,
নেই কোন ভয়…।।
হয়তো ক্ষাণিক পরেই এসে দাঁড়াবে -
মনের প্রথম মৃত্যু বা জীবনের শেষ অস্তিত্বের…।।
চাইনাতো আমি সুখের রাজ্যে ঘেরা রঙিন ছটায় আলোক বাতি,
আমি রবো সবার গল্প কাহিনীতে হয়ে নিস্তব্ধতার সাথী ।।
চন্দনের ধূপের সে বাসরের থেকে,
মাটির বুকেই করে নিবো আপন,
“মৃত্যু”- আমার দুয়ারে আজ তোমার নিমন্ত্রণ।
প্রতিদিন বার বার মরিবার থেকে আজ আপনি করিবো এ জীবন সমর্পণ ।।
একটু একটু করে জ্বলতে থাকা আশার প্রদীপ,
দমকা হাওয়ায় আজ নিভে যাক চিরতরে,
নিভে যাক মনের গভীর থেকে গহীনে...
আমি জ্বলে নিঃশেষ হয়েও এভাবেই রয়ে যাবো অগোচরে ।।
সন্ধ্যার সুখ তাঁরায় আমার স্মরণে কারো কাঁদিবে না মন,
হবে না এতোটুকু শূন্যতা, এতোটুকু না পাওয়ার বেদনা…।।
এজনম আমার বৃথাই গেল তাই সুখ গুলো করে যাবো দান ।
কারে বলিবো দাও ঠাই আমায়,
তোমার বুকে না হোক দু' চরণে দাও আশ্রয়,
ভালোবাসা না হয় লুটাবো তোমার চরণে হাজার বার…।।
এ আমার শেষ মিনতি রাখো তুমি একটি বার...
চির-বিদায়ের কালে পিছু ফিরে দেখি,
মায়ার বাঁধনে কেউ বাঁধেনি আমায়, বাঁধেনি কেউ মনের ঢোরে,
সবই সময়ের পরাজয়, মনের বড় পরাজয় ।।
কত ভোরের প্রার্থনা আমার বিফলে দিও নাকো সবি,
যাবার কালে দাও এতটুকু অধিকার মোরে-- হৃদয়ে ছবি আঁকি একবার,
ঝাপসা হোক তবু আমার …।।
ওগো মৃত্যু এসো আজ আমার দুয়ারে,
রইলো তোমার নিমন্ত্রন,
আজ মোরে দাও মুক্তি জীবন থেকে,
গ্রহণ করো এ জীবন সমর্পণ চিরতরে...।।
ঝড়ে যাওয়া ফুলের মতো,
অবহেলায় আজ ইচ্ছেরা পড়ে রয় ..
চোখ ঝাপসা হয়েছে আজ নোনা জ্বলে,
স্বপ্নের লাশে ঘুণপোকারা বাসা বেধেছে মনে,
নেই কোন আর্তনাদ, নেই কোন হাহাকার,
নেই কোন ভয়…।।
হয়তো ক্ষাণিক পরেই এসে দাঁড়াবে -
মনের প্রথম মৃত্যু বা জীবনের শেষ অস্তিত্বের…।।
চাইনাতো আমি সুখের রাজ্যে ঘেরা রঙিন ছটায় আলোক বাতি,
আমি রবো সবার গল্প কাহিনীতে হয়ে নিস্তব্ধতার সাথী ।।
চন্দনের ধূপের সে বাসরের থেকে,
মাটির বুকেই করে নিবো আপন,
“মৃত্যু”- আমার দুয়ারে আজ তোমার নিমন্ত্রণ।
প্রতিদিন বার বার মরিবার থেকে আজ আপনি করিবো এ জীবন সমর্পণ ।।
একটু একটু করে জ্বলতে থাকা আশার প্রদীপ,
দমকা হাওয়ায় আজ নিভে যাক চিরতরে,
নিভে যাক মনের গভীর থেকে গহীনে...
আমি জ্বলে নিঃশেষ হয়েও এভাবেই রয়ে যাবো অগোচরে ।।
সন্ধ্যার সুখ তাঁরায় আমার স্মরণে কারো কাঁদিবে না মন,
হবে না এতোটুকু শূন্যতা, এতোটুকু না পাওয়ার বেদনা…।।
এজনম আমার বৃথাই গেল তাই সুখ গুলো করে যাবো দান ।
কারে বলিবো দাও ঠাই আমায়,
তোমার বুকে না হোক দু' চরণে দাও আশ্রয়,
ভালোবাসা না হয় লুটাবো তোমার চরণে হাজার বার…।।
এ আমার শেষ মিনতি রাখো তুমি একটি বার...
চির-বিদায়ের কালে পিছু ফিরে দেখি,
মায়ার বাঁধনে কেউ বাঁধেনি আমায়, বাঁধেনি কেউ মনের ঢোরে,
সবই সময়ের পরাজয়, মনের বড় পরাজয় ।।
কত ভোরের প্রার্থনা আমার বিফলে দিও নাকো সবি,
যাবার কালে দাও এতটুকু অধিকার মোরে-- হৃদয়ে ছবি আঁকি একবার,
ঝাপসা হোক তবু আমার …।।
ওগো মৃত্যু এসো আজ আমার দুয়ারে,
রইলো তোমার নিমন্ত্রন,
আজ মোরে দাও মুক্তি জীবন থেকে,
গ্রহণ করো এ জীবন সমর্পণ চিরতরে...।।