না বলা কথা

কিছু কথা না বলা ভালো, না বলাই থাক-
না শুনলেও তো হবেনা তেমন কোন মহাপাপ।
মন দিয়ে কথা গুলো আকাশে মিশে
মেঘে ভাসিয়ে চললাম আজ অজানার দেশে।
ততোটাই অজানা-
 যতোটা অজানায় নিজেকে খুঁজে পাওয়া যায় না।  


না বলা সে কথা গুলো মনের গহীনে
অরণ্য সাজাবো তাতে গহীনে আরো অরণ্যে।
ঝিঁঝিঁপোকা শতদল শতকোলাহল,
কত কথা শুনো রোজ কত কথার ছল।


ধরে নিও সে কথাও ছিলো কিছু টা এমন-
মনে যা আসুক যখন ধরে নিও তাই।
চাইনা সে না বলা কথা তুমি শুনো-
কিছু না বলে ফিরে যাও দূরে আরো দূরে।
তার চেয়ে এই ভালো আমি চললাম-
না বলা সে কথা গুলো নাইবা আর বললাম।


ফেলে আসা কিছু স্মৃতি যদি পাও কখনো খুঁজে-
না বলা সে কথা গুলো নিয়ো একটু বুঝে...?
হয়তো কথা গুলো সাধারণ_ অতিসাধারণ
অথবা ভেবে নিয়ো অর্থহীন খুব যাবতীক।
যদিওবা কখনো খুঁজে পাও সে কথার মানে-
তবে বলে দিও উত্তর বাতাসের কানে,
অথবা কোন এক নীল চিঠির খামে। 
সেই বাতাস বা চিঠি তো আমার পথ তো জানে...।


রাত জেগে তারাহীন তিমির আঁধার
পাড় হতে  কি পারবে সে কথার পাহাড়?
যা আমার মনে মনে...!!
যদি পারো সেখানে পাবে আমাকে-
পাবে তুমি সেথায় কিছু ঝড়া বুনো ফুল,
সে কথার বোঝা বড় পাহাড় সমান।


হয়তোবা পাবেনা সে কথা গুলো আমায় খুঁজে,
তাই আমি হারাচ্ছি আজ অজানার খোঁজে।
না বলা সে কথা গুলো নাহয় না বলাই থাক,
সব কথা না জানলেও তো হয়না কোন পাপ।