দুঃখের সঙ্গী

জীবনে কতো কিছুই না ঘটছে। কিছু ঘটনা আমাদের মন ছুঁয়ে যায়, মনে দাগ কাটে, মন খারাপ করিয়ে দেয়। কখনো কখনো বিনা কারণেই মন খারাপ হয়। বিষন্ন লাগে, উদাস লাগে, শূন্যতা ভর করে মনে। কিছুতেই যেন মন বসতে চায় না কিছুতে। অতি প্রয়োজনীয় কাজও হয়ে যায় অপ্রয়োজনীয়।  এই সময়টায় আমরা কেউ একজনকে খুঁজি মনের অজানতেই। "মন খারাপের সময় কেউ যদি এসে তোমাকে প্রশ্ন করে - "মন খারাপ..?" তাহলে সেই মানুষটাকে চিনে রাখো, খুব ভালো করে চিনে রাখো...।। 

তোমার মন খারাপ থাকা সর্তেও যাকে তুমি মন ভালোর কথা বলে চালিয়ে দিলে, কিন্তু সে তোমার চোখের দিকে তাঁকিয়ে বুঝে গেলো, তোমার কথা শুনেই বুঝে গেলো তুমি মিথ্যা বলছো। বার বার প্রশ্ন করে জানতে চাচ্ছে- কেন মন খারাপ..? কি হয়েছে..? ইত্যাদি ইত্যাদি...!! এ যেন নাছোড়বান্দা...।। তাহলে এই মানুষটাকে ভালো করে চিনে রাখো, পাড়লে ধরে রাখো।। নিজের কাছে আড়াল করে রাখো...। এই ব্যস্ত জীবনে মানুষ নিজেকেই সময় দিতে পারে না, অথচ সে তোমার মন খারাপের কারণ জানতে চাচ্ছে। তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে সত্যিটা বের করতে চাচ্ছে। তোমার মনের কথাটি জানতে চাচ্ছে, তোমার দুঃখের ভাগীদার হতে চাচ্ছে। সেই মানুষটা আর যাই হোক না কেন তোমার জন্য বড় পাওয়া। তোমাকে বুঝতে হবে এই মানুষটির কাছে তুমি কতোটা দামী, তোমার মন ভালো রাখাটা কতোটা গুরত্বপূর্ণ তার কাছে, তুমি কতোটা গুরত্বপূর্ণ তার কাছে। তার অস্তিত্বে যতোটা না সে আছে, তার চেয়ে বেশি তুমি আছো তার অস্তিত্বে মিশে।

মানুষের সুখের ভাগীদার সবাই হতে চায় কিন্তু দুঃখের ভাগীদার কেউ হতে চায় না। ভালো সময়ে বুকে টেনে নিবে কিন্তু খারাপ সময়ে ফিরেও তাঁকাবে না। ভালো সময়ে তোমার পাশে মানুষের অভাব হবে না, কিন্তু খারাপ সময়ে দেখবে কেউ নেই, কিচ্ছু নেই।। একটি খড়খুটোও নেই...।। আনন্দের মাঝে হঠাৎ তোমার চুপ হয়ে বসে যাওয়ার দৃশ্যটা সবাই দেখবে কিন্তু কাছে এসে বিনয়ের সাথে সবাই জিজ্ঞাসা করবে না। কেউ জিজ্ঞাস করবে না- "কি হয়েছে..?" মন খারাপের সময় এই টাইপের প্রশ্নবোধক বাক্য সবার ভাগ্যে জুঁটে না। এই প্রশ্নবোধক বাক্যটি শুনতে ভাগ্য লাগে, কপাল লাগে। যে প্রশ্নটি করে তাকে হারিয়ে যেতে দিয়ো না। তাকে তোমার লাগবে, তোমার মন একমাত্র সেই ভালো করতে পাড়বে। তার প্রয়োজনে নয়, তোমার প্রয়োজনেই তাকে তুমি ধরে রাখো...তাকে হাড়ালে অনেক বড় কিছুই হাড়াবে...।। 

মানুষ নিজের আনন্দের গল্পটা শেয়ার করে যতটা না তৃপ্তি পায়, তার চেয়েও কষ্টের গল্পটা শেয়ার করে বেশি তৃপ্তি পায়। কারণ, দুঃখের গল্পটা কেউ শুনতে চায় না। মানুষ দুঃখ শেয়ার করার সঙ্গী পায় না। দুঃখ শেয়ার করার জন্য খুব কাছের মানুষের দরকার হয়, খুব আপন মানুষের দরকার হয়। এমন একজন যে চুপটি করে বসে মনোযোগ দিয়ে তোমার দুঃখের কথা গুলো শুনবে, তোমার কান্না ভেজা চোখ দু'টো দেখে নিজের চোখ দুটোও অশ্রু সিক্ত করবে। তোমার দুঃখের সঙ্গী হবে...।। 

তোমার জীবনের আনন্দের গল্পগুলো হয়তো অনেকেই জানে, কিন্তু কতজন মানুষ তোমার কষ্টের গল্পটা জানে, তোমার মন খারাপের গল্প টা জানে..?? খোঁজ নিয়ে দেখো যে তোমার কষ্টের গল্পটা জানে সেই তোমার প্রকৃত বন্ধু, প্রকৃত আপনজন, প্রকৃত কাছের মানুষ !!" কেউ তোমার পাশে না থাকলেও হাত বাড়ালেই তাকে কাছে পাবে, কাউকে পাশে না পেলেও সে ঠিকই পাশে থাকবে ছায়ার মতো...।।