মাঝে মাঝে পরাধীন হতে ইচ্ছা করে। কেউ একজন আমার স্বাধীনতাকে নিজের করে নিবে, আর আমাকে করবে পরাধীন। যে পরাধীনতা তেই আমি আমার সুখ খুঁজে নিবো। মাঝে মাঝে ইচ্ছে করে কেউ একজন একটু আমার খোঁজ রাখুক, কেউ একটু শাসনের শুরে কথা বলুক, কেউ একটু ভালবাসায় আগলিয়ে রাখুক...।। কেউ একজন থাকুক যে আমায় নিয়ে ভাবুক, আমার অনুপস্থিতি একটু মন থেকে অনুভব করুক, কেউ একজন থাকুক...।। কেউ একজন অন্তত কাছে ডাকুক।
কেউ একজন থাকুক যার কাঁধে ক্লান্তির অবসর বিকেলে মাথাটা নিঃদ্বিধায় রাখা যায়, ঘামে ভেজা মুখটা যার আচলে নিঃদ্বিধায় মুছে নেওয়া যায়। একটু অধিকার থাকুক যে অধিকারের জন্য তার হাতটি ধরে নির্জন পথে খালি পায়ে হাঁটা যায়...।। একটু ভালোবাসার টান থাকুক যার জন্য রাগিয়ে থাকতে পারবে না, অভিমান ভুলে ভালোবাসার টানে কাছে ছুটে আসবে। আমার অনুপস্তিতি, আমার শূন্যতা তার মনে একটু হলেও চিন্তার রেষ আনুক, একটু হলেও ভাবুক...।।
আমারও যে মন আছে কেউ একটু বুঝুক...।।
Alarm- দিয়ে রাখতে রাখতে আমি ক্লান্ত। মাঝে মাঝে ইচ্ছে করে কেউ একজনের ফোনের Call- এ আমার ঘুম ভাঙ্গুক। তার ঘুম জড়ানো কণ্ঠে আমার ঘুম ভাঙ্গুক। কারো মনে আমার জায়গাটা একটু হলেও থাকুক...।।
কেউ কাছে এসে কানে কানে বলুক "ভালোবাসি"।
আমার মনে তাকে নিয়ে যে কবিতার ঝড় তুলতে ইচ্ছে করে সেটা কেউ পাশে থেকে বুঝুক...।।
আমারও যে ইচ্ছে করে চলার পথে হঠাৎ থেমে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলতে---
"আমার স্বপ্ন আজ
এলোমেলো বাতাসে ডানা মেলে
আমার এ মন খুজে তোমায়।"
মাঝে মাঝে যে আমরো প্রেমিক হতে ইচ্ছে করে...। আমারও যে বলতে ইচ্ছে করে-- আমি আর তুমি মিলেই "আমরা", আমাদের স্বপ্ন, আমাদের অস্থিত্ব, আমাদের ভালোবাসা...।।
বাদলা দিনে তার দেখা না পেয়ে আমারও যে বলতে ইচ্ছে করে--
"তুমি যদি না দেখা দাও কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা...??"
বৃষ্টি হলে আমারও যে কাউকে বলতে ইচ্ছে করে...
"বৃষ্টি ঝরলে
মনে পরে তোমার কথা,
আমার মনে তোমার ছবি আঁকা,
কেন বোঝাতে পারি না...।"
কেউ অন্তত বুঝুক...।। কেউ অন্তত বুঝুক আমিও ভালবাসতে পারি, আমারও ভালোবাসা পেতে ইচ্ছে করে। ভালোবাসার অভাবটা যে আমার বড্ড বেশি...।। কেউ সেটা বুঝুক...
অংঅঃদিল
ReplyDelete