ভালোবাসার রং

কেউ যদি ভালোবাসে, তবে তোমাকেই ভালোবাসবে। তোমার রোদে পোড়া তামাটে ত্বক, না ঘুমিয়ে চোখের নিচে কালো দাগ, কেটে যাওয়া হাতের দাগ, এলোমেলো চুল, এমনকি তোমার ঘামে ভেজা জামার গন্ধটাকেও সে ভালোবাসবে। ভালোবাসবে তোমার ননস্টপ ভাঙ্গা রেডিও এর মতো রেকর্ডারের বকবকানি, কিংবা হঠাৎ করে খুব আবেগ প্রবণ অথবা প্রচণ্ড রেগে যাওয়ার বদ-অভ্যাস টাকেও...!!! ভালবাসবে তোমার নির্মল হাসি বা কর্কষ চোখে তাকানোর ভঙ্গী। 

যে তোমাকে ভালোবাসবে তার জন্য তোমাকে সানস্ক্রিন লোশন মেখে রোদে নামতে হবে না, চুল স্ট্রেইট করার জন্য যেতে হবে না পার্লারে, পড়তে হবে না নামকরা ব্রান্ড এর জামা-জুতো। শরীরে মাখতে হবে না "Clive Christian No. 1" এর মতো কোন দামি Perfume. ভালোবাসার জন্য Byke, PRADO, AUDI Car-এর প্রয়োজন নেই। 
যদি সে সত্যি ভালোবাসার হয় তাহলে তোমার যা কিছু, তুমি যা, তুমি যেমন, তোমার যা কিছু আছে তাতেই সে তোমাকে ভালবাসবে। বিলাসিতার দরকার পড়বে না, মনটাকেই ভালোবাসবে। 

কাকের রং কালো..... কেউ যদি বলে কাক সাদা হলেই সে তাকে পছন্দ করতো বা করবে ভালোবাসতো। তবে ধরে নিতে হবে তার কাক নয়; সাদা রং টাকে পছন্দ। তাকে সাথে রং এর অন্য কিছুর সন্ধান করা উচিত। কারণ, কাককেই যদি কেউ চায়, তবে সে কালোকেও চাইবে। Extra-কিছু Add-করার প্রয়োজন হবে না। 

কোন কিছু সংযোজন বা বিয়োজন করে নয়; কেউ যদি তোমাকে চায় তবে তোমার যা কিছু আছে তা নিয়েই এবং তুমি যেমন ঠিক তেমনটাই চাইবে।

কারো ভালোবাসা পাওয়ার জন্য যদি নিজেকে পরিবর্তন করতে হয়, তবে জেনে রেখো সে ভালোবাসা তোমার নয়। বদলে যাওয়া সেই অন্য কারোর। ভালোবাসা বলতে নিজেকে বদলানো নয়, মনের সাথে মনের আদান - প্রদান বোঝায়...।।