কিছু সময় আমরা কিছু খুঁজি, তবে সেটা মানুষের মাঝে। মানুষটার সবকিছুই ঠিক আছে। তার ভালোবাসার মধ্যেও কোন ভেজাল নেই, নেই কোন ছলচাতুরী। তোমাকে যেভাবে কেয়ার করা উচিত, তুমি যে রকম চাও ঠিক সেভাবেই তোমার কেয়ার করে আসতেছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়- তার প্রতি তোমার বিন্দুমাত্র কোন অনুভূতি কাজ করে না, কোন দিক থেকেই না। তার জন্য তোমার মনে একটু জায়গাও প্রসারিত হয় না, তার অনুপস্থিতে কখনো তার জন্য শূন্যতা অনুভব করো না, তার কোন কিছুই তুমি মন থেকে অনুভব করতে পারো না।
যে হাসলে তোমার দু'চোখ আনন্দে জুড়ে যাওয়ার কথা, সেখানে তোমার বিরক্তি আসে। যে কাঁদলে তোমার চোখে পানি চলে আসার কথা, সেখানে তোমার বুকে বিন্দুমাত্র কম্পন হয় না। বিন্দু পরিমান মনে খারাপ লাগার অনুভুতি হয় না। যে একদিন ফোন না দিলে তোমার অস্থির হয়ে যাওয়ার কথা, তার ফোনের অপেক্ষায় ব্যাকুল হয়ে যাওয়ার কথা, কেন ফোন দিলো না এই দুঃচিন্তায় অস্থির হয়ে যাওয়ার কথা...সেখানে তুমি মনে মনে আরো খুশি হও। সে ফোন না দিলেও তোমার মনে হয় না কিছু, কোন শূন্যতা অনুভব করো না। কথা না বলে থাকার যে একটা আকুলতা তা অনুভব করো না। যে তোমার পাশে থাকলে মন ভালো হয়ে যাওয়ার কথা, তোমার মনের প্রতিটা স্পন্ধন জেগে উঠার কথা সেখানে তোমার দম বন্ধ হয়ে আসে। তার জন্য তোমার মনের কোন অনুভূতি প্রকাশ পায় না।
এই বিষয় গুলো কখন ঘটে ...?? হয় তুমি কাউকে অসম্ভব রকমের ভালোবাসো কিন্তু তুমি তাকে পাবে না আর নয়তো কাউকে অনেক ভালোবেসেছিলে কিন্তু তাকে পাওনি...।। এই দুইটি বিষয়ই তোমাকে অনুভূতি শূন্য করে দিয়েছে, তোমার মনের মধ্যে শূন্যতা এনে দিয়েছে।
কিন্তু ভুলটা তুমি এখন করচ্ছো...যাকে তুমি পাবে না বা যে চলে গিয়েছে তাকে নিয়েই বারবার নিজের মনের মাঝে স্বপ্ন বুনে। এই স্বপ্ন বুনা তোমাকে কষ্টই দিবে শুধু, সুখ এনে দিতে পারবে না। একটা সময় তুমি আর শূন্যতায় ডুবে যাবে আর এর জন্য দায়ী তুমি নিজেই। নিজেকে প্রশ্ন করো মিথ্যে স্বপ্নের পিছনে ছুটবে...?? নাকি যে তোমার জন্য স্বপ্ন বুনচ্ছে, তোমার হওয়ার জন্য স্বপ্ন দেখচ্ছে...তুমি তার কাছে গিয়ে তার স্বপ্ন সত্যি করবে...??
যাকে ভালো লাগে, তাকে বিনাকারণেই ভালো লাগে। ভালোলাগা থেকেই তার প্রতি অনুভূতি, তার প্রতি Expectation-বাড়তে থাকে। আর যাকে ভালো লাগে না, তার শত ভালো কাজ দেখলেও ভালো লাগে না। যাকে ভালোবাসতে ইচ্ছা হয়, সে ভালো না বাসলেও ইচ্ছা করে। সে শত খারাপ হলেও, খারাপ কাজ করলেও, খারাপ ব্যবহার, অবহেলা - অনাদর, Ignore-করে গেলেও তাকেই ভালবাসতে ইচ্ছা করে। আবার যাকে ভালোবাসতে ইচ্ছা করে না, সে ভালোবাসতে বাসতে মরে গেলেও ইচ্ছা করে না। সে ভালোবাসা যতো স্বচ্ছ, পবিএ-ই হোক না কেন। যাকে ভাললাগে তার প্রতিটা কাজই ভাললাগে, প্রতিটা কাজই ভালোবাসা যায়...।।
এই বিষয় গুলোর জন্য আসলে কাউকে দোষ দেওয়া যায় না। পুরোটাই মনের উপর নির্ভর করে। তোমাকেই বুঝে নিতে হবে তুমি কাকে চাও, মন কি চায়। তোমাকে যে চায় তাকে চাও...?? নাকি যাকে তুমি কখনোই পাবে না, যে কখনোই তোমার হবে না তাকে...!?
মন এমনই এক মেশিন যার কন্ট্রোল আমাদের কাছে থাকে না। মন তার নিজ ইচ্ছায় চলতে থাকে। আমরা মনকে বাঁধতে চাইলেও পারি না। যদি মনের কন্ট্রোল আমাদের কাছে থাকতো, তাহলে কারো জন্য কারো মনে কষ্টের অনুভুতি হতো না, গভীর রাতে জেগে জেগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো না, ঘুমানোর জন্য ঘুমের বড়ি হাতে নেওয়া লাগতো না...।।
মন এমনই এক মেশিন যার কন্ট্রোল আমাদের কাছে থাকে না। মন তার নিজ ইচ্ছায় চলতে থাকে। আমরা মনকে বাঁধতে চাইলেও পারি না। যদি মনের কন্ট্রোল আমাদের কাছে থাকতো, তাহলে কারো জন্য কারো মনে কষ্টের অনুভুতি হতো না, গভীর রাতে জেগে জেগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো না, ঘুমানোর জন্য ঘুমের বড়ি হাতে নেওয়া লাগতো না...।।
পৃথিবীতে এমন কিছু কিছু কাজ আছে যা তার নিয়মের উপর বাঁধা। যেখানে শত রুলস প্রয়োগ করলেও সেই নিয়মের বাহিরে যাওয়া যায় না। তেমনি কিছু কিছু সত্যিকারের ভালোবাসাও তার যথাযথ মর্যাদা পায় না। কিছু ভালোবাসা পথের খোঁজে পথ হারায়, কিছু পথ শুরুতেই শেষ হয়ে যায়, অনেক সময় শুরু হওয়ার আগেই...।। তুমি ভালোবাসাটাকে, ঐ মানুষটাকে যতই মর্যাদা দিতে যাও না কেন কোন লাভ হয় না, হবে না।। হয়তো মানুষটা তোমার হাতের রেখায় নেই আর নয়তো সে তোমায় চায় না।
যে তোমার নয়, সে তোমার কোন দিনেই হবে না। যে তোমার হাতের রেখায় নেই, তাকে কখনো হাতের রেখায় বন্দি করতে পারবে না। অনেক সময় হাতের রেখার চেয়ে ঐ মানুষটার মনের উপর নির্ভর করে, ঐ মানুষটার মনের চাওয়ার উপর নির্ভর করে। ঐ মানুষটা যদি তোমাকে চায় আর তোমার অনুভূতি যদি তার প্রতি কাজ করে, তাকে চায় তবে জেনে রাখো সে তোমারই।
আবার যে তোমার হবে, সে দশঘাটের জ্বল খেয়ে হলেও তোমারই হবে, তোমার কাছেই আসবে। তোমার হাতের রেখায় যে রয়েছে তাকে খুঁজতে হবে না, সে নিজেই তোমার হাতের রেখায় টুপ করে বন্দি হয়ে যাবে !!
মনে রেখো- "তুমি যাকে চাও তার চেয়ে তোমাকে যে চায় তার কাছেই তুমি সব চেয়ে বেশি সুখী হবে, ভালো থাকবে...।।"
মনে রেখো- "তুমি যাকে চাও তার চেয়ে তোমাকে যে চায় তার কাছেই তুমি সব চেয়ে বেশি সুখী হবে, ভালো থাকবে...।।"
তোমরা হারিয়ে যেতে পার অস্তিত্ব বিলীন হতে পারে কিন্তু তোমাদের রেখে যাওয়া স্মৃতি কাব্য উক্তি প্রেরণা মুছে যাবে না হারাবে না, বিলীন হবে না। হয়তো তোমাদেরই মতো আর অনেক নবাগত আগুন্তুক আছে যারা এই স্মৃতি যন্ত্রনা ভরা লেখাগুলোকে নতুন করে তুলে ধরবে, সাজাবে, নতুনত্ব দিবে, ভিন্ন স্থানে প্রকাশ করবে,, মানুষের অন্তরে পৌঁছে দিবে।। যুগ যুগ ধরে তারা সবাই হারাবে কিন্তু এগুলো কখনও হারাবে না।। __অজানা পথিক__
ReplyDeleteঠিক বলেছেন...।
Delete