BEST FRIEND

ছোট থেকে বড় হওয়া, পথ চলা, একা একা কখনোই সম্ভব হয় না।  জন্মের পর থেকেই বাবা – মা ছায়ার মতো আমাদের আগলে রাখেন। বড় হতে হতে এই ছায়া থেকে আমরা একটু একটু করে বের হয়ে আসি। আসতে আসতে আমাদের স্কুল জীবন শুরু হয়, পরিচিত মানুষের সংখ্যা বাড়তে থাকে, সহপাঠীর সংখ্যা বাড়তে থাকে। এই পররিচিত সব মানুষের মাঝে সব পরিচিতকে আমরা সমান ভাবে দেখি না, সব সহপাঠীর সাথে আমরা সমান ভাবে মিশি না। একজন সহপাঠী থাকে যে হয় আমাদের খেলার সাথি, একা পথ চলার সঙ্গী, আমাদের সব কাজের সঙ্গী, যার সাথে আমরা ক্লাসে এক সাথে বসি, যার সাথে আমরা থাকতে স্বাচ্ছন্দ বোধ করি। এই একজন সহপাঠীই আমাদের মনে জায়গা করে নেয়। এই পর্যন্ত এসেও আমরা বুঝি না বন্ধু কি, বন্ধুত্ব কি…!!

সময়ের পরিবর্তনে আসে, আমরাও বুঝতে শিখি বন্ধু কি, বন্ধুত্ব কি…।। সকলের চেয়ে ভিন্ন সেই সহপাঠীই আমাদের বন্ধুত্বের সর্বোচ্চ স্থান দখল করে নেয়। এটাই Best Friend। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই মানুষটির সাথে কথা না বললে, কথা শেয়ার না করলে আপনার ভাললাগে না। অন্য কারো জন্য এমন হয় না, হওয়ার কথাও না…।। একমাত্র Best Friend- ই আপনার সব কিছু জানে, সব কিছু জানার Right- রাখে…।।

চলার পথে Best Friend- অনেক বড় ভুমিকা রাখে, অনেক বড় Support- দেয়। একটি মজার বিষয় হলো Best Friend- এর কাছে আপনার কোন ভুল নেই, সব সঠিক। সবার সামনে আপনাকেই Support- দিবে, আপনার পক্ষেই কথা বলবে, কিন্তু দিন শেষে আপনার ভুলটা ঠিকি আপনাকে বুঝিয়ে দিবে, ঠিকি সঠিক পথ দেখাবে। যত যাই হোক Best Friend-কখনোই আপনার হাত ছাড়বে না...।।

প্রতিটি সম্পর্কের মাঝে Jealous – থাকাটা খুব বেশি জরুরী। Jealous-হলো যে কোন সম্পর্কের ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। যে সম্পর্কে Jealous-নেই সেটা কোন ভালো সম্পর্ক বা গভীর কোন সম্পর্ক নয়। আপনার Best Friend- অন্য কোন Friend- এর সাথে আড্ডা দিচ্ছে, ঘুড়তেছে, সেগুলো দেখে আপনার রাগ হবে, Jealous- হবে। হওয়াটাই স্বাভাবিক, Jealous না হওয়াটা অস্বাভাবিক। যদি এমন হয় আপনার মনে কোন Jealous বা কিছুই হচ্ছে না তবে ধরে নিবেন Best Friend- নয়, তাকে আপনি শুধু Friend- ভাবেন। Best Friend- আর শুধু Friend এক নয়, কখনোই এক নয়। আকাশ - পাতাল ব্যবধান। সবাইকে আপনি Best Friend- ভাবতে পারবেন না, Friend- ভাবতে পারবেন। আর যদি এমন হয় সবার সাথেই আপনি একই ভাবে কথা বলেন, একই ভাবে মিশেন তাহলে ধরে নিবেন আপনি ব্যক্তিত্বহীন।  হুমায়ূন আহমেদ স্যার একটি কথা বলেছেন-“যে সবার সাথে তাল মিলিয়ে চলে সে বেক্তিত্বহীন। সে নিজের প্রয়োজনে সবার সাথে মিশে”। কেউ একজন Special- থাকবেই। কেউ একজন থাকবেই যে সবার চেয়ে ভিন্ন, সবার থেকে আলাদা। যাকে আপনি সবার থেকে আলাদা করতে পারেন, যার সাথে আপনি সবার থেকে আপন হয়ে মিশেন, যাকে আপনি কখনোই কারো সাথে Compare- করেন না...।। 

সবাইকে আপনি সমান গুরত্ব দিবেন না। সবার আগে স্থান থাকে Best Friend- এর, তারপর অন্য Friend-দের। ধরুন, একই সাথে দু'জন আপনাকে কল করে দেখা করতে বললো। একজন Best Friend, আরেক জন শুধু Friend। আপনি কার কাছে আগে যাবেন…?? নিচ্ছই এটা ভাবতে আপনার সময় লাগবে না; যে আপনি আগে Best Friend- এর কাছেই যাবেন। কারণ- তার স্থান , তার Importance ,Priority-  সবার উপরে…।। তার গুরত্বটা আপনাকে বুঝতে হবে, Best Friend-  কি তা বুঝতে হবে, বুঝতে হবে সবার জায়গা এক নয়, সবার গুরত্ব এক নয়…।।

Best Friend, Good Friend, Only Friend- কখনোই এক নয়। আপনাকে বুঝতে হবে এই তিনটার Meaning, এই তিনটির অর্থ। Best is Always Best…
A friend can leave any time when they need but A Best Friend  never leave until last Breath of life. If you call Best friend he/she will leave whatever they are in the middle of the work and come to in-font you but A Friend call you back within 10 minutes or more then if you ring them up while they are busy. Now, try to find out the Difference...

আচ্ছা যদি এমন হয় আপনি যেই মানুষটাকে Best Friend- ভাবেন সে আপনাকে Best Friend-না ভেবে থাকে…?? এই সময়টায় আপনার অনুভূতি কেমন হবে…?? একটু একটু করে গড়ে তোলা বন্ধুত্ব, মনের মধ্যে কতো কিছু আঁকা, কতো আশা-ভরশা, আস্থা...!!! এই সময়টায় আপনি সব চেয়ে বড় ধাক্কা খাবেন, এই কষ্টটা সহ্যের মতো হবে না। বিপরীত পাশের মানুষটাকে বলচ্ছি- যদি তাকে নিয়ে কোন সংশয় থাকে, কিছু বলার থাকে তবে নিঃসঙ্কোচে তাকে বলে দিন। তাকে নিয়ে আপনার চিন্তা-ভাবনা তাকে জানিয়ে দিন, মনে গোপন রাখবেন না। দোয়া করি এরকম যেন কখনোই কারো সাথে না হয়। যে যাকে Best Friend- ভাবে তার বিপরীত পাশের মানুষটিও যেন তাকেই Best Friend- ভাবে…।। তবু কেন যেন মনে সংশয় থেকেই যায়, ভয়টা রয়েই যায়...।। 

প্রতিটা সম্পর্কেই একে অপরকে বুঝতে পারা সব চেয়ে বড় ব্যাপার। আপনার প্রতি তার যেমন Expectation- আছে, তার প্রতিও আপনার Expectation- থাকবে। তার Expectation- বোঝার চেষ্টা করুন। বন্ধুত্বের যত্ন  নিন, বেঁচে থাকুক মনের বন্ধু গুলো, বেঁচে থাকুক বন্ধুত্ব…।।
"মনে রাখবেন একজন Best Friend- পাওয়া জীবনের সব চেয়ে বড় পাওয়া...।।"