আমি বলছিনা

আমি বলছিনা ভালবাসতেই হবে....
আমি চাই,
তুমি আমার বটবৃক্ষ হয়ে,
তোমার ছায়ায় আমায় ঢেকে রাখো। 
আমার অনাকাংখিত  জেগে উঠা দ্বি-প্রহরে-
নিশি প্রহরী হয়ে আমার চোখের পাতায় ঘুম এঁকে দাও।
মাথায় বিলি কেটে ঘুম পাড়াতে হবে তা নয়,
কপাল ছুয়েই না হয় একটু ঘুম পাড়াও। 


আমি বলছিনা মায়ার বাঁধনে আমায় জড়াতেই হবে,
আমি চাই,
আমার ক্লান্তি শেষে কিংবা কোন এক পড়ন্ত বেলায়, 
আমার সাথে কিছুটা পথ হাঁটো।
দিন শেষে আমার একাকী রাতে, 
কষ্ট হয়ে আমার গায়ে লেগে থাকো।
বিষন্ন আমায় আনমনে পথের ধারে 
শুন্যে চেয়ে থাকতে দেখে,
তোমার সঞ্চিত ভালবাসা থেকে একফুটা 
করুনার দৃষ্টি আমার দিকে ছুড়ে দাও।


আমি বলছিনা পাশে বসতেই হবে, 
আমি চাই,
ঝড় শেষে ফাগুনী হাওয়া হয়ে তোমার 
দিশেহারা উড়ন্ত চুলে অধরটি একবার ছুঁতে দাও।


বলছিনা ভালবাসতেই হবে,
শুধু চাই,
আমার কষ্টে নিস্পেশিত বুকের পাজর ভেদ করে,
দীর্ঘশ্বাস হয়ে বাতাসে ছড়িয়ে পরো।


বলছিনা ভালবাসতেই হবে, 
ভালবেসে বেসে রাতভর জাগিয়ে রাখতেই হবে।
ভুল করে পাশ ফিরে, ঘুমের ঘোরে
আলতো তোমার হাতটি গায়ের উপর রেখো।


আমি বলছিনা ভালবাসতেই হবে। 
আমি চাই,
অনাহারে ভাঁশমান আমার বুকের পাঁজরে
তোমার সচল আঙ্গুল গুলো হেটে বেড়াক।
নয়তো- 
কোন পরন্ত বিকেলে আমার একাকী মুহুর্তে,
বিষাদের ভারে নুইয়ে পরা অবশ শরীরে
শীতের কাঁথাটি গায়ে জড়িয়ে দাও ।
কিংবা-
কোন এক বৃষ্টির রাতে যখন ঘুম ভেঙে যাবে তোমার,
ভেবে নিও আমি জেগে আছি-
পৃথিবীর কোন এক কোনে...! 


বলছিনা ভালবাসতেই হবে....
আমি চাই,
মনের ভুলে, ভুল করে আমায় দেখে একটু
পিছন ফিরে তাকাও...
আমার অগোছালো ভাবনা গুলো গুছিয়ে দাও।
আমার বিষন্ন চোখে কষ্ট হয়ে ঝরে পরো।


বলছিনা ভালবাসতেই হবে...!!
শুধু পাশে থাকো কিছুটা সময়, হাত ধরে..
জ্বরের ঘোরে অচেতন আমার মাথায় পাশে,
কিছুটা সময় স্থির করে দাও।।
কপালে হাত রাখতেই হবে তা নয়,
তবুও একটু পাশে স্থির হয়ে বসো। 


বলছিনা আমার অশ্রুকণা তোমার ঠোটের তপ্ত পরশে শুঁষে নাও।
আমি চাই,
তুমি আমার চোখে দিকে চেয়ে,
বুঝে নাও কতটা ঝড়ে কষ্ট নড়ে চোখের ভিতর।


আমি বলছিনা ভালবাসতেই হবে, 
আমি চাই,
আমার চোখে চেয়ে একবার বুঝে নিও
আমি ক্ষুদার্থ নাকি অবহেলীত।
এই চোখে তোমার জন্য কতোটা ভালোবাসা লুকায়িত। 


আমি বলছিনা ভালবাসতেই হবে...
কেউ একজন হাতটি শক্ত করে ধরুক,
আর বলুক- "আমি শুধু তোমার" 
"ভালোবাসি ভালোবাসি"
এতোটুকতেই আমি সুখী..।