রাগ কে আমরা কেইবা পছন্দ করি...? কেউ না...।। রাগ খারাপ জিনিস হলেও রাগী মানুষরা কিন্তু খারাপ নয়। রাগীরা মানুষ হিসেবে অনেক চমৎকার হয়, তাদের থাকে প্রবল ব্যক্তিত্ব। থাকে নিজস্বতা, আত্বসন্মানবোধ। একটা মানুষকে চেনা সহজ নয়, খুব কঠিন, খুব বেশিয় কঠিন। তবুতোঁ আমরা মানুষ চেনার চেষ্টা করি। মানুষ চেনার উপায় হল মনের ভেতর ও বাহিরের পার্থক্য। যার যত এই পার্থক্য কম, সে তত ভাল। খারাপ মানুষদের এই পার্থক্য অনেক বেশি। রাগী মানুষদের মন ও বাহিরের মাঝখানে একটি স্বচ্ছ কাঁচের দেওয়াল থাকে। মনে কি লুকিয়ে আছে সহজেই দেখা যায়। মনের ভেতর এবং বাহিরের পার্থক্য খুব কম থাকে তাদের। যখন রাগ করে, তখন হয়তো অনেক কিছুই বলে বা করে ফেলে। কিন্তু যখন বুঝে, খুব সুন্দরভাবে সেটা মেনে নেয়। এদের মাঝে আরেকটি খুব ভালো ব্যাপার হল- এরা যখন রাগ করে বা রেগে যায় তখন এরা মনের সব কথা বলে দেয়। আপনার সম্পর্কে যতো অভিযোগ যত কথা সব হরহর করে বলে দেয়। গোপন করে কিছুই রাখে না। কিন্তু যারা রাগে না তাঁরা সব কিছুই গোপন করে যায়। বাহিরে এক রকম আর ভিতরে আরেক রকম থাকে।
দুজন মানুষ যতই Close, আপন হোক না কেনো, অথবা যতই Best Friend- হোক না কেনো তাদের মন-মানসিকতা পুরোপুরি এক হয় না, হওয়া সম্ভবও না। হিউম্যান সাইকোলজিও তাই বলে। মতের অমিল থাকবে এটাই তো স্বাভাবিক। রাগের বশে আমরা যখন প্রিয় মানুষ গুলোর কাছ থেকে মুখ ফিরিয়ে থাকি Sacrifice আর Compromise- এর বিষয়টা ঠিক তখনই চলে আসে। রাগ, অভিমান, খুনসুটি এই শব্দ গুলোর মাঝে আমরা গন্ডগোল বাঁধিয়ে ফেলি। রাগ সবার জন্য হলেও, অভিমান আর খুনসুটি প্রিয় মানুষ গুলোর জন্যই।
দুজন মানুষ যতই Close, আপন হোক না কেনো, অথবা যতই Best Friend- হোক না কেনো তাদের মন-মানসিকতা পুরোপুরি এক হয় না, হওয়া সম্ভবও না। হিউম্যান সাইকোলজিও তাই বলে। মতের অমিল থাকবে এটাই তো স্বাভাবিক। রাগের বশে আমরা যখন প্রিয় মানুষ গুলোর কাছ থেকে মুখ ফিরিয়ে থাকি Sacrifice আর Compromise- এর বিষয়টা ঠিক তখনই চলে আসে। রাগ, অভিমান, খুনসুটি এই শব্দ গুলোর মাঝে আমরা গন্ডগোল বাঁধিয়ে ফেলি। রাগ সবার জন্য হলেও, অভিমান আর খুনসুটি প্রিয় মানুষ গুলোর জন্যই।
রাগি মানুষ ওয়াদা করে কখনো ওয়াদা ভাংগে না, কথা দিয়ে কখনো কথার খেলাপ করে না। এদের জীবনে নিজস্ব একটা নীতি থাকে। রাগী মেজাজী মানুষ গুলো অনেকটা দৃঢ়চেতা স্বভাবের হয়ে থাকে।আবার এদের মন ভালো হয়।মানুষের অন্যান্য সকল অনুভূতির মত রাগও একটা গুরুত্ত্বপূর্ণ আবেগ। এরা প্রচণ্ড রকম ভালবাসতে পারে। আর সেটা হয় সত্যিকার ভালোবাসা। এরা অন্যদের হয়তো পাত্তা দেয় না, মুখের উপর অনেক কিছুই বলে ফেলে। ফলে অনেকেই তাদের অহংকারী ভাবে, কিংবা ভুল বুঝে বা রাগি ভেবে দূরে থাকে কিন্তু তাঁরা জানে না বাহিরে রাগ থাকলেও মনে কতোটা ভালোবাসা, মায়া লুকিয়ে আছে। এরা যাকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে। আর সেই ভালোবাসায় থাকে সততা আর বিশ্বস্ততা। হয়তোবা এই জন্যই রাগীরা খুব ভাল সংসারী হয়, জীবনসঙ্গী হিসেবে Best- হয়। কিন্তু সকলে তাদের বুঝতে পাড়ে না। রাগী মানুষ দেখে ভুলটাই সব সময় বুঝে।
Post a Comment