ভালোবাসার মর্ম
পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ “ভালবাসা”। এই ভালোবাসা কখনও কাঁদায়, কখন হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়। মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য। আবার এই ভালবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায় যার জন্য বিন্দুমাত্র আফসোসও কখনো হয় না । আসলে আমাদের মানব মন খুব ই অস্থির এক জিনিস।
"ভালোবাসা" কোন সস্তা জিনিস নয় যে চাইলাম আর পেয়ে গেলাম। সপ্তাহে ২ বার দেখা করলে বা ১০ বার Love You- বললেই ভালোবাসা হয় না । Facebook Timeline-এ প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না। "জানু, বেবি" -এসব বস্তা পচা কথা সম্বোধন করলেই বুঝা যায় না সে আসলেই তোমাকে ভালোবাসে কিনা !!
ভালোবাসতে "Care" লাগে, ভালোবাসতে "Share" লাগে, ভালবাসতে মন লাগে !!তোমাকে যে আসলেই ভালোবাসে, সে তার দিনের প্রতিটা মূহুর্তের কথা তোমার সাথে Share- না করে পারবে না। তার ভেতর খচ খচ করতে থাকবে। কথা গুলো বলার জন্য সে উশখুশ করতে থাকবে। তার মাঝে অস্থিরতা কাজ করবে সবকিছু না বলা পর্যন্ত। সবকিছু না Share- করা পর্যন্ত সে একদম শান্তি পাবে না !!
তোমাকে যে আসলেই ভালোবাসে,সে তোমার দিনের প্রতিটা মূহুর্তে তোমার Care- না করে পারবে না। এই Care-টাকে অনেকে সন্দেহ ভেবে ভুল করে। Positive think-করতে হবে। সকালে ঘুম ভাঙতেই বালিশের নিচ থেকে মোবাইলটা হাতড়ে বের করে সে তোমার খোঁজ নিবে। ঘুম থেকে জাগার পর তার প্রথম কাজ হবে তোমার খোঁজ নেওয়া বা তোমাকে "Morning Wish"-করা বা তোমাকে "Text"-করা। ক্লাসের ফাঁকে, কাজের ফাঁকে হঠাৎ তার মনে হবে- "আচ্ছা, ও কি করচ্ছে এখন ??" দুপুরের খাবারটা মুখে তোলার আগে সে জিজ্ঞেস করবে "তুমি খেয়েছো কিনা"। সে ব্যস্ততার অজুহাত দেখাবে না যতই ব্যস্ত থাকুক সে। বরং সে তোমার Care- নিতেই ব্যস্ত থাকবে। হয়তো সে Call-করে খোঁজ নিতে পারবে না ব্যস্ততার মাঝে কিন্তু Text-করে তোমার খোঁজ ঠিকই নিবে তার শত ব্যস্ততার মাঝেও। তোমার প্রতিটা ছোট ছোট বিষয় তুমি ভুলে গেলেও তার ঠিকই মনে থাকবে। কোন রং তোমার প্রিয়, কোন খাবার তোমার প্রিয়, Coffee-নাকি "চা", তোমার কোন কাজ করতে সব চেয়ে ভাললাগে, প্রিয় জায়গা কোনটা, সাগর নাকি পাহাড়, বৃষ্টি নাকি রোদ, প্রিয় - অপ্রিয় জিনিস গুলো কি- এ রকম প্রতিটা জিনিসই তার খুব ভালোভাবেই জানা থাকবে। এমনকি প্রতিটা জিনিসই খুব যত্ন সহকারে মনে রাখবে। যেখানে যত্ন নেই সেখানে ভালোবাসা নেই। যে যাকে ভালোবাসে তার প্রতিটা জিনিসই অনেক গুরত্বপূর্ণ- হোক সেটা খুব নগণ্য। খুব যত্ন সহকারেই সে সব কিছু মনে রাখবে, ভুল করেও সে কিছু ভুলবে না।
সে শুধু হাসির ইমো আর কান্নার ইমো দিবে না। তোমাকে সত্যি সত্যি হাসাবে এবং সত্যি সত্যি কাঁদাবে। এই কান্নার জন্যই হাসিটা। এবং তারপর আলতো করে তোমার গাল থেকে অশ্রুটুকু মুছে দিবে !!
ভালোবাসা খুব কঠিন না। বরং ভালোবাসার মর্ম বুঝে - এরকম মানুষ পাওয়াটাই বড্ড বেশি কঠিন !!"