ভালোবাসার কোন সংজ্ঞা নেই। আমার মনে হয় না Specific-ভাবে ভালোবাসার সংজ্ঞা আদৌ কেউ দিতে পেরেছে কিনা। আর যদি দিয়েও থাকে হয়তো আমার তা জানা নেই। তবে এটা সত্য কিছু Symptom-এ নিচ্ছয়ই কিছু বুঝা যায়, নিজের মাঝে কিছু জিনিস প্রকাশ পায়। ফুল ফুটলে সৌরভ ছড়াবে এটাই স্বাভাবিক, ফুল ফুটবে সৌরভ ছড়াবে না তা কি করে হয়...!!
"কোন একজনকে নিয়ে ভাবতে ভালোলাগার নাম ভালোবাসা।" এই একজন মানুষকে নিয়ে তোমার ভাবতে ভাললাগবে তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন। দেখা যাবে তোমার ভাবনা জুড়ে সেই মানুষটিই রয়েছে শুধু। তাকে নিয়ে ভাবতে কখনোই ক্লান্ত লাগবে না। তোমার মনে এক ধরনের প্রশান্তি কাজ করবে। তাকে নিয়ে এমন কিছু বিষয় নিয়ে তুমি ভাববে পরে তোমার সে গুলো মনে হলে নিজেরই হাসি পাবে। এই সময় টায় তার মাথা থেকে পা পর্যন্ত সকল বিষয়ই তোমার ভাবনার বিষয় বস্তু হবে দাঁড়াবে। তুমি খুব ভালো করলেই বুঝতে পারবে সে কতোটা মন জুড়ে আছে।
"মনের মাঝে একজন মানুষের জন্য শূন্যতা অনুভব করার নাম ভালোবাসা।" তোমার আশে পাশে সকলেই রয়েছে কিন্তু তবু তোমার মনে হাহাকার কাজ করছে, এক ধরনের শূন্যতা কাজ করছে, এক জন মানুষকেই খুঁজতেছো, সবার মাঝে একজনকে খুজতেছো । এই শূন্যতা যখন প্রকট আকার ধারন করবে তখন তুমি বুঝতে পারবে এই শূন্যতা শুধু ঐ মানুষটির জন্যই...।।
সারা দিন তোঁ কত মানুষের সাথেই কথা বলা হয়, কিন্তু এতো কিছুর পরও একজন মানুষের সাথে কথা বলার জন্য মন অস্থির লাগবে। প্রয়োজনে বা অপ্রয়োজনে হয়তো তুমি আশেপাশের মানুষের সাথে কথা বলবে কিন্তু অবচেতন মন ঐ মানুষটিকেই শুধু খুঁজবে। একটু লক্ষ্য করলেই দেখবে- ফোনে Call- বা SMS-এর Vibrate- হলে তোমার প্রথম মনে হবে তার কথা। হয়তো ভাববে হয়তো তার Call- বা SMS- এসেছে কিন্তু যখন দেখবে এটা GP-থেকে এসেছে তখন হঠাৎ তুমি হেসে দিবে আর মনে মনে ভাববে "মাথাটা আমার পুরোটাই গেছে...!!!" তুমি বুঝতে পারবে তোমার অস্তিত্বটাই তাকে নিয়ে, তাকে ঘিরে। "তার সাথে কথা বলতে না পেয়ে ছটফট করার নামই ভালোবাসা।"
"কারো সাথে পাশাপাশি চলার তিব্র ইচ্ছার নাম ভালোবাসা।" ধরো তুমি বন্ধুদের সাথে দূরে কোথাও ঘুরতে গিয়েছো, খুব ভালো সময় কাটাচ্ছো। এমন সময় তুমি অনুভব করলে ইসস সে যদি পাশে থাকতো, তা হাত ধরে যদি পাশাপাশি হাঁটা যেতোঁ...!! তার কাঁধে মাথা রেখে যদি কোন এক সূর্যাস্ত দেখা যেত। কোন এক বৃষ্টি ভেজা বিকেলে যদি তার হাত ধরে রেল লাইনের পথ ধরে হাটা যেত, কোন এক পূর্ণিমা রাতে তার হাতে হাত রেখে যদি চাঁদ দেখা যেতো, কোন এক কুয়াশা ঘেরা সকলে খালি পায়ে তার পাশে হাটা যেত বা কোন এক গোধূলি বিকেলে যদি তার হাত ধরে লেকের পাড়ে হাটা যেতো...!! মনের এই তিব্র ইচ্ছেটা আপনাকে ভীষণ যন্ত্রনা দিবে, পোড়াবে...ভীষণ পোড়াবে।। মনের এই তিব্র ইচ্ছাটাই ভালোবাসা।
সুখ বলতে আমরা সাধারণত কি বুঝি ...?? নিজের কোন ইচ্ছার পূর্ণতা পেলে বা তুমি যা চাচ্ছ সেটা পূর্ণ হলেই নিজেকে সুখি মনে হয়। Right..?? কিন্তু একটা সময় তুমি ভুলে যাবে এই চরম সত্যতা। কখন জানো ...??? "যখন তুমি কাউকে মন থেকে ভালবাসাবে।" তখন তুমি তাকে খুশি করতে, তার মনের ইচ্ছা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়বে। তার কিসে ভালোলাগলো, সে কিসে Happy, তার পছন্দের জিনিস গুলো কি...!! এই খুঁটি-নাটি বিষয় গুলো দেখা যাবে তার চেয়ে তুমি ভালো জানো। তখন তুমি ভুলেই যাবে তোমার পছন্দের জিনিস কি, তোমার ভালোলাগার জিনিস গুলো কি। তখন তুমি ব্যস্ত হয়ে পড়বে তার প্রত্যেকটা পছন্দের, ভালোলাগার জিনিস গুলো পূর্ণ করে দিতে। যখন তুমি তার পূর্ণতায় তার মুখে সুখের হাসি দেখবে সেই হাসিতেই তুমি তোমার সুখ খুজে পাবে। "কাউকে সুখি দেখে নিজেকে সুখি ভাবার নামই ভালোবাসা।"
আপনার পাশের বন্ধুটি মন খারাপ বা কোন কারনে কান্না করছে। একটু লক্ষ্য করে দেখো তো তোমার চোখে পানি জমেছে কিনা। হয়তো তার কান্নায়, তার মন খারাপে তোমারোও মন খারাপ হবে কিন্তু তোমার চোখে পানি আসবে না। কিন্তু এমন একজন আছে যার সামান্য মন খারাপে, সামান্য বিষন্নতায় তোমার চোখে কোনে জল চলে আসবে। তার চোখের পানি তো দুরেই থাক, তার সামান্য মন খারাপ তুমি সহ্য করতে পারো না। দেখা যাবে তার চোখের কোনে জল মুছে গিয়েছে কিন্তু তোমার চোখের জল পরেই যাচ্ছে। তার একটু বিপদে, তার একটু অসুস্থ্যতায় তোমার মন যতোটা কাঁদে অন্য কারো জন্য তোমার মনে এমন অনুভুতি হয় না। এটাই ভালোবাসা। "কারো চোখে দু'ফোটা জল দেখে কেদে ফেলার নামই ভালোবাসা।"
ভালোবাসা মানেই আমরা সাধারণত যেটা বুঝি তা হলো তার কাছ থেকেও ভালোবাসা পেতে হবে বা ভালোবাসা পাওয়াটা আশা করা, এটাই স্বাভাবিক। তুমি যখন থেকে তাকে ভালোবাসো তখন থেকে তোমার মনেও ইচ্ছে হবে তার কাছ থেকে একটু ভালোবাসা পেতে, একটু Care-পেতে, একটু Importance-পেতে, তার Priority list -এ তোমার নামটা সবার উপরে দেখতে। কিন্তু যখন তুমি জানো যে এগুলো তার কাছ থেকে কখনই তুমি পাবে না কিন্তু সেই মুহূর্তেও তোমার মনে একটা আশা রয়েই যায়, তার প্রতি মনের টানটা রয়েই যায়। এই আশাটাই ভালোবাসা, এই মনের টানটাই ভালোবাসা। তুমি হয়তো জানো তাকে তুমি কখনোই পাবে না বা সে তোমাকে কখনোই মন থেকে ভালোবাসবে না বা কখনোই তোমার হবে না। তবু তার অপেক্ষায় থাকার নামই ভালোবাসা। "তাকে পাবে না জেনেও তাকেই ভালবাসার নামই ভালোবাসা। "
ভালোবাসা মানে মন জয় করা নয়। ভালোবাসা মানে তাকে মনের গভীরে গেঁথে ফেলা, তার মনেও ভালোবাসার বীজ রোপণ করা। তাকে পাবে না জেনেও তাকেই ভালোবেসে অপেক্ষা করা। ভালোবাসা মানে তাকে ভালবাসার পর আর কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যাওয়া।
Post a Comment