একাকীত্ব

যে কোন সম্পর্ক জীবনের বৈচিত্র্যময় আনন্দকে, সময়কে চিনতে সাহায্য করে। প্রিয় কারো সঙ্গে  কাটানো সময় স্মৃতিকে পরিপূর্ণ করে, মনকে পূর্ণ করে। এই প্রিয় থেকেই জীবনে কখনো কখনো একাকীত্ব হয়ে উঠে। একাকীত্ব মানুষকে এমন অভিজ্ঞতা দেয়, যা অন্য কোনোভাবে অনুবাধন করা সম্ভব নয়। 

একাকীত্ব জিনিসটা হঠাৎ করেই আসে না। একটা কিছুর প্রতি সীমাহীন মায়া বাড়তে বাড়তে সে জিনিসটার শূন্যতা মনে একাকীত্বর সৃষ্টি করে। মায়াও কিন্তু এক দিনেই জন্ম নেয় না। দিনের পর দিন, মাসের পর মাস মনে লালন করতে হয়, মনে স্থান দিতে হয়, মনে অনুভব করতে হয়। তবে মনে মায়ার জন্ম নেয়। কোন জিনিসের মায়া খুব সহজেই কাটিয়ে উঠা যায় কিন্তু মানুষের প্রতি মায়া কখনোই কাটিয়ে উঠা যায় না। মায়া একটু একটু করে বাড়তেই থাকে। একটা সময় অপর পাশের মানুষটি যখন মায়ার বাঁধন ছেড়ে বের হতে চায় তখন এ পাশের মানুষটির মায়ায় সুতোয় টান পড়ে। একটি সময় এ পাশের মানুষটি পরিপূর্ণ ভাবেই একা অনুভব করে। ধীরে ধীরে কষ্ট পুষতে পুষতে একদিন এ পাশের মানুষের মনে জায়গা করেই ফেলে এই একাকীত্বতা। একাকীত্ব অবশেষে তাকে ঘিরেই ফেলে,বন্দী করে নেয় তার জালে। সে চাইলেই সে জালটা ছিড়তে পারে না, বের হতে পারেনা সেই জালের থেকে। চাইলেই পারে না মুক্ত হতে, চাইলেই পারে না তার সাথে কাটানো সময় গুলো মন থেকে মুছে ফেলতে, মুছে ফেলতে পারে না তার সাথে প্রতিটা দুষ্ট - মিষ্ট স্মৃতি !! এগুলো মনে কাটা দেয়, প্রতিটা সময় অনুভব করায় তার সেই সময় গুলো, সেই কথা গুলো। একাকীত্বে ভাসায় তার সব কিছু, সব অনুভূতি গুলোকে। 

এই একাকীত্ব আরোও দৃড় হয়ে উঠে যদি সেই মানুষকে একাকীত্ব থেকে বের হওয়ার জন্য কেউ পাশে না থাকে,তার সহযোগী হয়ে না উঠে,তাকে সাহায্য না করে। একমাত্র সে মানুষটাই বোঝে একা থাকা কত কষ্টের, কত নির্মম, কত যন্ত্রণা।।

দিনদিন সে সবার থেকে আলাদা হতে থাকে, একটা সময় চলে যায় সবার থেকে দূরে। এতটাই দূরে যে আর আসে না ফিরে। সে তো জানে এটা কত ব্যাথার,কত আক্ষেপের, কত নির্ঘুম রাতের সাক্ষী তার সেই একাকীত্বতা। তিল তিল করে সে পুড়ে যন্ত্রণায়, পায় না কাউকে সে সহায়তায়।।কেউ বোঝে না তার হারিয়ে যাওয়া অস্তিত্ব, দেখে না তার হাসির আড়ালে কান্নাটা...!!

এমন সময় কারো হাত প্রয়োজন,প্রয়োজন কারো সহায়তা, দরকার ভালোবাসার, যে ভালবাসা দূর করতে পারে তার একাকীত্বতা। যে ভালবাসা তাকে বাঁচতে শেখাবে, শেখাবে তাকে নতুন করে পথ চলার, দেখাবে নতুন আশার আলো আর দূর করবে তার একাকীত্বতা। কিন্তু দুঃখের বিষয় সে ঐ মানুষটাকেই পাশে চায় যার জন্য সে একা হলো, যার জন্য তার আজকের এই একাকীত্ব। কিন্তু তাই কি আর হয়...!!! যে মায়ার সুততে একবার টান পড়েছে, সেই সুতো কি আর মায়ায় ফেরে...!!!