জীবনের কোন না কোন সময়, কোন না কোন ভাবে আমরা কারো মায়ায় পরি। খুব গভীর ভাবেই পরি। আসতে আসতে এই মায়াটা মনের অনেক বড় একটা জায়গা দখল করে নেয়। দখল করতে করতে মনের সবটুকু জায়গাই তার মায়ার দখলে চলে যায়। এই সময়টায় এসে বুঝতে পারবেন আপনি আর আপনার মাঝে নেই। আপনি আছেন কিন্তু আপনার অস্তিত্ব আপনার মাঝে নেই। আপনার অস্তিত্ব বিলুপ্ত পেয়ে তার অস্তিত্ব আপনার মাঝে দখল করেছে। এই অস্তিত্বটা একটা সময় অনেক বড় ধাক্কা দিবে আপনাকে যদি তার অস্তিত্বে আপনি না থাকেন।
একটা সময় বুঝতে পারবেন খুব নিখুঁত ভাবে একটু একটু করে সে দূরে সরে যাচ্ছে, আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। খুব ভালভাবেই বুঝতে পারবেন অনেক বড় কিছু একটা হারাচ্ছেন, মনে অনেক বড় শূন্যতা সৃষ্টি হতে যাচ্ছে। আপনার অস্তিত্ব যে তার মাঝে কখনোই ছিল না তা এই সময়টায় এসে খুব ভালভাবেই বুঝতে পারবেন। সেই আপনাকে বুঝিয়ে দিবে খুব যত্ন করে, খুব নিখুঁত ভাবে প্রতিটা কথায়, ব্যবহারে। আপনি শুধু অবাগ হয়ে দেখবেন, আর নিঃচুপ হয়ে তাকিয়ে থাকবেন।
অনেক কিছুই বদলে যাবে, অনেক কিছুর সাথেই অনেক কিছু আর মিল খুঁজে পাবেন না। মিল খুঁজে পাবেন না প্রতিটি কথায়, প্রতিটি ব্যবহারে। এই সব কিছুই আপনার কাছে একটা ঘোরের মত লাগবে। ভাববেন হয়তো একটু পরেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার এই ভাবনা টিকে সে মিথ্যা প্রমাণ করে দিবে। বুঝতে পারবেন দিন দিন আরও বেশি বদলে যাচ্ছে সে, সব কিছু আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে।কঠিন হয়ে যাচ্ছে সব কিছু মেনে নেওয়া, কঠিন হয়ে যাচ্ছে আপনার সহ্যের ক্ষমতা, কঠিন হয়ে যাচ্ছে আপনার পথ চলা। তার প্রচন্ড রকমের খারাপ ব্যবহার খুব ঠাণ্ডা মাথায় সহ্য করেও হাসি মুখেই কথা বলচ্ছেন, তাকে বুঝতেই দিচ্ছেন না কতোটা খারাপ লাগা আপনার মাঝে কাজ করচ্ছে। সে হয়তো বুঝতেই পারবে না আপনার এই হাসিটা কষ্টকে লুকানোর জন্য, নিজের মন খারাপটা লুকানোর জন্য...।। খুব ভালভাবেই বুঝতে পারচ্ছেন এই সময়টায় এসে আপনাকে এমন কিছু সহ্য করতে হবে বা হচ্ছে যার জন্য আপনি মোটেই প্রস্তু ছিলেন না।
যখন দেখবেন আগে যেমন ছিল এখন আর তেমন নেই; সব দিক থেকে বদলে গিয়েছে, বদলে গিয়েছে সব ভাবে, আপনার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে তার মন থেকে। তখন ধরে নিতে পারেন আপনার জায়গাটা অন্য কেউ এসে দখল করে নিয়েছে। তার অস্তিত্বে এখন ঐ অন্য কেউ একজনের বসবাস। আপনি আর এখন তার মাঝে নেই, তার অস্তিত্বে নেই...।। আপনি ছিটকে পরেছেন তার মায়ার জাল থেকে, তার মন থেকে...।।
এই সময়টিতে এসে আপনি স্তব্ধ হয়ে যাবেন, বাক শক্তি হারিয়ে ফেলবেন। হয়তো বলতে অনেক কিছুই ইচ্ছে করবে কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না, বলার অধিকার থাকবে না, বলতে গিয়েও থমকে যাবেন...।। শুধু মিলানোর চেষ্টা করবেন আগের সেই কথা গুলোর সাথে, মিলানোর চেষ্টা করবেন আগের সেই মানুষটির সাথে এখনকার এই মানুষটির। কিন্তু কিছুই মিল খুঁজে পাবেন না। আপনি না সামনে এগুতে পারবেন, না পিছাতে পারবেন, না তার অস্তিত্ব আপনার মন থেকে মুছে ফেলতে পারবেন। এই অবস্থায় আপনি উপলব্ধি করবেন আপনার দেহ আছে কিন্তু আপনার সাথে মন নেই, আপনি আছেন কিন্তু আপনার অস্তিত্ব আপনার মাঝে নেই।আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না আপনার জন্য সামনের পথটুকু চলা কতোটা কষ্টদায়ক , কতোটা শূন্যতায় ঘেরা, কতোটা কঠিন সময় আপনার জন্য অপেক্ষা করছে।
মায়া জিনিসটা খারাপ, খুব বেশি খারাপ। একবার মায়ায় পড়ে গেলে বাড়তেই থাকে। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না, কখনো সম্ভবও হয় না ফিরে আসা।
সব ভুলে থাকা গেলেও আপনি এই মানুষটাকে ভুলতে পারবেন না, এই মায়া দিন দিন বাড়তেই থাকবে। মনে রয়েই যাবে; হয়তো অপ্রকাশিত থেকে যাবে। কিন্তু রয়ে যাবে মনে, মনের সমস্ত জায়গা জুড়ে। তখন জীবনের মৃত্যু না হলেও; মনের মৃত্যু ঠিকই হবে, নিজের অস্তিত্বের মৃত্যু হয়ে যাবে। হারিয়ে যাবে জীবন থেকে নিজের অস্তিত্ব। বেঁচে থাকবেন কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে...।।
Post a Comment